নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।
ভালবাসার বাজেট চাই
প্রতি বছর আরো কিছু মানুষের
পাতে পবিত্র ভাত তুলে দেবার বাজেট,
এ বাজেট হবে উদ্বৃত্ত বাজেট, শতভাগ ভালবাসার
সবার ভাতের পাতিল হবে উন্মুক্ত মানবতার।
বাজেটে বিশেষ বরাদ্দ থাকবে-
বেকার প্রেমিকের জন্য
প্রেমিকার হাত শক্ত বাঁধনে হৃদয়ে আটকাবে বলে।
এ বাজেট পাশ হবার আগেই
সকল প্রেমিকারা কপালে লাল টিপ দিবে
বসন্তের ফুলের মালায় সাজবে
হাওয়ায় খুলে দিবে ভ্রমর কালো চুল
তারপর প্রেমিকের হাত ধরে অনন্ত যাত্রায় যাবে।
এমন একটা বাজেট চাই-
সেখানে ভ্যাটের বদলে প্রেমিকের ঠোটে
চুমা দেয়া বাধ্যতামূলক হবে প্রেমিকার জন্য,
বাজেটে পথশিশুরা নিজের সন্তান হয়ে উঠবে
গণভবন হয়ে উঠবে বাড়ীর উঠোন,
বাজেটের উপর প্রধানমন্ত্রীর বিশেষ ভাষণ লিখবে
দেশের শ্রেষ্ঠ কবি।
আমাদের একটা বাজেট চাই
শতভাগ শুল্কমুক্ত ভালবাসার বাজেট চাই।
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:০৯
তানজির খান বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। ঠিক করে দিয়েছি। ভালবাসা নিবেন, পাশে থাকবেন এমন করে।
২| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২১
বিজন রয় বলেছেন: আঁতে ঘা দিলেন নাকি?
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:০৯
তানজির খান বলেছেন: হাহাহাহাহা ঘা দিতে চাই না ভালবাসা দিতে চি ভাই। ধন্যবাদ ভাই
৩| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৩০
গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১১
তানজির খান বলেছেন: গেম ভাই, একটা এক্সাম বিজি তাই আসতে পারিনা ব্লগে। আপনার ফেবু স্ট্যাটাসের জন্যই আজ পোস্ট দিলাম, যদিও আপনার চাহিদার মত পোস্ট না। কি করব বলেন, আমি বাজেট বলতে এই বুঝি। ভালবাসা রইল ভাই
৪| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:৫৪
পুলহ বলেছেন: হুমায়ূন স্যারের কবি উপন্যাসে এ ধরণের একতা কথা ছিলো যে নগর পরিকল্পনাকারী হিসেবে যদি কবিদের নিয়োগ দেয়া হোত.। আপনার কবিতার কিছু কিছু লাইন পড়ে সে কথাটাই মনে হচ্ছিলো।
"সেখানে ভ্যাটের বদলে প্রেমিকের ঠোটে
চুমা দেয়া বাধ্যতামূলক হবে প্রেমিকার জন্য,"-- কবি এখানে চুমা দেয়া এর বদলে 'চুমু খাওয়া' বসানো যায় কি না ভেবে/ পরীক্ষা করে দেখতে পারেন।
শুভকামনা। দারুণ কবিতা
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৮
তানজির খান বলেছেন: পুলহ ভাই, আপনার পরামর্শ বিবেচনা করা হবে বিশেষভাবে। খুব ভাল মন্তব্য করেছেন। কবি পড়েছিলাম বহু আগে। মনে নেই এখন সব। অনেক ভাল লাগার উপন্যাস ছিল। যদি কবিতা ভাল লাগে, তবেই আমার লেখার স্বার্থকতা। ভালবাসা নিয়েন ভাই।
৫| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৩:১১
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ওরেহ! দারুন হইসে ভাই!
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৯
তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই। ভালবাসা নিবেন, পাশে চাই
৬| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৪
তারেক ভূঁঞা বলেছেন: সত্যি দারুন!!!!!!!!!!
০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:১৯
তানজির খান বলেছেন: ভালবাসা রইল ভাই। অসংখ্য ধন্যবাদ
৭| ০৩ রা জুন, ২০১৬ বিকাল ৪:৪৯
রুদ্র জাহেদ বলেছেন: আমাদের একটা বাজেট চাই
শতভাগ শুল্কমুক্ত ভালবাসার বাজেট চাই।
আগেই পড়েছিলাম।অর্থ আর প্রেম এক বাজেটে একাকার।বেশি লিখেছেন
০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৫৩
তানজির খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই। ভালবাসা নিবেন, খুব ভাল লাগলো আবার পড়েছেন বলে।
৮| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৪৬
সোজোন বাদিয়া বলেছেন: আইডিয়াটা চমৎকার। তবে, একই সাথে হালকা এবং সিরিয়াস কথা যেন ঠিক মিশতে পারেনি। আমার বোঝার ব্যর্থতাও হতে পারে। ভাল থাকুন।
০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৫৫
তানজির খান বলেছেন: কবি, ধন্যবাদ পড়বার জন্য। আমি সাধারণত হালকা কথাই লিখতে ভালবাসি, সিরিয়াস ব্যাপারটা সহজ করে লিখতে ভাল লাগে। তবুও সফল হইনা সব সময়। তাই হয়তো অনেক সময় পাঠকের মন ভরে না।
ভালবাসা নিবেন ভাই
৯| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১২:৩৩
কল্লোল পথিক বলেছেন: ভালবাসার বাজেট চাই
প্রতি বছর আরো কিছু মানুষের
পাতে পবিত্র ভাত তুলে দেবার বাজেট,
এ বাজেট হবে উদ্বৃত্ত বাজেট, শতভাগ ভালবাসার
সবার ভাতের পাতিল হবে উন্মুক্ত মানবতার।
সুন্দর কবিতা।
ভালো লেগেছে।
০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:১১
তানজির খান বলেছেন: কল্লোল ভাই ভালবাসা নিবেন। খুব ভাল লাগল আপনার মন্তব্য পড়ে।
১০| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:৪৩
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোবাসার বাজেট! মাইরালছেন!
০৫ ই জুন, ২০১৬ রাত ১২:৩৭
তানজির খান বলেছেন: হাহাহাহাহাহাহাহা ধন্যবাদ ভাই। ভালবাসা নিবেন ভাই
১১| ০৫ ই জুন, ২০১৬ দুপুর ১:১৪
হাসান মাহবুব বলেছেন: আমিও চাই।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:০২
তানজির খান বলেছেন: চলুন ভাই গলা মেলাই। ভালবাসা নিরন্তর
১২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১১
উল্টা দূরবীন বলেছেন: ভালোবাসার বাজেট চাই। বাজেট বাস্তবায়ন চাই। ছিকারেটের দাম কমানো চাই। নইলে খেলমু না।
০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৮
তানজির খান বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা খুব ভাল দাবী। আমি শতভাগ সহমত জানাচ্ছি। ভালবাসা নিবেন ভাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:২০
সুমন কর বলেছেন: পোস্ট ২বার এসেছে। ঠিক করে দিয়েন।
দারুণ .....+।