![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কবি কিংবা সাহিত্যিক নই, অসাধারণ কোন ব্যক্তিত্যও নই, আমি একজন মধ্যবিত্ত না ভুল বললাম, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান বলছি। পড়ালেখা শেষ করেছি আরও ৮ বছর আগে। আজও বেকার। বিদেশ ছিলাম ১ বছর। তাও কিছু করতে পারিনি। ফিরে এলাম। আবার বেকার। সৎ উপায়ে উপার্জন করতে চাই। সম্ভব নয়। মামা আর মামু দুই ই নাই আমার কাছে। তবুও হতাশ নই। আমি আশাবাদী। চাই শুধু একটু সহযোগিতা। টাকার নয়। একটু উৎসাহ আর একটু পরামর্শ। কি কাজ দিয়ে শুরু করব। কি দিয়ে শূণ্য থেকে শুরু করা যায়। সকল মা-বাবা চায় তাদের সন্তান বৃদ্ধ বয়সে তাদের পাশে দাড়াক। আমি পারিনি। কিন্তু আমিও চাই তাদের পাশে দাড়াতে। তাই আপনারা গুনিজন আমাকে পথ প্রদর্শণ করুন। ধন্যবাদ।
২| ২৩ শে জুন, ২০১৫ সকাল ১১:১৭
সহপথিক বলেছেন: ধন্যবাদ,চাঁদগাজী ভাই। আমার বাড়ী কসবা,ব্রাহ্মণবাড়ীয়া। মালয়েশিয়া ছিলাম। পড়ালেখা HSC, অনার্স শেষ করতে পারিনি। দক্ষতা আছে সেলস্ এ। হোটেল রিসেপসন ও রিজার্ভেশন এ দক্ষতা আছে। তাছাড়া অনেক রকম ফাস্টফুড খাবার তৈরি করতে পারি। অনেক জায়গায় আবেদন করেছি। চাকরি পায়নি। আমার IELTS SCORE 6.5 আছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৫ রাত ১:৫০
চাঁদগাজী বলেছেন:
কিসে পড়ালেখা, কিসে আপনার দক্ষতা?
থাকেন কোথায়? বিদেশে কোথায় কাজ করেছিলেন?