নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে (কবিতা)

১৩ ই জুলাই, ২০১৫ রাত ৮:৫৯

ইচ্ছে হয় তোমাকে নিয়ে
কোন কবিতা লিখে পাঠকের মনে
হৈ চৈ ফেলে দিতে,
নীল মলাটে বাঁধাই করা বইয়ে
তোমার নাম লিখে দিতে,
লিওনার্দো দা ভিঞ্চির রং তুলি দিয়ে
মোনালিসার মতো একটি ছবি এঁকে
বিশ্বে প্রেমর ইতিহাস সৃষ্টি করে দিতে।।

ইচ্ছে হয় তোমাকে নিয়ে
পালায়ন করে দুরে আমাজানে চলে যেতে,
তোমার কোলে মাথা রেখে
খোলা আকাশের নীচে ঘুমিয়ে জোৎস্নায় স্নান করতে,
ইচ্ছে হয় তোমার জন্য রুমী হতে।।

ইচ্ছে হয় তোমাকে নিয়ে
একটি প্রেমের তাজমহল বানাতে,
তোমায় নিয়ে উপন্যাস লিখে
ইতিহাসে এতটুকু স্থান করে নিতে,
ইচ্ছে হয় জীবনের শেষ নি:শ্বাসে
তোমায় নিয়ে ভালবাসার স্বপ্ন দেখতে।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৫ রাত ১০:২৮

সুমন কর বলেছেন: ইচ্ছে থাকা ভাল। আপনার ইচ্ছে পূরণ হোক।

ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.