নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

টাইগারদের জন্য ২০১৫ ইং সাল হলো সবচেয়ে সেরা।

১৬ ই জুলাই, ২০১৫ রাত ১:২৫



২০১৫ সালের বিশ্বকাপ থেকে শুরু করে এখন পযর্ন্ত বাংলাদেশের ধারাবাহিকতায় আমরা হেপি বলতে পারি।বিশ্বকাপ ক্রিকেটে ভারতের বিতর্কিত জয়ের নায়ক খল নায়ক হলেন আম্পায়ার আলিমদার ও ইয়ান বোল্ট,আই.সি.সি চেয়ারম্যান শ্রী নিবাসন।বিশ্বকাপের কোয়াটর্ার ফাইন্যাল থেকে ফিরে এসে এখন পযর্ন্ত বাংলাদেশ জয়ের ধারা বজায় রেখেছে।
বাংলাদেশ ওয়ানডেতে সিরিজে জেতেনি কেবল তিন টি দলের কাছে—ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু শ্রীলংকার বিরুদ্ধে ১/১ সিরিজ ড্র হয়।
আজ থেকে ৪ মাস পুর্বে সিরিজ না জেতা বাংলাদেশের প্রতিপক্ষ ছিল মোট ছয়টি—ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। গত চার মাসে দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম তিনটির সাথে জয় পেয়েছে বাংলাদেশ।রইল বাকি তিন—অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।
বাংলাদেশ যে দুরন্ত গতিতে ছুটছে, এখন যে কোন দলকে হারাতে সক্ষম,সক্ষম বললে ভুল হবে এখন ক্রিকেট বিশ্বে বাঘের থাবা কে সভাই রিতিমত ভয় পায়।২০১৫ইং সালে প্রথমে পাকিস্তানকে বাংলা ওয়াস তার পর ভারত বঁধ ,সব শেষে আজ দক্ষিন আফ্রিকা কে ২/১ এর ব্যবধানে সিরিজ জয়ী হলো বাংলাদেশ।সাবাস বাংলাদেশ।


বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয় পরিসংখ্ান

প্রতিপক্ষ মৌসুম সিরিজের ফল
জিম্বাবুয়ে ২০০৪ / ০৫ ৩-২
কেনিয়া ২০০৫ / ০৬ ৪-০
কেনিয়া ২০০৬ ৩-০
জিম্বাবুয়ে ২০০৬ / ০৭ ৫-০
স্কটল্যান্ড ২০০৬ / ০৭ ২-০
জিম্বাবুয়ে ২০০৬ / ০৭ ৩-১
আয়ারল্যান্ড ২০০৭ / ০৮ ৩-০
জিম্বাবুয়ে ২০০৮ / ০৯ ২-১
ওয়েস্ট ইন্ডিজ ২০০৯ ৩-০
জিম্বাবুয়ে ২০০৯ ৪-১
জিম্বাবুয়ে ২০০৯ / ১০ ৪-১
নিউজিল্যান্ড ২০১০ / ১১ ৪-০
জিম্বাবুয়ে ২০১০ / ১১ ৩-১
ওয়েস্ট ইন্ডিজ ২০১২ / ১৩ ৩-২
নিউজিল্যান্ড ২০১৩ / ১৪ ৩-০
জিম্বাবুয়ে ২০১৪ / ১৫ ৫-০
পাকিস্তান ২০১৫ ৩-০
ভারত ২০১৫ ২–১
দক্ষিণ আফ্রিকা ২০১৫ ২-১

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:৪২

দীপংকর চক্রবর্ত্তী বলেছেন: ভালো শেয়ার.....

====== ২০০১৫ ইং সাল হলো সবচেয়ে সেরা==== শুন্য একটা কমান ==২০০১৫==

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.