![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তারেক ভূঁঞা,বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চল কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট উপজেলার বেল্টা গ্রামে ১৯৯৩ সালের ৩১ ডিসেম্বার আমার জন্ম।গ্রামরে উন্মুক্ত আলো বাতাসেই বড় হয়েছি। স্থানীয় প্রাইমারী স্কুল, হাই স্কুলেই লেখা পড়া,আই টি আর কম্পিউটারের দিকে ছোট বেলা থেকেই আগ্রহী ছিলাম। তাই মনের আনন্দেই ব্লগিং,ইন্টারনেট ব্রাউজিং,গ্রাফিক্স ডিজাইনিং এর পেছনে সময় ব্যয় করি
বরাবর:-
মাননীয় প্রধানমন্ত্রী
বিষয়:-রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নিয়ে কেন টানাটানি হচ্ছে
জনাবা:___
জনসংখ্যার দিক থেকে বিশ্বের ২য় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের ৯৫ভাগ মানুষ মুসলমান। যে দেশে ১০ লাখ মসজিদ রয়েছে, যে দেশে প্রতি জুমুয়ার জামাতে কোটি কোটি লোকের সমাগম হয়, সে দেশে রাষ্ট্রধর্ম হবে ইসলাম- তা বলার অপেক্ষা রাখে না। তাই বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া স্বাভাবিক এবং রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বহাল থাকাও স্বাভাবিক।’
২| ২৬ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০
পাউডার বলেছেন: @তারেক ভূঁঞা - রাস্ট্র তো মানুষ নয়, যে এর লিংগ কেটে মুসলিম বানাতে হবে। ইন্ডিয়াতে রাস্ট্রধর্ম হিন্দু হলে, সেখানকার মুসলিমদের এরা জুলুম হয়ে যাবে। এটা কি ভেবে দেখেছেন?
২৬ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৭
তারেক ভূঁঞা বলেছেন: লেখক বলেছেন: কথায় কথায় ইন্ডিয়ার সাথে তুলুনা না করলে হয়না? আমাদের দেশ আমাদের দেশের রুল মত চলবে,আর ইন্ডিয়াতে মুসলিমরা কেমন সুখে আছে তা আমাদের জানা আছে
৩| ২৬ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৯
সোজোন বাদিয়া বলেছেন: যখন কেউ বলে যে রাষ্ট্রের একটি রাষ্ট্রধর্ম থাকতে হবে, তখন যেন মনে হয় তারা ধর্মটাকে মাছ, পাখি, বা উদ্ভিদের পর্যায়ে নামালো। যেমন আমাদের জাতীয় পাখী, জাতীয় মাছ, জাতীয় উদ্ভিদ আছে অনেকটা যেন তেমন। রাষ্ট্রধর্ম কোনটা তা ঘোষণা না করলে কি ধর্ম পালন করতে অসুবিধা হবে? আমি তো সহজ হিসেবে বুঝি, ধর্মপালনের জন্য ধর্মাচরনের স্বাধীনতাই যথেষ্ট।
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৩১
বিজন রয় বলেছেন: রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বহাল থাকাও স্বাভাবিক।’