![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা,
বাবা-বাবা, মা-মাগো,তুমি কেমন আছ?তোমারা কাঁদছ কেন?আমি বেঁচে আছি,আমি মারা যাই নি,তোমার ছেলে কখনো মরতে পারে না,তোমাদের এভাবে অসহায় রেখে আমি মরতে পারি না।তোমাদের জন্যই তো আজ আমার এভাবে নির্মমতার শিকার হওয়া,আমি স্কুলে যেতে চেয়েছিলাম,চেয়ে ছিলাম বড় হয়ে তোমাদের চোখের জল মুছে দেবো,গুছাবো দরিদ্রতার গ্লানি কিন্তু এই সমাজ আমাকে তা দেয়নি,আমার খুব কষ্ট হচ্ছে মা,আমার জন্য না,এই সমাজের জন্য,এই সমাজের মানুষ কত নিষ্ঠুর,কত যে নিমর্ম তা তুমি দেখেছ মা ওরা আমাকে কিভাবে মেরেছে লাঠি দিয়ে মধ্যযুগের কাদায় প্রথমে আমার হাত,পা ভেঙ্গে দিয়েছে,আমি কত আকুতি কাকুতি মিনতি করেছি মা তবুও ঐ মানুষ গুলার অন্তরে এতটুকু দয়া হননি,আমি বলেছি অনুনয় করেছি আমাকে মের না মরে যাব,আমাকে পুলিশে দিন,মা'কে বিয়ে দেব,তবু আমার রক্ষা হয়নি।মা আমি চলে যাচ্ছি রেখে যাচ্ছি এই সমাজে আমার মৃতু্যর করুন কাহিনি,আমার মতো কত রাজন প্রতিদিন এভাবে মরছে,এবং ঝরে যাচ্ছে অকালে তাদের কত শত স্বপ্ন ছিলো তা এই সমাজের চার দেয়ালে বন্দি কারাগারে,কি লাভ বলো মা বেঁচে থেকে যদি না পারি তোমার চোখের জল মুছতে।মাগো আজ আমার জন্য কত সাংবাদিক,কবি,ব্লগার কথা বলছে,কলমের কালি দিয়ে সাদা কাগজে আমার কাহিনি লিখছে,দেখ মা যে বয়সে আমার হাতে কলম খাতা বই থাকার কথা ছিলো সেই বয়সে আমি বাজারে শব্জি বিক্রি করে পেটের অন্ন যুগিয়েছি,আমি চোরি করিনি তবু চোর হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছি, পৃথিবীর মানুষ আমাকে বাঁচতে দিলো না মা।দেখ মা আজ আমার বিচারের জন্য ৩২/৩৪ গ্রামের লোক মিটিং করেছে,কেন মা জানতে পারি?কেন আমার মৃতু্যর পরে লাশ নিয়ে টানাটানি,এত কাল কোথায় ছিলো তাদের ঐ নীতি,জানি আমি ফিরে আসবো না এই ধরণীর বুকে কোন দিনই,আমার মতো শত রাজন এখনো পরে আছে এখানে ওখানে,ওলি গলির মাঝে পথে প্রান্তে তাদের অধিকারের জন্য কেন আওয়াজ তুলেনি সমাজের সুশিল মানুষ গুলি।
মা-কেঁদ না মা,আমি চলে যাচ্ছি, আমি আবার ফিরে আসবো সেদিনই যেদিন আমার মতো রাজন মরবে না অনাহারে,অবহেলায়,অকাল মৃতু্য,পৃথীবিতে থাকবে না হানাহানি।
একটি সুন্দর সমাজের প্রতিষ্ঠা হবে যেদিনই।
ইতি
তোমারই , পরপারে যাত্রী
রাজন
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: নির্মম, পৈশাচিক, অমানবিক
নিষ্ঠুরতার চরম প্রকাশ. ধিক
এই মানবরুপী পশুদের।
নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি দাবী করছি।