![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"একটি মানুষ হয়ত লাশে পরিণত হয়, তখন তার কোন পরিচয় থাকে না, তার অস্তিত্ব পাওয়া যায় না, তাকে চাইলেই জড়িয়ে ধরা সম্ভব নয়, চুম্বন করতেও সাহসিকতার অভাব দেখা দেয় কিন্তু তাঁর মননশীলতা বেঁচে থাকে শতাব্দীর পর শতাব্দী। হত্যা কোন সমাধান নয়। একজন মানুষকে হত্যা করে কিছু সময় কিছু বছরের জন্যে হয়ত ভাল থাকা যায়, উন্নতি লাভ করা যায়, শান্তি পাওয়া যায়, লাভবান হওয়া সম্ভব কিন্তু জীবনে চলার পথে সেই হত্যাকারী দিনে দিনে হিংস্র ধ্বংসাত্মক রূপে নিজেকে আবিস্কার করতে সক্ষম হয় এবং একসময় মৃত্যুবরণ করে কিন্তু একজন জ্ঞানী মানুষ মৃত্যুর পরও বেঁচে থাকে। -হুমায়ুন আজাদ"
হুমায়ুন আজাদের এই কথাগুলা বাস্তবতার প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি, হত্যা করা কোন সমাধান নয়,একজন মানুষকে হত্যা করলেই তার জীবন শেষ হয়ে যায়,কিন্তু তার কর্ম কথা বলে সারা জীবন,হত্যা করে সাময়িক শান্তি লাভ করা সম্ভব,সাময়িক উন্নতি করা সম্ভব,সে হোক ব্যক্তি কিংবা রাষ্ট্র । ধরা যাক আজকের আমাদের দেশের কথা,দেশের শাসক গোষ্ঠির নেতা,কর্মী,ক্যাডার বাহীনি সাময়িক কিছু পাওয়ার লোভে গুম,খুনে লিপ্ত কিন্তু তারা জানেনা তারা একদিন ধংশ হবে।ইতিহাস তাদের স্বরণ রাখবে না।
গোলাপ-বন্দুক-সংবিধান ইত্যাদি ব্যবস্থার সাথে
খাপ না খাওয়ায় ধীরে ধীরে হ’য়ে উঠছি আমি-কবি । - হুমায়ুন আজাদ
আমি কবিতা লিখি,আমি কবি হতে পারবো কিনা জানিনা,আমি রাজনীতি করি না,রাজনীতি আমার দ্বারা হবে না,তবে আমি একজন সমালোচক হতে চাই,সমাজের নিরীহ মানুষের জন্য কথা বলতে চাই।
সত্য একবার বলতে হয়; সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায়। মিথ্যা বারবার বলতে হয়; মিথ্যা বারবার বললে সত্য ব’লে মনে হয়। -হুমায়ন আজাদ
সত্য সব সময়ই সত্য,মিথ্যা মানুষকে কিছু সময়ের জন্য সফলতা এনে দেয়, সত্য মিথ্যার পার্থক্য হল"রাত আর দিনের মত"
এখানে অসতেরা জনপ্রিয়, সৎ মানুষেরা আক্রান্ত। -হুমায়ুন আজাদ
সৎ লোকের ভাত নেই,অসৎ লোকের অভাব নেই।
ক্ষমতায় যাওয়ার একটিই উপায়; সমস্যা সৃষ্টি করা। সমস্যা সমাধান ক’রে কেউ ক্ষমতায় যায় না, যায় সৃষ্টি ক’রে।
— হুমায়ুন আজাদ
সমস্যা তৈরি না করে ক্ষমতায় যাওয়া যায়,যদি জনপ্রিয়তা অর্জন করা যায়,কিন্তু এটা দীর্ঘ মেয়াদী ও লম্বা পরিকল্পনা তাই ক্ষমতায় যাওয়ার সহজ উপায় হল সমস্যা সৃষ্টি করা।
বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হ’লেই বাঙালিকে পুরস্কার দেয়া উচিত।
——হুমায়ুন আজাদ
আমি একজন বাঙালি আমি কতটুকু সৎ সেটা নিজে বিচার বিবেচনা করা শ্রেষ্ট কাজ। আর তা করতে পারলে আমরা হবো সমাজে একশ ভাগ সৎ বাঙালি।
আজ এখানে শেষ করলা আগামীতে বাকি গুলো দেবার চেষ্টা করবো।।
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৭
তারেক সালমান জাবেদ বলেছেন: ধন্যবাদ
২| ০১ লা জুলাই, ২০১৫ সকাল ১০:২০
ভয়ংকর বিশু বলেছেন: ওসাম।
০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৮
তারেক সালমান জাবেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৫ সকাল ৯:৩৩
মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার কালেকশন!