![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পের মত:
কবিতা,
এখন অনেক রাত, সবাই ঘুমিয়ে আছে।পৃথিবীর সব কিছু এখন নিদ্রাতুর,নেই কোন জন মানবের কোলাহল ফাঁকা রাস্তায় মাঝে মধ্যে দু একটা গাড়ি বাতাসের বেগে ছুটে চলছে।তুমি হয়ত তোমার প্রিয় জনের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছ আর সুখ স্বপ্ন দেখছ।জেগে আছি আমি রাত জাগা তারকার মত,আর তোমার কথা ভাবছি, কেমন আছ তুমি? তোমার কাছে একটি প্রেম পত্র লিখছি।জানিনা আমার এই লিখা তোমার চোখে পরবে কি না আর পরলেই বা তুমি পাঠ করবে কি না,তবু ও লিখছি আমার বিশ্বাস কোন এক দিন তোমার কাছে আমার এই বিরহের কথা গুলা পৌঁছাবে, সে দিন হয়ত বা আমি আর এই পৃথিবীতে থাকব না।ওগো আমি তেমন সাজিয়ে গুছিয়ে তোমার মত সুন্দর ভাষায় লিখতে পারিনা,আমি যা লিখছি ধরে নিও তোমার সাথে কথা বলছি। আজ কত বৎসর হল তোমার সাথে দেখা নেই কথা নেই কোথায় আছ তা জানিনা,শুধু এতটুকু জানি সাত সমুদ্র তের নদীর ওপারে কোন এক দেশে আছ,সুখেই আছ,তোমার সুখে থাকাটাই তো আমার অনেক বড় পাওয়া।শেষ দেখা টা কবে হয়ে ছিল তোমার মনে আছে কি? আর মনে থাকবেই বা কি করে যে মানুষের মনে আমার কোন স্থান নেই,সেই মানুষ কি ভাবে দিন কল ক্ষণ মনে রাখবে।কিন্ত আমার মনে আছে শেষ বিদায়ের দিন টা মনে আছে তোমার সাথে যতটা দিন ছিলাম তার দিন কাল ক্ষণ, কাঁশ যদি ভুলতে পারতাম তা হলে হয়ত একটি নতুন জীবন ফিরে পেতাম।কবিতা এখন প্রতি রাত কাটে আমার নিদ্রাহীন ভাবে ঘুম আসে না চোখে,রাত জাগা পাখি যেমন রাত্রে বের হয় খাবারেরে খুঁজে তেমনি আমি খুঁজে যাই তোমাকে আমার ভুবনে। কেন জানি মনে হয় আমার এই প্রত্রটা তুমি পড়িবে,আর মনে অজান্তেই তোমার গাল বেয়ে দু ফোট জল গড়িয়ে পরবে তবু ও তুমি আমার ভালবাসা বুঝবে না। কতটা ভালবেস্ছি তোমাকে ।আজ আর আমি তোমার কেউ না কখনো ছিলাম কি তা এখন ও জানিনা আর জানতে চাঁই না, আমার এই গভির ভালবাসার মাঝে ছিলনা কোন অভিনয় বা ছলনা , মন প্রান দিয়ে ভালবেসে ছিলাম তোমাকে বিনিময়ে কি পেলাম "আমার এক সাগর ভালবাসার মাঝে তোমার ভালবাসা ছিল শীতের সকালের জমানো পদ্ম পাতার শিশির বিন্দুর মত, দুপুরের রোদে সব মিলিয়ে গেল, কি লাভ এ ভালবাসার বলবে কি কখনো। জানি এর উত্তর তুমি দিতে পারবে না ,তুমি আমার জীবন থেকে চলে গেছ রেখে গেছ স্মৃতি তাই আজ তোমার লিখা প্রত্রের একটি ছন্দ মনে হল:"আমি যদি চলে যাই জীবনের তরে, স্মৃতি টুকু রেখে গেলাম তোমারই অন্তরে"
আমার প্রত্রটা খুব লম্বা তাই না। আজ আবার তোমার কাছে লিখতে বসলাম,কি লিখব ভেবে পাচ্ছি না, এখন অনেক রাত,আমি বাতায়ন খুলে যতদুর চোখ যায় চেয়ে আছি চারিদিকে আন্ধকার ,তোমাদের বাড়ির আঙিনার লাইটের ক্ষীন আলো দেখা যাচ্ছে।মাঝে মাঝে দু একটা পাখির উড়ে যাচ্ছে ডানা শব্দ শুনতে পচ্ছি।
