নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানবে আমায়? আমি ভেসে গেছি পদ্মপাতায়। ডুবে গেছি পৃথিবীর নিদারুণ অবহেলায়। ফেইসবুক https://www.facebook.com/tanzir.khan.3

তানজির খান

মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।

তানজির খান › বিস্তারিত পোস্টঃ

ঋতু ও হৃদয়।। তানজির খান

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:১১




শতাব্দীর সমস্ত অভিশাপ
বুকে নিয়ে শিশির ছুঁয়ো না।
শিশিরে মিশে আছে অশ্রু,পোড়া হৃদয়ের গন্ধ
প্রপঞ্চময় প্রণয়ে বাস তোমার
দীর্ঘ অন্ধকারের রাণী
এখন তুমি যাদুবিদ্যায় সিদ্ধহস্ত যাজক।
কস্তূরীর ঘ্রাণে সূর্য তোমার বসে
বিপন্ন ডায়নোসর ফিরে আসবেনা
সরিসৃপের আদলে রেখেছো বিষ জমিয়ে
দাঁতের ফাঁকে,
আজ সময় বদলে গেছে
শীত শেষে বসন্ত ঘুরে এখন গ্রীষ্ম
ঋতু পরিবর্তনের সাথে সাথে হৃদয় পরিবর্তনশীল নয়
তুমি বরং মন দিয়ে এই শেখো।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:১৩

বিতার্কিক সাধু বলেছেন: বাহ!

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৩০

তানজির খান বলেছেন: ধন্যবাদ সাধু দরবেশ

২| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:২৯

মুসাফির নামা বলেছেন: এত ঘৃণা কেন?

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৩১

তানজির খান বলেছেন: ঘৃণার আড়ালে ভালবাসা খুঁজে পান না? ভালবাসা পুড়ে গেলে হয়তো ঘৃণা হয়। জানিনা ঠিক

৩| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৭

মুসাফির নামা বলেছেন: ভালবাসা সবসময় ভালবাসায় রাখুন।ঘৃণা সবসময় এড়িয়ে চলুন।

০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৪৪

তানজির খান বলেছেন: বেশ বলেছেন। কিন্তু মানুষ সব সময় পারে কি? আমিও তো আপনার মতই বলি কিন্তু সব মানুষ পারে কি?

৪| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:৫২

নাম্ব পেডেস্ট্রিয়ান বলেছেন: হৃদয়ের কথাগুলো আপনার লেখনিতে।
চালিয়ে যান।
শুভকামনা রইল।
তাছাড়া আমার আর আপনার সামর্থ্য তো এতটুকুই, নাকি বলেন, খান সাহেব????

০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

তানজির খান বলেছেন: খুব ভাল বলেছেন ভাই। আমাদের সামর্থ্য এটুকুই। ধন্যবাদ ভাই

৫| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই। ভালবাসা নিবেন

৬| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:০৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

১০ ই মে, ২০১৬ রাত ১২:৩৫

তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার কাছে আমি কৃতজ্ঞ। ভালবাসা রইল ভাই

৭| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:৩৫

আহমেদ জী এস বলেছেন: তানজির খান ,




এটা অনেক পরিনত কবিতা হয়েছে ।
তবে কবিতার শিশিরে মিশে আছে কিছু অশ্রু, হৃদয় পোড়ার কিছু গন্ধ ।
++

১০ ই মে, ২০১৬ রাত ১২:৩৬

তানজির খান বলেছেন: যাক আপনার কাছে শেষ পর্যন্ত একটা কবিতা নিয়ে হাজির হতে পেরেছি যেখানে কোন ভুল করিনি। ধন্যবাদ ভাই, আপনার মূল্যায়ন সব সময় আমাকে সতর্ক করে। ধন্যবাদ ভাই , শুভকামনা রইল প্রিয় ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.