নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।
ঈশ্বরের সাথে দেখা হবার আগে
একটিবার-
তোমার সাক্ষাৎ চাই পারমিতা,
ঈশ্বরের নিক্তিতে উঠার আগে
তোমার হিসাব থেকে আমার পাওনা
নিজ হাতে কেটে মুক্তি চাই তোমার।
জানতো ঈশ্বর বড় নিষ্ঠুর হিসাব রক্ষক?
তোমার জীবন্ত যৌবন,সফেদ শরীর, অবিশ্বাসী মন
অনন্ত আগুনে পুড়ুক;
এ আমার চাওয়া নয়,
যদিও ঈশ্বরের মত ক্ষমাশীল নই আমি।
প্রতিশোধে প্রেম বড় ছোট হয়ে যায় পারমিতা
তাই ক্ষমা দিয়েই তোমাকে বড় ভালবাসলাম।
১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৩
তানজির খান বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার লেখায় আপনাকে স্বাগতম জানাচ্ছি। ভালবাসা ও শুভকামনা জানবেন।
২| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:০২
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা ভাইয়া!
১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৫
তানজির খান বলেছেন: আপু আমার লেখায় আপনার কমেন্ট পেলে খুব ভাল লাগে। আপনার ভাল লাগায় আমার লেখার উৎসাহ দ্বিগুণ হয়। শুভকামনা ও ভালবাসা রইল
৩| ১৮ ই জুন, ২০১৬ সকাল ৯:১৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৫
তানজির খান বলেছেন: ধন্যবাদ সুমন ভাই। ভালবাসা রইল
৪| ১৮ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৯
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
কবিতায়+++++++++++++++
১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৬
তানজির খান বলেছেন: কল্লোল ভাই ভালবাসা নিবেন। শুভকামনা জানবেন।
৫| ১৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৪২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
ঈশ্বরের নিক্তিতে উঠার আগে
-ওঠার আগে হবে।
২১ শে জুন, ২০১৬ রাত ২:২০
তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালবাসা নিবেন
৬| ১৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৪
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বেশ লেগেছে।
ভাল আছেন?
২১ শে জুন, ২০১৬ রাত ২:১৯
তানজির খান বলেছেন: হুম আছি ভাল। আপনি কেমন আছেন? বেশকিছু দিন দূরে আছি সব ছেড়ে তাই দেখা হয়না।
ভালবাসা নিবেন, শুভকামনা
৭| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেকদিন পর কবির কবিতা পড়া হল, কবিতা ভালই লেগেছে +++
আছেন কেমন? আশা করি ভাল। শুভকামনা রইবে সবসময়।
২১ শে জুন, ২০১৬ রাত ২:২১
তানজির খান বলেছেন: ভালই আছি বলি আমি এখন। বেঁচে থাকাই ভাল থাকা। আপনার জন্যও শুভকামনা রইল
৮| ২১ শে জুন, ২০১৬ বিকাল ৩:২২
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আমি টিকে আছি। অনেকদিন পর ব্লগে এলাম।
অনেক লেখা জমা পড়ে গেছে, পড়তে হবে
১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:১১
তানজির খান বলেছেন: ধন্যবাদ রাজশ্রী। কেমন আছেন আপনি?
৯| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৫৩
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা
ভাল লাগা রেখে গেলাম
১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:১২
তানজির খান বলেছেন: ধন্যবাদ তাবাসসুম আপু। শুভকামনা জানবেন
১০| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৫
নীলাঞ্জনানীলা বলেছেন: ঈশ্বরের কাছে কি ঈশ্বর আছে?
ভাবছি এ প্রশ্নের উত্তর তৈরী করবে কবি তানজির।
১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:১৩
তানজির খান বলেছেন: এ প্রশ্ন অনেক কঠিন প্রশ্ন আপি।
তুমি কবি বললে আমি লজ্জা পাই। ভালবাসা জেনো
১১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৭
অরুনি মায়া অনু বলেছেন: ক্ষমাই ভালবাসার প্রধান শর্ত | ঈশ্বর যেন কোন আশাই অপূর্ণ না রাখে |
১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:১৪
তানজির খান বলেছেন: আমার লেখায় স্বাগতম। সত্যিই যদি পূর্ণতা পেতাম! ধন্যবাদ ও শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০১৬ ভোর ৪:০১
ঈশান আহম্মেদ বলেছেন: ঈশ্বর বড় নিষ্ঠুর হিসাবরক্ষক। ভালো লাগলো কবিতাটি।