নিরব চারিদিক নিরব কিন্ত এই নিরবতার মাঝেও আমার চোখে ঘুম নেই,তোমার কথা ভাবছি,ভাবছি কি ভাবে ভুলব তোমাকে, কি করে তুমি আমাকে ভুলে গেলে কিন্তু এই আমি আজ কতটা বছর হল তোমাকে একটি মিনিটের জন্য ভুলতে পারছি না,আর ভুলব বা কি করে,মনে পরে সেই ছোট বেলার কথা :"আমি,তুমি,অনামিকা,আলেয়া,আশা,ফয়ছাল,কাইয়ূম আমরা সভাই এক সাথে প্রাইমারি স্কুলে যেতাম। তখন কি আমরা প্রেম/ভালবাসা বুঝতাম কিছুই বুঝতাম না কিন্তু আমাদের সব বন্ধু বান্ধবদের মাঝে তুমি ছিলে আমার অধিক প্রিয়। সব সময় তুমি আর আমি পাশা পাশি থাকতাম। স্কুলে ক্লাসে একই ডেক্সে পাশা-পাশি বসতাম,রাতে প্রাইভেট পড়ার সময় তুমি প্রতিদিন আমার পাশের চেয়ারে বসতে মাঝে মাঝে আমি দুষ্টমি করে তোমার কলম চুরি করে লুকিয়ে রাখতাম তুমি তখন কি করতে মনে আছে কি কবিতা?জানি না হয়ত বা তোমার মনে আছে কিন্তু মনে না থাকার ভান করে আছ।কবিতা তুমি হয়ত সব মনের মাঝে লুকিয়ে রেখেছ আমি কিন্তু পারছি না আমি লিখব, লিখব আমার জীবনের গল্পটা যাই হোক ছোট বেলার কথায় আবার ফিরে যাই" সে দিন তারিখ টা কি ছিল মনে নেই , আমাদের পাশের বাড়ির একটি আম বাগান ছিল আমরা স্কুল থেকে আসার পথে বাগান টা চোখে পরে পাকা আমের ঘ্রান নাকে আসে , তুমি সে দিন বায়না ধরলে আম পেরে দিতে কি আর করা আম গাছে উঠে আম পেরে দিলাম তোমাকে,কিন্তু গাছ থেকে যেই নামতে যাব আর নামতে পারছিলাম না হঠাঁৎ হাত ফাঁসকে নীচে পরে গেলাম। তারপর কি হয়ে ছিল তুমি ভাল করে জান, আমার হাত ভেঙে গিয়েছিল,আমি
অনেক দিন অসুস্থ ছিলাম , জানো কবিতা তুমি মাঝে মাঝে বলতে আমার কি খুব কষ্ট হয়েছিল । আমি হাসি মুখে বলতাম না,কিন্তু আমার খুব কষ্ট হত বিশেষ করে ঘুমানোর সময় ঘুমাতে কি যে কষ্ট হত তোমাকে বলে বুঝাতে পারব না। কবিতা সে দিনের কষ্টের চেয়ে আজ আমি আর ও বেশি কষ্ট অনুভব করছি তোমাকে হারিয়ে এ জীবন থেকে, সবাই আছে পাশে শুধু তুমি নেই তোমার শুন্যতা আমাকে সব সময় একা করে রাখে।তোমাকে আজ খুব মনে পরছে,আজ ১৬/০৬ এই দিন টা আমার কাছে খুব স্বরণী,কেননা এই দিনে তোমার কাছে আমার জীবনের প্রথম প্রেম পত্র লিখি।তোমাকে যে দিন প্রেম প্রত্র লিখি তখন আমরা ক্লাস নাইনে । কিভাবে লিখব সেদিনের প্রেম প্রত্রটা আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না,একটি পত্র লিখতে গিয়ে আমি কি না করেছিলাম,তা আজও মনে হলে হাঁসি পায়।কি দিয়ে শুরু করব ভেবে পাচ্ছিলাম না। ও ভুলেই গেছি তোমাকে সেই ছোট্র বেলা অর্থাৎ তুমি যখন খেলার সাথি ছিলে তখন থেকে তোমাকে আশা নামে ডাকতাম। তারও একটা কারন আছে এশার আজান পড়লে বলতে আশার আজান পড়ছে আমাকে বাড়ি নিয়ে দাও,সেই থেকে তোমাকে আশা বলে ডাকতাম। যাই হোক সে পত্র হুবহ তুলে ধরলাম:
প্রিয়তমা আশা,
পত্রের প্রথমে আমার অন্তরের অন্তস্থল থেকে আমার লাল গোলাপের শুভেচ্ছা নিও।
পরসংবাদ তোমাকে একটি কথা বলতে চাই,কিভাবে বলবো তা ভেবে পাচ্ছিনা,সব সময় তোমার পাশা পাশি থাকি কিন্ত মুখে বলতে পারছি না "আমি তোমাকে ভালবাসি "I LOVE YOU.
