![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃশ্য ১-১: দুইজন (পাকিস্তানি সৈন্য) ঘরে প্রবেশ করলো যেখানে কনের বাসর হবার কথা। বাকিরা রুমের বাহিরে পরিবারের বাকি সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখলো।
দৃশ্য ২-১: আজকে ছোয়া অনেক উত্তেজিত। ওর স্বপ্নের পুরুষ শহীদ আফ্রিদির খেলা সরাসরি মাঠে দেখতে পারবে।
দৃশ্য ১-২: পরিবারের সবাই বাহির থেকে ভিতরে সৈন্যদের উত্তেজিত স্বরে কথাবার্তা শুনতে পেল এবং শুনতে পেল তাদের ছোট মেয়েটা প্রতিবাদ করার চেষ্টা করছে।
দৃশ্য ২-২: টিকিট জোগার করতে যে কি কষ্ট হয়েছে। ওর বন্ধুরা না থাকলে হয়তো এই টিকিট কখনো পাওয়া সম্ভব হতো না। যদিও টিকিট পাবার কারনে ওর বন্ধুদের একটা অনায্য আবদার রাখতে হয়েছে। এই সব ব্যাপার না। ওর স্বপ্ন পুরুষকে আজকে সামনা সামনা দেখতে পাবে এইটাই বড় কথা।
দৃশ্য ১-৩: রুমের ভিতর চুপচাপ নীরবতা যতক্ষন পর্যন্ত না মেয়েটা চিৎকার করতে করতে নিস্তেজ হয়ে গেল। কিছুক্ষন পর আবার মেয়েটার চিৎকার। তারপর আবার চুপচাপ।
দৃশ্য ২-৩:আম্মা আমার সবুজ টি-শার্টটা কোথায়? চিৎকার করলো ছোয়া ওর আম্মুর উদ্দেশ্যে। কাজের সময় কিছু পাওয়া যায় না। তবে প্লে-কার্ড ওর খুজতে হলো না। আগে থেকেই যত্ন্ব করে রেখে দিয়েছে। গতকাল সারারাত জেগে সে প্লে-কার্ডটা লিখেছে। ফাইনাল এক্সামের আগেও ও এত রাত জাগে নাই যতটা জেগেছে প্লে-কার্ডটা লেখার জন্য।
দৃশ্য ১-৪: কিছুক্ষন পর একজন সৈন্য রুম থেকে বের হয়ে আসলো। তার পোশাক বিধ্বস্ত। সে তার সঙ্গীর দিকে তাকিয়ে অশ্লীল ইঙ্গিত দিয়ে হাসলো।
দৃশ্য ২-৪: মুখে হালকা মেক-আপ ঘসে আংকেলের আমেরিকা থেকে পাঠানো পারফিউম সারা শরীরে মেখে তাড়াতাড়ি নিচে নেমে এল। নীচে বন্ধুরা অপেক্ষা করছে। দেরি হয়ে যাচ্ছে। কখন সে স্ট্যাডিয়ামে পৌছবে সে উত্তেজনায় তার কিছু ভালো লাগছে না।
দৃশ্য ১-৫: অন্য সৈন্য রুমে ঢুকে আগের সৈন্যের জায়গা দখল করলো। একে একে ছয় জন সৈন্য তাদের জায়গা বদল করলো। তারপর ছয়জন দ্রুত স্থান ত্যাগ করলো।
দৃশ্য ২-৫: স্ট্যাডিয়ামে ঢুকে কিছুই ভালো লাগছে না ছোয়ার। কখন আসবে তার স্বপ্ন পুরুষ। ঐ যে ঢুকেছে তার স্বপ্ন পুরুষ। উত্তেজনায় ছোয়ার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার মত দশা। সে তার প্লে-কার্ডটা শক্ত করে ধরে বসে থাকলো।
দৃশ্য ১-৬: হতভাগ্য পিতা তার কন্যার সন্ধানে রুমে ঢুকে দেখলো তার মেয়ে বিছানায় অচেতন হয়ে শুয়ে আছে। সারা বিছানা রক্তের বন্যায় ভেসে যাচ্ছে। মেয়েটার সদ্য বিবাহিত জামাই রুমের ফ্লোরে বমির উপর শুয়ে আছে।
দৃশ্য ২-৬: ছোয়া তার প্লে-কার্ডটা উচু করে ধরলো- ‘আফ্রিদি, উইল ইউ ম্যারি মি?’
দৃশ্য ১-এর রেফারেন্সঃ Against Our will by Brownmiller; Page-82.
