নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হওয়ার সাধনা আমার চির বহমান, যদি চূড়ান্ত নিশ্বাসেও না হতে পারি তবে ক্ষমা করো বিধাতা, ক্ষমা করো হে প্রভু আর রহমান। ক্ষমা করো তোমরা যারা পেয়েছো আঘাত, তোমরা যারা পাবে অথচ থাকবে নিরাপরাধ।
সত্যি যদি টাইম ট্রাভেল করা যেতো তবে বদলে নিতাম অনেককিছু! লেখাপড়া, চাকুরী থেকে শুরু করে অনেককিছু বদলে ফেলতাম। অন্তত ছোটবেলায় বাবা - মায়ের বলা একটা কথাও অগ্রাহ্য করতাম না। বিশ্ববিদ্যালয় জীবনে ফিরতে পারলে তেমন কিছু বদলাতাম না। আমার বন্ধুবান্ধব ভাগ্য ভাল। কেউ আমাকে কখনো খুব বেশী ধোঁকা দেয় নাই। তবে হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারলে একটা চমৎকার প্রেম করতাম! রাস্তায় রাস্তায় দুজন টইটই করে ঘুরে বেড়াতাম। প্রচুর আইসক্রিম,পেপে জুস, বড়ই ভর্তা, ফুচকা,সিঙ্গারা আর মাঝেমধ্যে ভাতের হোটেলে গিয়ে গরুর মাংস আর ডাল দিয়ে ভাত খেতাম। পদ্মাপাড়ে বসে নদী দেখতাম দুজন।
দুপুরে ঘুমাতাম না। অংক শিখতাম। অংক না শেখার জন্য বিজ্ঞানে আকর্ষণ থাকা সত্ত্বেও পড়তে পারিনি। আমার মনে হয় একজন মানুষের বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস আর অর্থনীতি খুব ভালভাবে জানা উচিৎ। টাইম ট্রাভেল করতে পারলে এর সবকিছু নিয়ে পড়তাম। গতানুগতিক পাঠ্য বই পড়ার কথা বলছিনা। বিজনেসের ছাত্র হয়েও এগুলো নিয়ে পড়তাম।
আরেকটা ইচ্ছে আছে বদলে নেয়ার সেটা হলো ঘোরাঘুরি! প্রচুর ঘুরতে যেতাম বাংলাদেশের আনাচেকানাচে। আমার খুব ইচ্ছে ছিলো পায়ে হেটে বাংলাদেশ ঘোরার। অসুস্থতা আর আর্থিক কারনে অনেককিছুই করা হয়নি। এখন ইচ্ছে আছে ভেসপা নিয়ে পুরো বাংলাদেশ ট্রাভেল করার।
সবকিছু বদলে ফেলার সুযোগ থাকলেও আমি আমার এই পরিবারই পেতে চাইতাম সব সময়। আমার আজকের সব বন্ধুদেরও পেতে চাইতাম। ♥♥
২| ০৭ ই মে, ২০২৩ রাত ৯:৪৫
জ্যাকেল বলেছেন: আপনের পেট কি কিছুটা কমে গেছে?
৩| ০৭ ই মে, ২০২৩ রাত ৯:৫৩
আমি সাজিদ বলেছেন: বাবর আলী একজন চিকিৎসক যিনি কয়েকসপ্তাহে হেঁটে হেঁটে ৬৪ টি জেলায় ঘুরেছেন। এই ভ্রমণের বিস্তারিত অভিজ্ঞতা নিয়ে একটি বইও লিখেছেন। আমি তো কয়েকমাস আগেও এমন করে হেঁটে হেঁটে দেশ ঘুরতে চেয়েছিলাম। কাউকে পেলাম না। সবাই ব্যস্ত। কক্সবাজার বীচ ধরে হাঁটার প্ল্যানটাও বাদ দিতে হলো এরপর।
৪| ০৭ ই মে, ২০২৩ রাত ১১:৩১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বহু বহু দিন পর আপনার দেখা পেলাম। কিছুদিন আগেই আজ হুট করে মনে পড়ে গেল তোমাদের... পোষ্টে আপনাকে আর আপনার কবিতাগুলোকে মনে করছিলাম। থ্যাঙ্কস এ লট, দেখা দেয়ার জন্য। পরিবর্তিত আপনাকে দেখে প্রোপিকের সাথে মিলাতে পারি নাই।
সমস্যা কি, এখনই না করতে পারা চাওয়াগুলো পূরণ করা শুরু করে দিন। আমি বিজ্ঞান, কলা অনুষদ ঘুরে জীবন জীবিকার তাগিদে এখন প্রফেশনাল একাউন্টেন্ট। তারপরেও নিজের শখগুলো পূরণ করার চেষ্টারত, নিজের হাজারো দূর্বলতা এবং অক্ষমতাকে সাথে নিয়ে।
আশা করি এখন থেকে নিয়মিত দেখা পাবো আপনার।
ভালো থাকুন সবসময়। এত্তগুলান শুভকামনা। ভালো থাকুন প্রতিদিন, প্রতিক্ষণ। একরাশ ভালবাসা রইলো প্রিয় ব্লগার।
৫| ০৮ ই মে, ২০২৩ রাত ২:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: আমিও বিজনেসের স্টুডেন্ট ছিলাম। আবার সুযোগ পেলে কখনোই বিজনেসে পড়তাম না। সাহিত্য, ইতিহাস, দর্শন নিয়ে পড়তাম।
৬| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:২৬
রাজীব নুর বলেছেন: ছবিটা খুব সুন্দর হয়েছে।
ভেসপা টা খুব সুন্দর। ইদানিং একটা ভেসপা কেনার ইচ্ছা হয়েছে।
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০২৩ রাত ৯:৩৪
শূন্য সারমর্ম বলেছেন:
ট্রাভেল শুরু করলে কোন জেলা থেকে শুরু করবেন?