নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানবে আমায়? আমি ভেসে গেছি পদ্মপাতায়। ডুবে গেছি পৃথিবীর নিদারুণ অবহেলায়। ফেইসবুক https://www.facebook.com/tanzir.khan.3

তানজির খান

মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।

তানজির খান › বিস্তারিত পোস্টঃ

আপনাকে ভালবাসি ।। তানজির খান

২১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২১


বয়সের মাঝে মন রাখবেন না
মনের মাঝে বয়স রাখুন
আপনি বেঁচে থাকবেন সুচিত্রা হয়ে
যে কখনো বৃদ্ধা হয়নি -
আমাদের অদম্য বয়ঃসন্ধি পেরিয়েও।

প্রবলভাবে বেঁচে থাকবেন
দয়া করে মনের মাঝে বয়স রাখুন
এ কথার প্রমাণ পাবেন
ব্যাকরণ জানা শিল্প সমঝদারের কাছে
সন্ধ্যায় স্বমৈথুনে নির্জীব হয়ে পরা স্কুলের সেরা ছাত্রটির কাছে
সাহিত্যের দিকপালের কাছে
আপনি অমর হবেন উদাসীন কবির কাছে।
আপনার উদাত্ত বাহু, গভীর হৃদয়ের খাঁজ
পৃথিবীর সমস্ত নারীর যৌবনকালের শিক্ষা - বার্ধক্যের আফসোস।

দুপুর গড়িয়ে গেলেই আপনার প্রেমে পড়ে সবাই
নির্দিষ্ট দিনে যখন ঘুমিয়ে পড়েন
সেদিন শহরে কার্ফু নামে জলপাই রঙের পোষাকে
আপনি হয়তো জানেন না সেই বিভীষিকার গল্প -
তখন যুবকেরা চলে যায় পৃথিবীর কেন্দ্রে
যার উত্তাপ আদি পুরুষের ভুল হতে উৎপন্ন,
কবিরা মুঠো মুঠো বিরহের কবিতা লেখে
যার উৎপত্তি নিখাদ শ্রদ্ধা ও ভালবাসা থেকে,
আমাদের প্রবীণেরা সে দিন প্রাতঃরাশে যায় না।

এখন অবধি কোন শিল্পী আঁকতে পারে নাই আপনার পোট্রেট
কারণ ঠোটের পাশে ঘুমিয়ে থাকা আলোকিত টোল
সব শিল্পীই ওটাকে সহজ মনে করেছে
সহজ রঙে প্রথমেই আঁকতে উদগ্রীব হয়েছে
জলের মত সরল ভেবেছে, বোঝেনি বিশ্বস্ত প্রেম
তাই তারা হারিয়ে গেছে কৃষ্ণগহ্বরে
তারা জানতোনা আপনাকে আঁকতে হলে হৃদয়ে মন্দির গড়তে হয়
তারা মূলত কামের ফাঁদে প্রাণ দিয়েছে।

শরীরের যে স্তরে কাম থাকে; তার আগে যে ভালবাসা -
এ কথা পৃথিবীর সিংহভাগ পুরুষ ভুলে যায়
ভুলে যায় কাম পৃথিবীকে জীবিত রাখার জন্য সবচেয়ে মহৎ প্রয়াস
অথচ তারা ভাবে মদ ও জুয়াড় মত ক্ষণস্থায়ী আনন্দময়।

অতঃপর সবাই হারিয়ে ফেলে পৃথিবীতে বেঁচে থাকার অনুপ্রেরণা
আমি বাঁচতে চাই - আপনার হৃদয়ে।

আপনাকে ভালবাসি ।। তানজির খান

উৎসর্গঃ অপি করিম, যার প্রতি ভালবাসা অফুরন্ত

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

কল্লোল পথিক বলেছেন:




অনেক দিন পর কবি!
কবিতা দারুন হয়েছে।

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০১

তানজির খান বলেছেন: জী ভাই এবার অনেকদিন পর লেখা নিয়ে আসলাম। মাঝের সময়টা খুব বেদনার ছিল। ভালবাসা জানবেন ভাই

২| ২১ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩০

সামিয়া বলেছেন: সেই রকম সুন্দর হয়েছে লেখা টা। I like opi karim too

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

তানজির খান বলেছেন: ধন্যবাদ আপু। ভালবাসা জানবেন

৩| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪৬

হাসান মাহবুব বলেছেন: হাহা! শেষে এসে কবিতাটি নতুন মাত্রা পেলো। অপি করিমকে নিয়ে গত কয়েক দিন ধরে ব্যাপক চাঞ্চল্য দেখছি। মজার ব্যাপার।

৪| ২৫ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫৬

শাহরিয়ার কবীর বলেছেন: অতঃপর সবাই হারিয়ে ফেলে পৃথিবীতে বেঁচে থাকার অনুপ্রেরণা
আমি বাঁচতে চাই - আপনার হৃদয়ে।


সুন্দর হয়েছে++++++++++++

৫| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

নীলাঞ্জনানীলা বলেছেন: বাহ! অপি করিমকে নিয়ে এতো সুন্দর কবিতা?
অপি করিম যদি পড়তো, তাহলে ভাইয়া ঠিক তোমায় ভালোবেসে ফেলতো। :)

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:০৮

তানজির খান বলেছেন: আপি অসংখ্য ধন্যবাদ তোমায়। প্রায় তিন বছর পর আজ এখানে এলাম। অনেক কিছুই বদলে গেছে।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৫

ভ্রমরের ডানা বলেছেন: দুর্দান্ত কবিতা। আমিও অপি করিমকে ভালবাসি!

০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:০৯

তানজির খান বলেছেন: আমাদের পছন্দ মিলে গেলো তবে!!

ধন্যবাদ ডানা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.