![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি দুরে অনেক দুরে
তোমার দৃষ্টি সীমানার বাহিরে
কোন এক নতুন দেশের নতুন শহরে।।
শত সহস্র জনতার ভীরে
আর ইট পাথরের দালানে মাঝে
আমি যদি হারিয়ে যাই
আমাকে খুঁজে পাওয়া কঠিন হবে।।
আজ তাই ফিরে আসার স্বপ্ন নিয়ে
কষ্টে কাটে দিন তুমার কথা ভেবে
এই দুর দেশ দুর নগরীতে।।
মাঝে মধ্যে কাজের ফাঁকে
এতটুকু অবসর পেলে
তোমার মুখ খানি ভেসে ওঠে মানসপটে
প্রবাসের জীবন প্রিয়জন খুঁজে ।।
©somewhere in net ltd.