আশা যদি তুমি আমাকে ভালবাস না তবে আমার একটাই অনুরুধ এই পত্রটা তুমি ছিঁড়ে ফেলে দিও আর আমাকে ক্ষমা করে দিও ।
তোমার উত্তরের অপেক্ষায় রহিলাম ।
ইতি
তোমারই = J
তোমাকে কি ভাবে পত্রটা দিব, ভেবে পাচ্ছিলাম না, সব সময় দু জন এক সাথে খেলা ধুলা, পড়া লেখা করি এবং তোমাদের বাডিতে যাই, তোমার মা কে খালামনি ডাকি,ভয় হচ্ছিল যদি তুমি আমাকে ভালবাস না তাহলে কি ভাবে পরবর্তিতে তোমার সামনে দাঁড়াবো তোমাকে এই লজ্জিত মুখ দেখাব,নিজেকে তখন খুব অসহায় মনে হবে।তবু ও পরের দিন স্কুল থেকে ফেরার পথে তোমার হাতে পত্রটা দেই তখন তুমি কি বলছিলে মনে আছে কি? মনে করে দেখ হায়তো তোমার মনে পরে যেতে পারে! থাক আমিই বলছি , সে দিন তুমি বলেছিলে পত্র দিচ্ছ কেন মুখে বলতে পার না, তোমার পত্রের উত্তর দেবনা যতদিন না তুমি মুখে বলছ। আমি কিছু বলিনি সে দিন শুধু বোবার মত মাটির দিকে মাথা নত করে রেখেছিলাম,কেন যেন আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না।আমার পা চলছিল না, আমি দাঁড়িয়ে ছিলাম, তুমি তখন চলে গিয়েছিলে।কবিতা আমার পত্রটা পড়ছ কি না জানিনা, আর হয়ত এখন আমার কথা ভাববার মত সময় তোমার কাছে নেই,তবু আমি লিখছি কেন না আমি যে তোমাকে ভুলতে পারছি না আর পারবোই বা কি করে তোমাকে ভালোবেসে আমি তোমার মজনু হতে পারিনি এটা আমার ব্যর্থতা আমি হয়েছি তোমারই দেবদাস,আমার ললাটে তোমাকে পাওয়া হলো না আর হবেই বা কি করে আমি তো তোমার থেকে অনেক দুরে চলে গিয়েছিলাম কিন্তু তোমার সাথে তো সবসময় যোগাযোগ রেখেছি, আমিতো তোমাকে ভুলিনি, প্রতিদিন তোমার সাথে একবার না হয় কথা হত কিন্ত একবার ও বলিনি তুমি চলে যাবে,আমার কি দুষ ছিল, কি কারনে আমার পৃথিবী থেকে চলে গেলে তা আজও জানতে পারলাম না, মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে তা তোমাকে না দেখলে আমি কখনো বুঝতাম না,তোমার জন্য আজ আমার দেশ ত্যাগ,তুমিই আমাকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবার জন্য বলেছিলে আমি তাই করেছিলাম কিন্ত কি লাভ হল বড় বড় ডিগ্রী নিয়ে ফিরে এসে যে তোমাকে পেলাম না, আজ আমি তোমার কথা ভাবি এত ভালবাসার পরেও কি ভাবে আমার সাথে ছলনা করলে কি এমন কমতি ছিল আমার মাঝে যে আমি তোমার যোগ্য ছিলাম না, কবিতা এখন কত সুখে আছ আমাকে ভুলে কার জন্য তোমার ভালোবাসা , আমি কি যে আবুল তাবুল বলছি তাই না ভাবছ পাগল হয়ে গেলাম না কি ?না আমি পাগল হব কেন? কখনও না, কি জানি পাগল তো নিজেকে কখনো পাগল বলে না। ওহ! কি যেন লিখতে গিয়ে কি লিখছি মুল কথায় আসি:-সেদিন রাতে তুমি পড়ার টেবিলে বসে
আগামী পর্বে চলবে
©somewhere in net ltd.