নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

তুমি জানবে না

০৯ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৬

তুমি জানবে না,কখনো জানতে পারবে না
তোমার অন্তরে,বসবাস আমার একান্ত,
অথচ.....
ভালোলাগা,ভালোবাসা,প্রেম,প্রনয়ের প্রলয়,
মহাপ্লাবনে ভাসাছে হৃদয়, আমার বিচরণ
অন্তত....
তোমার হৃদয়ের প্রান্তে সমাগম।

কোকিল জানে কি? কেন সে গান গায়,
কার আগমনী বার্তা জানান দিয়ে যায়
শীতের শেষে,
প্রকৃতি জানে কি? বসন্ত কেন আসে
কেনই বা সে সাজে সৃজন রূপে,
অথচ....
সময় জানিয়ে দেয়
আজ তার আগমন কাল সে বিদায় নিবে।

তদরূপ তুমি জানবে না,কখনো জানতে পারবে না
অথচ....
কালের পরিক্রমায় সময়ের পালা বদলে,
তোমার অজ্ঞাতে
আমার গমনের পশ্চাতে,তোমার পুন:স্মরণে
তুমি অহরহ বিচ্ছেদ অনলে জ্বলিবে,
সাংসারিক জীবনে
মানুষের মহৎ কর্ম ভেঁসে উঠে জাগতিক নিয়মে।






মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.