নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়তমা

৩০ শে জুন, ২০১৫ রাত ৮:৫২

প্রিয়তমা তুমি মোর স্মৃতির ভুবণে
তোমার কথা ভাবি মোর নি:সঙ্গ জীবনে,
নিশীরাত্রে যেমতি লোক সুখ শয়নে,
মিলন লগ্নে সুখাছন্ন আনন্দিত মনে,
তৃষিত হৃদয় তুষ্টি আমি ভ্রান্ত সুখ!
অনেক ভেবে দেখেছি এই জীবনে
তোমার শুন্যতা পূর্ণ হবে সে কেমনে,
তাজা গোলাপ তুমি হৃদয় কননে।।


দিন যাবে রাত যাবে দেখা নাই হবে,
প্রিয়া হয়ে প্রেমিকের চোখের সামনে,
চোখে চোখ রাখ তুমি মিনতি তোমার তরে,
অঙ্গ শিতল হবে তোমার ছুয়া পেলে
ভালোবাসি সখি মজি প্রেমে আনমনে,
যে প্রেম রেখেছি বুকের গভীরে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.