নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।
১। মমি
উঠোনে কোনো নদী ছিলনা
দৌড়ে মরেছিলাম ভরা সমুদ্রে।
তুমি বড্ড নিষ্ঠুর হে অন্তর্যামী
শরীরটা পঁচেনি, এখন জীবন্ত মমি।
২। বিপ্লবের জল আসুক
এ নগর যেন ভিন্ন এক নদী,
এই দুই তার জল- অর্থ আর গদি।
আমি সমাজের নই - দেশের
অন্ধকার সময়ে সকাল দুপুর বিপ্লব খুঁজি।
৩।
পরিচিত সবাই আজকাল বদলে যাচ্ছে
আজকাল পর মানুষ আপন আপন লাগে।
কেন যেন সব আপন বৃত্ত মনে হয়
আজকাল ভেতরে এক অদ্ভুত শিশু বসত গড়ে।
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: তানজির খান ,
ভালোই লিখেছেন , সম্ভবত অনেকদিন পরে ।
এই লাইনটি সুন্দর -- "পরিচিত সবাই আজকাল বদলে যাচ্ছে..." ।
এটাই নিয়ম, বদলে যাওয়া । শরীরের পরিচিত ত্বক ও বদলে বদলে যায় , জেগে ওঠে নতুন ত্বক । সেটাকেই তখন আপন আপন মনে হয় । ক'দিন পরে সেও বদলে যায় নিয়ম করে !
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৭
তানজির খান বলেছেন: হ্যাঁ ভাই অনেকদিন পর। আসলে এখন আর ঢাকায় থাকিনা। তাই কিছু সমস্যা হয় নেট ইউজে। আসবো মাঝে সাজেই। ভালবাসি জানবেন ভাই। শুভকামনা রইলো
৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
সুমন কর বলেছেন: শেষটি ভালো লাগল।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৬
তানজির খান বলেছেন: ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: প্রথমটা খুব সুন্দর।