দৃশ্য২-এর রেফারেন্সঃ ওইদিন খেলার পরের দিনের সমস্ত পত্রিকা। যদিও স্ট্যাডিয়ামে যাবার আগের অংশটুকু আমার কল্পনা।
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩
মেটালিক মোস্তাফিজ বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪
শহুরে কাউয়া বলেছেন: খানকি মাগি দেশের চোদা না।
পাকি চোদা মাগি দেখলে .।.।.।.।.।.।.।.।.।.।.।.।
স্যরি আমার ভাষার জন্য কারও চুলকাইলে
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩০
মেটালিক মোস্তাফিজ বলেছেন: ওদেরকে বলে লাভ নাই। ওদের কখনো লজ্জা হবে না। বেজন্মা দিয়ে দেশটা ভরে যাচ্ছে।
৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৯
অবুঝ পাঠক বলেছেন: পান্না মাস্টার কিন্তু বাংলাদেশী ; এখন কি পান্না মাস্টার এর জন্য বাংলাদেশ ক্রিকেট টিম কে সাপোর্ট দেয়া বন্ধ করে দিব ; আমি জাস্ট যুক্তি দিলাম ; যে যার মত করে বুঝুন ;
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫
মেটালিক মোস্তাফিজ বলেছেন: ১ম দৃশ্যে যদি একাত্তরে যদি আপনার মা,বোন,খালা, ফুফু কেউ অভিনয় করতো না -এই সব আবাল মার্কা যুক্তি আর সুশীলমার্কা বয়ান আপনার মুখ দিয়ে বের হতো না। কপাল ভালো আপনার; কপাল খারাপ এই পোড়া দেশটার।
৪| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চতুর্থ প্লাস।।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩১
মেটালিক মোস্তাফিজ বলেছেন: ধন্যবাদ।
৫| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১
স্বপ্নসমুদ্র বলেছেন: ছিঃ লেখক। তুমি রাজনীতির লগে খেলাকে কেন মিলাও? পাকিস্তান দরদিয়ারা একটু পর আইসা বইলবে। সুন্দর লেখা।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩
মেটালিক মোস্তাফিজ বলেছেন: তেলের সাথে জল মিশাও; ডালের সাথে কাকর মেশাও; চিনির সাথে বালু মিশাও কোন সমশ্যা নাই। কিন্তু খেলার সাথে রাজনীতি মেশাবা না। কারন আমাদের পাকিস্তানি সাপোর্টারদের কষ্ট লাগে।
৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭
আমি মেসি বলছি বলেছেন: ছুপা ছাগু লজিকঃ খেলার সাথে রাজনীতি মেশাবেন না।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩
মেটালিক মোস্তাফিজ বলেছেন: উপরের মন্তব্যেই যা বলার বলে দিয়েছি।
৭| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪১
আম্মানসুরা বলেছেন: কিছু বলার নেই
৮| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩০
তন্ময় ফেরদৌস বলেছেন: এর চেয়ে স্পষ্ট করে বুঝানো আর সম্ভব না।
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১০
মেটালিক মোস্তাফিজ বলেছেন: তাও যদি বেজন্মাগুলা কিছু বুঝে।
৯| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
রিমন রনবীর বলেছেন: দারুন পোস্ট। শেয়ার দিলাম,যদি পড়ে কারো বোধোদন ঘটে। +
১০| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯
আখিলিস বলেছেন: অসাধারণ ! এরপরও এইদেশের কিছু শুয়োর পাকি সাপট করে (ভাষা ব্যবহারে কেউ কষ্ট পেলেও আমি দু:খিত না )।
@ অবুঝ পাঠক: ৩ জন রাজাকারের নাম বলেন দেখি । আবাল কোনহানকার !
১১| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৪
মামুন রশিদ বলেছেন: পাকি জাতটা আজীবন ঘৃনা পাবে আমার কাছ থেকে । থুঃ
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:১১
মেটালিক মোস্তাফিজ বলেছেন: আমার কাছেও। ওয়াক!
১২| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:২৫
গান পাগলা বলেছেন: রাজনীতির লগে খেলাকে কেন মিলাচ্ছো কেন, তাইলে তো ইনডিয়ার সাপোর্ট যে করবো সেও রাজাকার।
পাকিস্তান-ইনডিয়া দুইটাই হারামি, একটা পুরান বাইনchod আর একটা নয়া বাইনchod।
১৩| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৩২
আমি ব্লগার হইছি! বলেছেন: এইসব পড়ে ও কোন বোধদয় হবে না পাকিস্তানী আর ইন্ডিয়ান দালালদের।
পাকি কা বাচ্চা
কাভি নেহি সাচ্চা
যো সালা সাচ্চা
ও পাকি নেহি, শুয়ার কা বাচ্চা।
১৪| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৬
মুহাম্মদ যিয়ান ইলাহী বলেছেন: বুইঝলাম না।
ইয়েত্তো গালাগালি কিসের।
কি পোস্টে কি কমেন্ট।
@লেখক আরেকটু গুছায় লিখলে হৈত না?
