![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃশ্যপট ১ ______
মাসিক চলছে??
কি মাসিক চলছে??
-না
আটটার সময় চলে আসিস, এন্টনি ব্যবস্থা করে রাখবে।।
দৃশ্যপট ২_______
** কে তুমি ঘরে?
-জ্বী, আমি আপনার বউ।
ও শুনছিলাম আমার বিয়ে হইছে, তা শুনো আমি মানুষটা খুব একটা ভাল না।। শিকার,মদ, মহিলা এগুলা নিয়ে থাকি, মহিলা কিন্তু বুঝছো তো?? বাচ্চা মেয়ে না।।
দৃশ্যপট ৩_______
কোলকাতার হুরপরিদের অনেক গল্প শুনছি, ভিন্ন মুখ, ভিন্ন শরীর এবার একটু ভিন্ন রকম হয়ে যাক।।
ইনিই হচ্ছেন বিক্রমপুর স্টেটের জমিদার অথবা এভাবেও পরিচয় করিয়ে দেওয়া যায় ভাওয়াল সন্ন্যাসী রাজা মহেন্দ্র কুমার চৌধুরি বা মেজো রাজকুমার।।কিন্তু ইতিহাস ঘাটলে আপনারা রামেন্দ্র নারায়ন পাবেন, যেহেতু মুভি নিয়ে কথা তাই মুভির নামটিই ধরা যাক। তাকে নিয়ে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তাকে নিয়ে এর আগেও অনেক কাজ হয়েছে স্বভাবতই সন্নাসী রাজা কিংবা ইটিভি বাংলার ভাওয়াল সন্ন্যাসী দেখে।
তো কথা হলো কি মশাই, আমাদের রাজা মানে মেজো রাজকুমার এর এমন যৌন জীবনের জন্য তার সিফিলিস নামের একটা রোগ ধরা পড়ে এবং যথারীতি ডাক্তার বললেন দার্জিলিং যেতে হবে পাহাড়ি বাতাস গায়ে লাগলে অরোগ্য লাভ হবে।।
কিন্তু...রাজা বলিলেন...
দৃশ্যপট ৪______
পাহাড়ি হাওয়া তো বুঝলাম ডাক্তার কিন্তু পাহাড়ি মেয়ে? সেইটা পাবো??
দ্যান তারা দার্জিলিং গেল এবং তার পরের ঘটনা আপনারা সবাই জানেন, কি হয়েছিল,মানে আগের ওই কাহিনী টাই, না জানলেও, স্পয়লার দিতে চাই না।। দেখুন, দেখতে থাকুন, ভাবুন, ভাবা প্র্যাক্টিস করুন।।বেশ উপভোগ্য ছিল বটে মুভিটা।।
ভাওয়ালের কোর্ট কেস টাও বেশ জমজমাট ভাবে দেখানো হয়েছে।। আরেকটা কথা না বলিলেই নয় অপর্নাদির উইমেন রাইটস নিয়ে কথা একটু সহ্য করে নিবেন, ব্যাসিকাল্লি ওগুলা হিউমান রাইটস এর ভীতরেই পড়ে, জাস্ট খালি চোখে দেখা যায় না, ক্রিটিক্যালি থিংক করলে অনেক কিছুই চলে আসে।।
যীশু, অনির্বান, অপর্না, জয়া, রুদ্রনীল আর আমার প্রিয় অঞ্জন দা ফাটিয়ে দিয়েছে।।
সব মিলিয়ে দারুন রেসিপি, রান্না ও অনবদ্য, পরিবেশনটাও দারুন।। এবার আপনার খাবার পালা।।
ধন্যবাদ শ্রীজিতদা
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২
ভার্চুয়াল বাউন্ডুলে বলেছেন: আপনি তো এমনিতেও কিছুই বুঝেন না।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭
সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো প্রিন্ট বের হলে দেখব।
+।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৯
ভার্চুয়াল বাউন্ডুলে বলেছেন: ধন্যবাদ, মুভিটা বের হয়েছে, ফেবুর গ্রুপে পোস্ট দিছিলেন।। ওটা আমিই ধন্যবাদ সব মিলিয়ে।।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৩
রাজীব নুর বলেছেন: কিছুই বুঝলাম না।