| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানজির খান
মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।
মাঝ রাতে সেভ করতে গিয়ে
ঠোটের কিনারা কেটে ফেলেছি আজ।
স্থীর দৃষ্টিতে আয়নায় তাকিয়ে আছি
দেখি গলগল করে রক্ত বেরুচ্ছে,
কি আশ্চর্য এখনো আমার রক্ত লাল!
এখনো রক্ত ঝরে?
এখনো আমি মানুষ?
ভেবেছিলাম সেই কবেই রোবট হয়েগেছি,
সব আবেগ আর যুক্তি বিসর্জন দিয়ে হয়েছি
কর্পোরেট গিফট বক্স,
হয়েছি টকশো আর পত্রিকার সুশীল মুখ,
বিবেক বেচেছি যত্রতত্র পাবলিক টয়লেটে,
সব বিসর্জন দিয়ে হয়েছি পুঁজিবাদের খেলনা!
ঠোট গড়িয়ে রক্ত থুঁতনি ছুয়েছে যখন
ঠিক তখনই মনে পড়েছে তোমাকে,
হে মহান চে' রক্ত যখন ঝরছে
তবে কেন ঝরছে না মানব মুক্তি সংগ্রামে?
আমাকে পথ দেখাও
আলো এনে দাও দূর নক্ষত্র থেকে,
বিশ্বাস করো আমি হারাতে আসিনি
কোন কৃষ্ণগহ্বরে।
আমাকে ডাকো আমি ছুটে আসব
পৃথিবীর প্রতিটি সমাজ থেকে;
প্রতিটি নিষ্পেষিত,অবহেলিত জনপদ থেকে;
আর ধ্বংস করে দেব সব অন্যায় এক নিমেষে।
আমার ঘুম ভাঙাও,
আমি জানি তুমি পারবে জাগাতে,
তোমারি অপেক্ষায় আছে
এই সবুজ পত্রপল্লব।
তুমি ইশারায় ডাকলেই ছুটে আসব
শত বাধা পেরিয়ে,
ছুটে আসব পাবলিক লাইব্রেরী থেকে
অথবা প্রেমিকার বাহুডোর হতে।
প্রতিটি প্রতিবাদী মিছিলে
হাজারো আমি মিসে থাকব বজ্রকণ্ঠে।
পোঁচে যাওয়া এ শরীরের এত ক্ষত
আর কতকাল স্যুট,টাইয়ে ঢেকে রাখব?
আমাকে ডাকো, সাড়া দাও এই আর্তনাদে
তোমার মৃদু আওয়াজেই সুনামি হয়ে ফেটে পড়ব।
আমি ছিলাম বায়ান্নোতে,আমি ছিলাম একাত্তরে,
আমি থাকব প্রতিটি মুক্তি সংগ্রামে।
০৮/০৭/২০১৫
[email protected]
১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৬
তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই
২|
১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লিখেছেন।
আমাকে পথ দেখাও
আলো এনে দাও দূর নক্ষত্র থেকে,
বিশ্বাস করো আমি হারাতে আসিনি
কোন কৃষ্ণগহ্বরে।
কথাগুলো যেন শুধু কবিতার লাইন হয়ে না থাকে, বাস্তব জীবনেও প্রতিফলিত হয়।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
১২ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৭
তানজির খান বলেছেন: জী ভাই দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৫ রাত ২:২১
ঠাকুরমাহমুদ বলেছেন: খুব ভালো লেখেছেন,
“আর ধ্বংস করে দেব সব অন্যায় এক নিমেষে।” - আফসোস ! যদি সত্যি সত্যি সম্ভব হতো !!!