নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।
বন্দুক তাক কর মস্তিষ্কে
আমায় না পারলে
আমার বোনের অথবা প্রেমিকার।
ছিন্নভিন্ন কর সব, হত্যা কর আলো
তুষের মত গুড়িয়ে দাও আমাদের অনুপ্রেরণা।
তবুও তোমাদের বুক ধড়ফড় করবে, ভীতু হবে-
প্রেমিকার লাশে,রক্তকণিকায়, আমাদের স্বপ্নে।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০০
তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই। এই অন্ধকার যুগের অবসান হোক সেই কামনায় থাকি।
২| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৮
বিজন রয় বলেছেন: চট্রগ্রামে আজকের ওই মর্মান্তিক ঘটনার কথা মনে করে দেয় আপনার কবিতা।
০৫ ই জুন, ২০১৬ বিকাল ৫:০১
তানজির খান বলেছেন: আজ ঘুম থেকে উঠেছি একটু দেরী করে। উঠেই দেখি এই ঘটনা। মনটা বিষাদের ভরে গেল। এই কাপুরুষ অন্ধকারের শেষ চাই।
ভাল থাকবেন ভাই
৩| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:১০
সুমন কর বলেছেন: হত্যা কর আলো..........
ভালো হয়েছে।
০৬ ই জুন, ২০১৬ রাত ১:৫৪
তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই। ভালবাসা নিবেন।
৪| ০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:২৭
হাসান মাহবুব বলেছেন: পাল্টা আঘাত করা দরকার। আর কত পড়ে পড়ে মার খাওয়া!
১৮ ই জুন, ২০১৬ রাত ৩:০১
তানজির খান বলেছেন: হামা ভাই ভালবাসা জানবেন। খুব দুঃখিত যে উত্তর দিতে দেরী হয়ে গেল। হ্যা সত্যি এখন পালটা আঘাত দরকার, অনেক তো হলো। এখন সময় পাল্টা আঘাত হানার।
৫| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৪
উল্টা দূরবীন বলেছেন: কবিতায় মুগ্ধতা।
সমসাময়িক ঘটনার বাস্তব চিত্রায়ন।
১৮ ই জুন, ২০১৬ রাত ২:৫৯
তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই, দেরী হয়ে গেল উত্তর দিতে এজন্য স্যরি। ভালবাসা জানবেন
৬| ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৪২
ভ্রমরের ডানা বলেছেন: স্বল্প কথায় দুর্দান্ত কথামালা!
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।