নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি জানবে আমায়? আমি ভেসে গেছি পদ্মপাতায়। ডুবে গেছি পৃথিবীর নিদারুণ অবহেলায়। ফেইসবুক https://www.facebook.com/tanzir.khan.3

তানজির খান

মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।

তানজির খান › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়া ও চুম্বন।। তানজির খান

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৪

দিন নাকি বদলে গেছে
শুনছি তোমার ঠোট নাকি এখন পিঁপড়ায় কামড়ায়।
কি যে উচ্চবংশীয় ঠোট ছিল তোমার
প্রেমের দিনে তার নাগাল পাইনি কখনো
মধ্যবিত্ত যৌবনে ফ্যান্টাসি বলতে ওই ঠোট জোড়াই ছিল!
কবিতা-ফবিতা কেউ নাকি আর লেখে না তোমায় নিয়ে
সন্ধ্যা আসলে শিপ্রা দি'র কাছে মাঝেসাঝে নাকি আফসোস করো
পয়সাওয়ালা পুরুষটি নাকি সোনার খাঁচায় রেখেছে তোমায়
তবে মনের গলি, শরীরের গলি সবই নাকি অচেনা তার।
উচ্চ বিলাসী সেই তুমি
যার মনে জোয়ারের মত প্রেমের বাসনা ছিল চিরকাল
অতৃপ্ত হৃদয় যার ভ্যানিটিব্যাগে থাকতো
সেই তোমার ঠোট আজ পিঁপড়ায় কামড়ায়!
চোখের সামনে ডালিম পঁচে যাওয়ার ছবি ভেসে ওঠে।
আমি অবশ্য ভালই আছি
পুরাতন গল্প, স্মৃতি আর চন্দ্রসূর্য নিয়ে,
প্রতিদিন গোধূলিতে বাতাসে চুম্বন দেই।

নভেম্বর ৩, ২০১৬, এফবি

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:


অনেক মানুষের মনে লুকিয়ে রাখা ইতিহাস

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:৫৩

তানজির খান বলেছেন: ধন্যবাদ চাঁদ ভাই। শুভকামনা রইলো

২| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

নীল দেয়াল বলেছেন: লুকানো স্মৃতি কথা

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৪৪

তানজির খান বলেছেন: ধন্যবাদ দেয়াল। আমার লেখায় স্বাগতম। পাশে থাকবেন..

৩| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৬

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।


অ.ট.: তাহলে সমস্যার সমাধান হয়েছে !

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৩

তানজির খান বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। সময় এখনো আয়ত্বে আসেনি, আসবে আশাকরি!

৪| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:০২

কানিজ ফাতেমা বলেছেন: শক্তিশালী একটি কবিতা তবে //কবিতা-ফবিতা// শব্দটির প্রয়োগে একটুখানি মন্দ লাগা । শুভ কামনা রইল ।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৬

তানজির খান বলেছেন: ধন্যবাদ জান্নাত আপা। আপনার মতামতের জন্য আন্তরিক সাধুবাদ। আমার লেখায় স্বাগতম

৫| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:

দুর্দান্ত!! দুর্দান্ত!! দুর্দান্ত!!


খুব ভাল হইছে তানজির ভাই!

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০৯

তানজির খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ দিদি ভাই। শুভকামনা

৬| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

মার্কো পোলো বলেছেন:
ভাল লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১০

তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই

৭| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

ক্লে ডল বলেছেন: চমৎকার! খুব ভাল লেগেছে!

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১২

তানজির খান বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। শুভকামনা

৮| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর হয়েছে।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৩

তানজির খান বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা

৯| ২২ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সময় চলে গেলে পিঁপড়াতেই কামড়াবে।

ভালো ছিল।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৫

তানজির খান বলেছেন: হা হা ঠিক বলেছেন। ধন্যবাদ ভ্রাতা

১০| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ একটা কবিতা। এই টাইপের কবিতার আশা করেছিলাম অনেকদিন থেকেই।
চমৎকার। অনন্য। প্রচণ্ড ভালোলাগা জানিয়ে রাখছি।

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৬

তানজির খান বলেছেন: খুব ভাল লাগছে আপনার অনুভূতি পড়ে। শুভকামনা ও ভালবাসা রইলো

১১| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:২২

ভ্রমরের ডানা বলেছেন:
কিরে ভাই, দিদি ভাই কেঠা!!

