নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।
বৈশ্বিক দ্বন্দ্বে মরে গেছে শীতকাল
পুড়ে গেছে শিমুলের ডালে বসন্ত।
তোর বুকে ফুটে থাকা ফুল
একটিও আমার নয় প্রিয়তমা।
নিম গাছে ঘুমিয়ে পড়া পাখিটি জানে
তুই আমার না, তুইও জানিস
আমাদের ঋতু এক তবুও আমরা আলাদা আলাদা বৃক্ষ।
গুজব রটেছে এখন বসন্ত এসেছে
তোর কোমরে জন্মেছে একশো পলাশ
উঠোনে আর নেই ঝরাপাতা;
আমি গুজবে কান পাতি
বাতাসে তোকে খুঁজি
যেহেতু তুই জলে ভাসিস, সকাল থেকে মধ্যরাত।
আমার ঘুম আসেনা
জল পাণ করি ঢোঁকে ঢোঁকে
ক্ষুধা লাগে তোর জন্য বৃষ্টিতে
তেষ্টা পায় খুব, আমি গোপন করি।
বেলায় বেলায় দুটো করে প্যারাসিটামল খাই
আমার আরাম হয় শরীরে কিন্তু মনের?
বেদনা বড় হতে হতে হিমালয় ছাড়ায়।
আমি গোপন করি,
আমাদের সবার গোপন কিছু থাকে
ব্যক্তিগত বেদনা চাষের জন্য, বেঁচে থাকতে।
আমাদের সময় ছিল এক পৃষ্ঠায় লেখা
তবুও কে জানে কেন তুই শুঁয়োপোকা ভালবেসেছিস!
আমরা অসম্পূর্ণ বৃক্ষ, আমাদের বসন্ত নেই।
১৯.০২.১৭
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯
তানজির খান বলেছেন: ধন্যবাদ আপু। ইদানীং কম আসা হয় ব্লগে।
শুভকামনা রইলো
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৯
অ্যালেন সাইফুল বলেছেন: দুবার পড়লাম। তবুও পড়তে ইচ্ছা হয়।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০
তানজির খান বলেছেন: ভালবাসি জানিস অনেক। তোর পথচলা স্বস্তির হোক।
শুভকামনা রইলো
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩১
বৃতি বলেছেন: ভালো লাগলো কবিতা। অনেক শুভেচ্ছা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১
তানজির খান বলেছেন: বৃতি অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভকামনা
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯
সুমন কর বলেছেন: সম্পূর্ণ ভালো লেগেছে। অনেক দিন পর, ব্লগে এলেন। কেমন আছেন?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩
তানজির খান বলেছেন: হ্যাঁ ভাই অনেকদিন পর। আসলে এখন আর ঢাকায় থাকিনা। তাই কিছু সমস্যা হয় নেট ইউজে। আসবো মাঝে সাজেই। ভালবাসি জানবেন ভাই। শুভকামনা রইলো
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যখনই আপনার কবিতা পড়ি, মনে হয় আরও পড়ি। সমসাময়িক কালে আপনার কবিতার মত অন্যকারো কবিতা পড়ে এই ভাল লাগা জন্মায় না। কবিতাটি মনে ধরেছে খুব বেশী।
তবে "প্যারাসিটামল" পুরো কবিতার মাঝে একটু বেমানান ঠেকেছে। অন্য কোন শব্দ দিয়ে প্রতিস্থাপন করা যায় কি না, ভেবে দেখবেন প্রিয় কবি। কেমন আছেন?
ইদানীং, ব্যস্ততা আমায় দেয় না অবসর... তাই ব্লগে সময় দেয়া হচ্ছে না।
ভাল থাকুন সবসময়, অনেক অনেক শুভকামনা রইল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৪
তানজির খান বলেছেন: পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আসলে আরও ভাবতে হবে আমাকে। আমার অনেক ঝামেলা চলছে তারপর ঢাকার বাহিরে থাকি এখন তাই ব্লগে আসা হয় না নিয়মিত।
ভালবাসি জানবেন। শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩০
গুলশান কিবরীয়া বলেছেন: চমৎকার কবিতা ।