নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

যদি এমন হতো ( কবিতা)

১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৯

যদি এমন হতো
মিছে মিছি লোক মুখে রটে যেতো,
আমি নেই
নিথর হয়ে গেছে আমার দেহ,
আমায় চিরনিদ্রায় শুইয়ে দেয়া হয়েছে,
আর কখনো
প্রিয়তমা আসিব না নিয়ে
যত সব এলোমেলো প্রশ্ন।।

তখন হয়তো
তোমার আকাশে কালো মেঘে ঢেকে যতো
কাল বৈশাখী ঝড়ে
তোমার যতো সব স্বপ্ন উড়িয়ে নিতো,
তোমার দু-চোখের জলে
হতো বর্ষা কিংবা মহাসমুদ্র,
দুখের প্লাবনে
তোমার কোমল অন্তর হত খন্ডিত।।

যদি এমন হতো
সত্যি আমার দেহ নিথর হয়ে যেতো,
প্রিয়তমা তুমি ফিরে এসে দেখে যেও
আমাকে নয়....
তোমার ছোট্র খুকুমনি,
অতএব তাকে তুমি নিয়ে যেও।।



মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৩২

তারেক সালমান জাবেদ বলেছেন: আপনাকে শুভেচ্ছা সহ ধন্যবাদ।

২| ১০ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কবিতা বড় বিষাদময় মনে হল ।
লিখেছেন ভালো +++++++++++

১০ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

তারেক সালমান জাবেদ বলেছেন: আপনাকে শুভেচ্ছা সহ ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.