নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানবে আমায়? আমি ভেসে গেছি পদ্মপাতায়। ডুবে গেছি পৃথিবীর নিদারুণ অবহেলায়। ফেইসবুক https://www.facebook.com/tanzir.khan.3

তানজির খান

মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।

তানজির খান › বিস্তারিত পোস্টঃ

শিল্পীর রঙ তুলিতে \'মা\' দিবস

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:৫২

ছবিঃ মাতৃত্ব
রঙ তুলিতে মাতৃত্ব।



জাহেদুর রহমার রবিন একজন চিত্রশিল্পী। কেউ কেউ তাকে রঙ তুলির কবি বলে থাকেন। ইতিমধ্যে তিনি দেশেবিদেশে সুখ্যাতি অর্জন করেছেন। তার আঁকা ছবি স্থান করে নিয়েছে আবুধাবি ন্যাশনাল মিউজিয়াম ও আল আইন হিলটনে। শিল্পী জীবনের প্রয়োজনে আবুধাবিতে থাকলেও তার মন পড়ে থাকে দেশে, নিজ ভূমিতে।

কবি গুরু লিখেছিলেন “আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে--
তুমি জান না,আমি তোমারে পেয়েছি অজানা সাধনে॥

শিল্পী জাহেদুর রহমান রবিন দেশের সাথে প্রাণ বেঁধেছেন রঙ তুলি দিয়ে।তাইতো দেশে ঘটে যাওয়া সব অন্যায়ের বিরুদ্ধে তার রঙ তুলি হয়ে উঠে প্রতিবাদের হাতিয়ার। জাহেদুর রহমান রবিন দেশকে ভালবাসেন হৃদয়ের গভীর থেকে। দেশমাতৃকা তার কাছে মায়ের মত। মা ও মাটি তার হৃদয়ে স্থায়ী বাসা বেঁধে আছে, দূরত্ব যা ম্লান করতে পারে নাই। প্রতিনিয়ত তার চিত্রকর্মে উঠে আসছে অন্যায়ের প্রতিবাদ ও পৃথিবীর জন্য ভালবাসা। তার রঙ তুলি পৃথিবীতে ভালবাসার বাণী ছড়িয়ে দিচ্ছে। এবার "মা" দিবসে তার আঁকা অনবদ্য কিছু চিত্রকর্ম সেই কথাই প্রমাণ করে। শিল্পী জাহেদুর রহমান রবিন এবারের ‘মা’ দিবসে তার চিত্রকর্মে সেই মমতাময়ী মাকে তুলে এনেছেন গভীর মমতায়।

ছবিঃ মায়ের মস্তিষ্ক
মায়ের মস্তিষ্ক শিশুকে নিয়েই আবর্তিত হয় সব সময়। সেই কথাটিই প্রতিফলিত হয়েছে শিল্পীর তুলির আঁচরে।



ছবিঃ মাতৃত্ব
রঙ তুলিতে মাতৃত্ব।



ছবিঃ ঘুমন্ত পৃথিবী
মায়ের পাশে শিশু ঘুমিয়ে আছে। শিল্পীর রঙ তুলিতে সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান।



ছবিঃ রক্তস্নাত মানবতা



ছবিঃ ভাত দে!







ছবিঃ যোগফল



ছবিঃ যোগফল




শিল্পী জাহেদুর রহমান রবিন


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:০০

তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:১৮

ব্যাক ট্রেইল বলেছেন: সবগুলাই সুন্দর। আগেই কপি করে রাখছিলাম।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:০০

তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৮ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

সুমন কর বলেছেন: সুন্দর পোস্ট !

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:০১

তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ০৮ ই মে, ২০১৬ রাত ৮:১০

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:০১

তানজির খান বলেছেন: ধন্যবাদ হাসান ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.