নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

সিলেটে শিশু রাজন হত্যার পর খুলনায় এবার শিশু রাকিব এর বর্বর মৃতু্য

০৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৬



মানুষ হয়ে কিভাবে অমানুষের মতো-নিকৃষ্ট কীটের মতো জগন্য কাজ করে মানুষ তা শিশু রাজনের পর এবার রাকিবের মতো আরেক শিশুর উপর নির্যাতনের কাহিনী পড়লে বুঝা যায়।শিশু রাজনের মৃতু্যর রহস্য যেমন-কাম-লালসা জন্য তেমনি শিশু রাকিবের মৃতু্য কান-লালসা মিঠানোর জন্য। আজ ০৪-০৮-১৫ ইং রোজ মঙ্গলবার সুত্র মানবজমিন:রাজনের মতো শিশুটির বয়স ১২ বছর, তাকে রাতে গ্যারেজে ঢুকিয়ে মলদ্বারে টায়ারে হাওয়া দেয়ার পাইপের মাধ্যমে হাওয়া ভরে হত্যা করা হয়েছে,কিন্তু কারন কি?এভাবে কেন নির্মমতার স্বীকার আমাদের সমাজের অবহেলিত শিশু।আমরা তো অনেক আইন দেখতে পাই,দেখতে পাই আমাদের মাননীয় প্রধান মন্ত্রী ও তার পুত্র কে কেউ ফেইসবুক বা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার কটু মন্তব্য করলের তার জন্য কত রকমের হয়রানি ও বিচারের ব্যবস্থা।কিন্তু ইউরোপ /আমেরিকা আইনের দিকে তাকালে দেখা যায় যে একটি পাখি মারলে ও তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা হয়েছে।আর under age শিশুরা অন্যায় করলেও তাদের কে কিছু বলা যাবে না- কেননা তাদের দেশে under age রা সব সময় অগ্রাধিকার প্রাপ্য। অতএব আমরা চাই একটা শিশুদের নিরাপদ জীবন,আর তার জন্য তৈরি কারা হোক কঠিন শাস্তির বিধান।এই অনুরুধ মাননীয় প্রধান মন্ত্রীর নিকট।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


এই দেশ থেকে কিছু লোককে বের করে দিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.