১৫| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮
নাইট রিডার বলেছেন: পান্না মাস্টার কিন্তু বাংলাদেশী ; এখন কি পান্না মাস্টার এর জন্য বাংলাদেশ ক্রিকেট টিম কে সাপোর্ট দেয়া বন্ধ করে দিব ; আমি জাস্ট যুক্তি দিলাম ; যে যার মত করে বুঝুন
অবুঝ পাঠক, নিজের দেশকে সাপোর্ট করতে কোন যুক্তি লাগে না, যা লাগে সেটার নাম আবেগ। যুক্তি লাগে নিজের দেশ বাদ দিয়া অন্য দেশরে সাপোর্ট করতে----যেমন যুক্তি দেয় গোলাম আযমরা,তাদের ৭১ এর কাজকর্মের।আর দেন আপনারা---উফ টেন্ডুলকার একটা জিনিয়াস, শুধু ওর জন্যে ভারত রে সাপোর্ট করি,উফ আফ্রিদি কি মাইরটাই না দেয়,ওয়াসিম আকরামের কি সুইং,আরে ধোনি তো সর্বকালের সেরা ক্যাপ্টেন ইত্যাদি, ইত্যাদি।
আবেগ টা অন্য দেশে খেলায় ব্যভারনা করে নিজের দেশে করেন, দেখবেন দেশকে সাপোর্ট করতে কোন যুক্তি লাগবেনা।
লেখায় প্লাস -----যদিও যাদের জন্যে লেখা তাদের চামড়া গন্ডারের,একজন এখানেই আছেন।
১৬| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫০
আমিনুর রহমান বলেছেন:
এরপরও কি ওরা বুঝবে ! দেখেন না অলরেডি আপনার পোষ্টে প্রতিবাদ করতে চলে এসেছে !! এদের মানুষ বলা বলতে কষ্ট হয় !!!
পোষ্টে সুপার্ব +++
১৭| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫২
আমিনুর রহমান বলেছেন:
ডাঃ আরো একটি কথা আপনি নিয়মিত লিখেন না কেন ! যদি জানি ডাঃ রা একটু বেশী ব্যস্ত। তারপর যতটুকু সম্ভব ...
১৮| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮
লিঙ্কনহুসাইন বলেছেন: পোষ্টে কিছু ছাগল এসে লেদাইতাছে , জোরে লাত্থি মেরে ব্লগ থিকা বেড় করেন ওদের । +++++
১৯| ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
মেমনন বলেছেন: "আফ্রিদি ভাইয়ের ৭ উইকেটের রেকর্ড প্রায় ছুঁয়ে ফেলেছিল সাকিব। খুব গর্বিত হয়েছি।" প্রফেসর তানভীর আলাদিন সরব নামের কেউ একজন মন্তব্য করেছে এই লিঙ্কে -
সাকিবের ঘূর্ণি-জাদু
এদের গালি দিলেও মুখের অপমান।
২০| ০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: তন্ময় ফেরদৌস বলেছেন: এর চেয়ে স্পষ্ট করে বুঝানো আর সম্ভব না।
সহমত।
২১| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:২৮
আরজু পনি বলেছেন:
এমন পোস্ট অনেক বেশি বেশি আসা উচিত।
তাত্ওে যদি আমাদের বোধ হয়...
কৃতজ্ঞতা রইল সুন্দর শেয়ারর জন্যে।।
২২| ০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোষ্টে তো হয় আগেই কমেন্ট করেছিলাম, কমেন্টটা গেল কই বুঝলাম না। তখন তো পোষ্টের শিরোনামও অন্য রকম ছিল।
যাইহোক, কিছু কিছু খা-পো টাইপের লোকজন দেখি এখানে এসে ইনিয়ে বিনিয়ে পাকিস্থানের সাপোর্টে কথা বলার চেষ্টা করে। তাদেরকে জুতায়া খেদান পোষ্ট থেকে।
অনেক ভালো লিখেছেন। একটা শর্ট ফ্লিম বানানো যাবে এই লেখা দিয়ে।
২৩| ০৭ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৭
প্যাপিলন বলেছেন: 'আফ্রিদি মেরি মি'- এর না হয় একটা ব্যাখ্যা দিতে পারি - শেকড়ের স্পর্শহীণ কিছু নব্য ধনীদের বেহুশ টিনএজ তরুণী সুদর্শন আফ্রিদিতে মুগ্ধ হয়ে এমনটা করেছে। এদেরকে শেকড়ের গল্প শুনালে সংশোধিত হতেও পারে।
কিন্তু ৯২ -এ পাকিস্তানের বিশ্বকাপের জয়ে বাংলাদেশের প্রায সব শহরগুলোতে যে বিজয় মিছিল হয়েছে (অনেক জায়গায় পাকিস্তানের পতাকাও ছিল) তার কি ব্যখ্যা দিব, ইনকিলাব যে এই বিজয় মিছিল নিয়ে লিড নিউজ করেছে তার কি ব্যাখ্যা দিব
৩ নং-এ যে বেজম্না কমেন্ট করেছে তারও কি ব্যাখ্যা দিব
...
বাংলাদেশের জনসংখ্যার কত পার্সেন্ট এই বেজন্মাগুলো তার পরিসংখ্যান আদমশুমারীতে যাচাই করা উচিত
২৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩২
সাদরিল বলেছেন: শেয়ার না করলে পাপ হবে।লেখাটি আমাদের ক্ষুদ্র পেইজে শেয়ার রইলো।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২
হাসান মাহবুব বলেছেন: এই লেখাটা পড়ে যদি কারো বোধোদয় হয় এই প্রত্যাশায় শেয়ার দিলাম।