8-|

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩২

তানজির খান বলেছেন: ভুল হয়ে গেছে ভ্রাতা! ক্ষমা চাই করো জোরে! :)

১২| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

ক্লে ডল বলেছেন: ডানা ভাইয়া,
=p~ =p~ =p~

আমার কিন্তু মজাই লাগে!!

২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

তানজির খান বলেছেন: মাথা নষ্ট হয়ে গেলো কি করে? আপনারে বললাম ভ্রাতা আর ডানা ভাইরে বললাম দিদি ভাই! মাথা খারাপ হয়ে গেলো :(

১৩| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

ক্লে ডল বলেছেন: এটা কোন ব্যাপার না।:)
অনেক দিন পর আসার কারণে হয়তবা এমন হয়েছে। আপনাকে ব্লগে অনেক কম দেখা যায় আগের তুলনায়।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

অন্তু নীল বলেছেন:
হুম। খুব ভালো লাগল।
গোপোনে রিভেঞ্জ জানিয়ে গেলেন তাঁর প্রতি।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: মার্কেল আব্রাহাম নামক কুলাঙ্গারগুলো কি করে যে ব্লগে আইডি খোলে ভেবে পাইনা......মডারেটরগনের দৃষ্টি আকর্ষণ করছি। তবে তিনি যে পুরোনো পাপী তা বেশ বুঝা যায়।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:৫২

আলগা কপাল বলেছেন: এটা ব্লগ। চটি গল্পের আসর না। এসব কমেন্ট এখানে স্থান পায় কি করে?মডারেটররা কি ঘুমাচ্ছে নাকি?

১৭| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯

হাসান মাহবুব বলেছেন: শুরুটায় বেশ চটক ছিলো। শেষটা অর্ডিনারি।

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম, পিঁপড়া কেন ঠোট কামড়ায়? উনি বুঝি আইসক্রিম বা চকলেট খেয়ে ঠোট মুছে নাই, তাই না? ;)

কেমন আছেন আপনি? আশা করি ভাল। ভাল থাকুন সবসময়, পুরাতন গল্প, স্মৃতি আর চন্দ্রসূর্য নিয়ে। আর হ্যা, প্রতিদিন শুধু গোধূলিতে বাতাসে চুম্বন দিয়েন না, মাঝে মাঝে মাঝরাতের নিকষ কালো নগ্ন আকাশেও ছুড়ে দিয়েন কিছু, হল না হয় "ফ্লাইং কিস" :P

১৯| ২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

সাদা মনের মানুষ বলেছেন: মার্কেল আব্রাহাম নামক নিকটা ব্যান করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ

২০| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৩

আহমেদ জী এস বলেছেন: তানজির খান ,




দারুন একটা কবিতা লিখেছেন ।

এরকমটাই হয় ! প্রেমের বাসনা যার অতৃপ্ত তার দেমাগী মনের গলি, শরীরের গলি খুঁজে দেখেনা অন্য কেউ । যে জন দেখার, সে থাকে গলির ওধারে, গোধূলি বাতাসে বেহিসেবী চুম্বন মেখে মেখে !

অভিমানী কবিতা ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৫

তানজির খান বলেছেন: ধন্যবাদ ভাই। স্যরি অনেক দেরী হয়ে গেলো রিপ্লাই দিতে। শুভকামনা রইলো

২১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৭

গেম চেঞ্জার বলেছেন: জীবনের অপচয় বৈ কিছু না!

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬

তানজির খান বলেছেন: ধন্যবাদ গেমু ভাই। স্যরি অনেক দেরী হয়ে গেলো রিপ্লাই দিতে।
শুভকামনা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.