নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

সেঁতসেঁতে স্মৃতির সাথে পথ চলা

২২ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

সাদা বক উড়ে গেছে নীড়ে-
রাখল বালকেরাও ঘরে ফিরে,
মাছরাঙা টা আজ আর দেখা যায় না তারে,
আকাশে মেঘের ঘোর,
মনে হয় ঢেউ উঠবে মনুর বুকে,
আমি তীরে বসে আছি একা,
তুমি চলেগেছ কবে কার সে কথা-
ঠিক মনে নেই,
তারপর ও অপেক্ষা-অসম প্রেম,চোখের সম্মুখে ভেঁসে উঠে দৃশ্য-উজ্জল প্রহেলিকা,
দিতে চেয়ে তোমায় গোলাপের স্নিগ্ধ-সুভা
অবহেলা-উপেক্ষায়া ঝরে গেছে পাঁপড়ি
হয়ে গছে ক্ষয়,
পেয়েছে যন্ত্রনা-
হয়েছে সপ্রেম এ হৃদয়,
তবুও অপেক্ষায় মন পড়ে রয়!

তুমি ফিরে আসবে না-
যেমতি;মেঘের আড়ালে
চাঁদের লোকুচুরি খেলা,
আধাঁরে উঁকি দেয় সফেদ কাঁশ ফুলে ডাঁটা,
বাঁশখালীতে ডাকিতছে হুতুমপেঁচা,
আর আমার মতো মাকরশা টা-
গঙ্গাফড়িং এর অন্বেষণে হাবা,
তুমি আসিবে না
ফিরবে না আর
রক্ত মাখা হৃদয়ে-
গাঢ়-বেদনায় অবিশ্রান্ত-অবিশ্রাম যন্ত্রনা
সহিবেনা আর-
চাওয়া-পাওয়া,মরে পঁচে আছে মাঠে-
ইঁদুরের মুখে আজ নবান্নের খাবার,
চাঁদ ডুবে গেছে,তারকাও নিবে গেছে
দোয়েল অপেক্ষায় ভোর হওয়ার।


তবুও ফের রাত আসে,
চাঁদ টা আবার হাঁসে,
দিঘীর জলে শাপলা কাঁপে,
জুনাকিরা বাঁশ বাগানে মিট মিট আলো
জ্বালে,পেঁচাটা রাত জাগে,
পাড়ার গলিতে কালো কুকুর টা গেঁউ গেঁউ করে হাঁকে,
আরেকটি ভোরের আশায়-সোনালী সূযর্ে ইশারায়,
প্রভাত হবে,
প্রজাপতিরা উড়বে রং মাখা ডানায়,
কানন মাতিবে মধুকরের আনাগোনায়,
ফুল আর ভ্রমর পরস্পরে
জীবন স্রোতে-ভালোবেসে ডেফডিলের ভালোবাসায়।

তুমি চলে গেছ কবে কার সে কথা-
ঠিক মনে নেই,
তোমার হৃদয়ে প্রেম-অনুরাগ,
অবিরাম ঝরাপাতার মর্রমর ধ্বনি,
কৃর্তী নেই-নেই স্বচ্ছতা,
অর্থের দিক থেক জটিল গনিত!
তবু আমার রোজ রাত জাগা
নিমের ডালে পেঁচাটার সাথে আলিঙ্গন করা
যেন এক জীবনের অশিষ্টতা
সেঁতসেঁতে স্মৃতির সাথে পথ চলা!


































মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.