![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমনে বুঝাব তোমায় কি ভাবে
ভাসিয়েছি তরী প্রেম সাগরে,
আজ এ ঘাট কাল অন্য ঘাটে যাযাবর জীবনে
কত না দেখিলাম এই মায়ার সংসারে,
তবুও তোমার মায়ায় ফিরে আসি বারে বারে।
ঘুরেছি কত দেশ শত নগরে
দেখেছি অট্রালিকা,আরও কত কি জীবনে
কোথাও পাইনি সুখ আপন চিত্তে,
জন্মেছি আমি সবুজ শ্যামল বাংলার বুকে
বাংলার পথ ঘাট আর মাঠে
রাখালের বাঁশির সুর আর বাউল গানে
সহস্র আনন্দে নাচে মন বাংলা মায়ের বুকে।।
এখন আমার রাতে ঘুম ভাঙে তোমার কলতানে
এই দুর দেশে টেমস নদীর পাশে
কত না দিন গত হল ব্যাকুলভাবে ,
ফিরে আসব আবার মনু নদীর তটে।।
০৯/০১/২০১২
©somewhere in net ltd.