নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।
মানুষ নই, পরিতাপের বদ্ধ উন্মাদ
এক নিশ্বাসে মুছে ফেলেছি
অবিশ্বাসে মোড়া অতীতের বিষাদ!
ক্রমাগতভাবে জন্মেছি আশার করুণ গর্ভপাতে
প্রেম নেই, ভাঙন নেই তবুও জন্ম হয় নিভৃতে
মানুষ নই, নিচ্ছিদ্র জেলখানা,পরিপূর্ণ দুঃস্বপ্ন।
না একদম না, ছুঁয়ে দেখনা হৃদয়
যদি আবার মানুষ হতে সাধ হয়!
১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৩
তানজির খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার মত কবির কাছ থেকে প্রশংসা পাওয়া বিশেষ কিছু। শুভকামনা রইল
২| ১৬ ই মে, ২০১৬ সকাল ৯:১৯
হাসান মাহবুব বলেছেন: শেষের দুই লাইন সুন্দর।
১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৪
তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই। শেষ দুই লাইনেই আমাদের অনেকের ব্যাথা মিশে আছে ভাই।
৩| ১৬ ই মে, ২০১৬ সকাল ১১:৫০
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
১৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৫৪
তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই। শুভকামনা রইল
৪| ২০ শে মে, ২০১৬ রাত ৮:৫৩
কল্লোল পথিক বলেছেন: চমৎকার অনুকাব্য।
++++++++
২৩ শে মে, ২০১৬ রাত ২:১০
তানজির খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ কল্লোল ভাই। স্যরি দেরী হয়ে গেলো রিপ্লাই দিতে।
৫| ০২ রা জুন, ২০১৬ দুপুর ২:০৩
সামিয়া বলেছেন: ভালো লাগলো
০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:০৫
তানজির খান বলেছেন: ধন্যবাদ আপু। ভালবাসা নিবেন
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৬ সকাল ৯:০০
সোজোন বাদিয়া বলেছেন: যুগ-যন্ত্রণাটা সুন্দর ফুটিয়ে তুলেছেন কবি। ভাল থাকুন।