নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ভুল (কবিতা)

১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১০



একটা ২৪" বাই ২৪" আর্ট পেপারে
মনের রং তুলি দিয়ে এঁকেছিলাম তোমার ছবি,
হৃদয়ের নীল আকাশে
উড়িয়ে ছিলাম বাসনা দিয়ে স্বপ্নের নীল ঘুড়ি।।

তাই সেদিন
তোমায় বলেছি হয়তো
আবেগের টানে
দু-জনা ভুল করছি,
তা শুনে তোমার মুখ কি যে উম্মাদ হাঁসি,
তুমি দেখিয়েছ শ্রাবন,ঘন বর্ষা,
বসন্তের ফুল শয্যা আর
অমাবস্যা,চন্দ্রিমা রাত্রের জোৎস্না।।

আমি শুনেছি
নিথর বসে তোমার কথা গুলা পরখ করেছি,
আমি জানি
আমরা অনেক পুর্বেই ভুল করেছি।।






মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২১

কাবিল বলেছেন: ভাল লাগল।

২| ১২ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো। তবে আরো ভালো হতে পারত। থিম টা খুব ভালো ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.