নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

পাওয়া

২৩ শে জুন, ২০১৫ বিকাল ৪:১২

আমি তোমার ডাকে সারা দিয়েছি
মন- প্রান উজার করে ভালবাসা তোমায় দিয়েছি,
তোমার অপেক্ষায় নিরব দিন গুনেছি
বিনিময়ে....
আমি এক সাগর যন্ত্রনা পেয়েছি।।

মন বীণার তাঁরে তোমার প্রেমের সুর ধরেছি
নিজেকে তোমার প্রেমের অথৈই জলে গুলেছি,
আমি এক পেয়ালা প্রেমের বিষ পান করেছি
বিনিময়ে.....
রাত দিন কেঁদেছি, চোখের জলে ভাসিয়েছি নদী।।

তোমার সাথে যথটা দিন মেলামেশা করেছি
নিজেকে যতটা সময় তোমার পাশে রেখেছি,
তথটা দিন আর তথটুকু সময়ে যা চেয়েছি
বিনিময়ে.....
অবহেলা আর যন্ত্রনা পেয়েছি ,
আমি পেয়েছি - মুল্যবান কিছু পেয়েছি
দু:খ যন্ত্রনা বুঝার অনুভুতি।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.