নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

দেবদাস

২২ শে জুন, ২০১৫ ভোর ৪:২৩

আমি হতে পারিনি তোমারই মজনু প্রিয়া
ক্ষমা করিও, করিও বিলাপ....,
দিও না প্রিয়তমা অভিশাপ
আমি হয়েছি তোমারই দেবদাস,
আমারই অন্তরে প্রিয়া যন্ত্রণার বসবাস,
ছলনার প্রেমে হয়েছি উদাস,

সহিঞ্ছুত অন্তরে প্রশান্তির অবিলাশ
শ্বাসত সিরাজ,শাহাজান,ফরহাদের ইতিহাস,
জানি প্রিয়া সেলিম আনার কলির আত্মত্যাগ, আর
ইউছুফ(আ),জুলেখার প্রেম প্রয়াস,
আমি হয়েছি তোমারই দেবদাস
না পাওয়ার ব্যাথায় থেকেছি নির্বাক।।

কত রাজাদিরাজ না পেয়ে প্রেমের কবিলাস
ছেড়েছে সিংহাসন গিয়েছেন বনবাস,
ভাগ্য কি যে ,জীবনের নির্মম পরিহাস,
লিখেছেন বিধাতা ললাটের সেনানিবাস,
আমি হতে পারিনি তোমারই মজনু প্রিয়া
আমি হয়েছি তোমারই দেবদাস।।




















মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.