নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

যাযাবর ভালোবাসা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:৪৩

আজ এ ঘাট কাল ও ঘাটে-
আমার এই যাযাবর জীবনে,
ভালোবেসেছিলাম তারে!

-ভালবাসা রাতের জমানো
পদ্ম পাতার বিন্দু বিন্দু শিশির কণা -
দুপুর হলে মিশে যায় দীঘির জলে,
রাতের দিকে তাকালেই-সহসা অনুভূতির আলোকচিত্রে,
ছবির মতো ভেঁসে উঠে মানসপটে-
জোনাকির মতো ভিড় জমায় -
ধ্যানে,জ্ঞানে-মগজের কোষে,
আধারের মাঝে ভালোবাসা জোৎস্নায়
স্নান করে চাঁদনী রাতে,
আশা-নৈরাশা,চাওয়া-না পাওয়া,
মান-অভিমান আর ব্যবধান-
লিপিবদ্ধ ভূপৃষ্ঠ/নক্ষত্রপটে।
সকালের দিকে চোখ ফেরালেই-
হিমেল বাতাস-পাখির তানে,
জীবনের পরম শান্তি অবনী পড়ে
মন্ত্রে মুগ্ধ যৌবনের ঢলে-
বহে যাওয়া নদীর খলখল শব্দে।

ভালোবাসা আমার এই যাযাবর জীবনে
ভালোবেসেছিলাম তারে,
তবুও ভালোবাসা হায়!
মাঝির ভাটিয়ালি গানে
আমাকে নিয়ে যায়-
আজ এ ঘাট কাল ও ঘাটে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.