![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা ২৪" বাই ২৪" আর্ট পেপারে
মনের রং তুলি দিয়ে এঁকেছিলাম তোমার ছবি,
হৃদয়ের নীল আকাশে
উড়িয়ে ছিলাম বাসনা দিয়ে স্বপ্নের নীল ঘুড়ি।।
তাই সেদিন
তোমায় বলেছি হয়তো
আবেগের টানে
দু-জনা ভুল করছি,
তা শুনে তোমার মুখ কি যে উম্মাদ হাঁসি,
তুমি দেখিয়েছ শ্রাবন,ঘন বর্ষা,
বসন্তের ফুল শয্যা আর
অমাবস্যা,চন্দ্রিমা রাত্রের জোৎস্না।।
আমি শুনেছি
নিথর বসে তোমার কথা গুলা পরখ করেছি,
আমি জানি
আমরা অনেক পুর্বেই ভুল করেছি।।
২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। তবে আরো ভালো হতে পারত। থিম টা খুব ভালো ছিল।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১
কাবিল বলেছেন: ভাল লাগল।