নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানবে আমায়? আমি ভেসে গেছি পদ্মপাতায়। ডুবে গেছি পৃথিবীর নিদারুণ অবহেলায়। ফেইসবুক https://www.facebook.com/tanzir.khan.3

তানজির খান

মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।

তানজির খান › বিস্তারিত পোস্টঃ

আগামীকালের পত্রিকা।। তানজির খান

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর ১০০ শত দিন
অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন শহরজুড়ে,
তবে তার একমাত্র প্রেমিকা,যিনি চলে গেছেন বহু আগে,
তিনি এ খবর পাবেন কিনা জানা নেই কারো।

মৃত্যুকালে সে কয়েকটি নাম বলেছিল অস্পষ্ট স্বরে
যার প্রথমটি বিধাতার,শেষ'টি গোপন রাখা হয়েছে
সংগত কারনে যদি কারো সংসার ভেঙে যায়!

মৃত্যুকালে মানুষ'টির আরেকবার জন্ম নেবার ইচ্ছে ছিল
তার কোনো স্ত্রী পুত্র বা রক্ষিতা ছিলনা জীবদ্দশায়।

সেপ্টেম্বর১৯, ২০১৬

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

ভ্রমরের ডানা বলেছেন:

খুব সুন্দর কবিতা। তানজির ভাই, কেমন আছেন! কই ছিলে?? দেখিনা আপ্নারে?

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৮

তানজির খান বলেছেন: ভাল আছি। ডানা দেরী হয়ে গেলো রিপ্লাই দিতে। অনেক ঝামেলার মাঝে আছি ভাই তাই অনিয়মিত। আবার নিয়মিত হবো সেই আশারাখি।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

অনেকদিন পর আইলেন!

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

তানজির খান বলেছেন: অনেক ঝামেলায় আছি ব্যক্তি জীবনে তাই অনিয়মিত হয়ে পড়েছি ভাই। আমি আছি আপনাদের পাশে সব সময়। ধন্যবাদ ভাই

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। ব্লগে দেখে ভালোলাগছে।

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২০

তানজির খান বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভালবাসা নিবেন।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৭

অরুনি মায়া অনু বলেছেন: অকালে মরে গেলে কেন সখা। এখনো যে অনেকটা পথ বাকি।

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:২১

তানজির খান বলেছেন: সখি কেমন আছো? অনেকদিন দেখা নেই ব্লগে। আজ আসলাম আবার। এই পথ অনন্তের পথে যাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.