নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

মরণ তোমার আরেক নাম মৃতু্য

২৪ শে জুন, ২০১৫ ভোর ৬:৩০

আমি তোমার নাম শুনেছি,কখনো দেখিনি তোমায়,
তুমি আসবে কোন একদিন হঠাৎ উকিল নোটিস ছাড়া,
তোমার আসা যাওয়া,নিয়ে যেতে আমাকে,
যেখানে যে কেউ গেলে আর কখনো ফিরে আসে না,
আমি চলে যাব সে অন্ধকার পৃথিবীতে,আমার বড্ড ভয় হয়, আর হয়তো দেখা হবে না দু নয়ন ভরে অপরূপ ধরণীর নির্মল সুভা,
তবু ও এ সত্যের নির্মমতা মেনে নিতে দ্বিধা নেই,
মিথ্যার আবরণে গর্ব করে লাভ নেই,
আমাকে দিতে হবে এক দুর্গম অজানা অচেনা গিরি পথ পাড়ি।।

আমার আছে সুন্দর অট্রালিকা,আছে সমাজে বড় বেশি নাম দাম,আছে দামী গাড়ি,বহু রাণী,
আছে আমার আমিত্বে গরিমা আর বড়াই, ..
জানি সেখানে গেলে কিছুই রবে না,আমি ছুয়ে দেখতে পারবো না একটি বনলতা, কুয়াসায় ঢাকা ভোরে হবে না হাঁটা,দেখা হবে না ঘাঁসের ডগায় মুক্তার দানা,
এমন কি মুখ দিয়ে কোন কথাই বের হবে না।।

আজ আমি পশ্চাত ফিরে দেখি, কৃতকর্মের খাতা খুলি,
জীবনের হিসাবে যোজন বিয়োজন করি,আপনা আপনি আঁখিদ্ধয়ে ভেঁসে উঠে অজস্র স্মৃতি,
অনেক কিছু রেখে যাব বাকী ,ব্যর্থতার গ্লানি,
পৃথিবীর এই কারাবাসে তোমার আগমনে আমার হবে মুক্তি,তোমার নাম শুনেছি,কখনো তোমায় দেখিনি,
মরণ তোমার আরেক নাম মৃতু্য জানি।।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.