নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

‘জুক, ওয়াশ ইয়োর হ্যান্ডস’

০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৮

ভারতের প্রধান মন্ত্রী মোদির সঙ্গে হাত মিলানোর পর নিজের হাত ধুয়ে ফেলতে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের প্রতি আহ্বান জানিয়েছে এক দল অ্যাক্টিভিস্ট। এমনকি এ জন্য তারা একটি ওয়েবসাইটও খুলে ফেলেছে । ওয়েবসাইটটির নামও আহবানের সঙ্গে মিল করে রাখা হয়েছে, ‘জুক, ওয়াশ ইয়োর হ্যান্ডস’ (http://zuckwashyourhands.com)। অর্থাৎ, জুক,আপনার হাত ধুয়ে ফেলুন। ‘অ্যালায়েন্স ফর জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি’ নামে একটি সংগঠনের পক্ষে ওই অ্যাক্টিভিস্টরা এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়ে খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।অতএব ঐ সংগঠনটি "জুক"এর নিকট হাত ধুয়ার জন্য কয়েকটি বোতল পাঠানোর ব্যবস্থা নিয়েছে।আর ঐ ওয়েবসাইটে একটি ফরম তৈরি করেছে আ্যাক্ট্রিভিস্টরা যারা ঐ সাইটে গিয়ে ফরম পূরণ করে দিবে তাদের নামে একটি বোতল পাঠানো হবে "জুক" এর ঠিকানায়। আপনি ওয়েবসাইটের ঠিকানায় প্রবেশ করলেই দেখতে পাবেন যে,মোদির হাস্যোজ্জ্বল একটি ছবি। এরপর নিচে লেখা, ইনি হলেন মি. মোদি, ভারতের প্রধানমন্ত্রী। গণহত্যায় জড়িত থাকার দায়ে তাকে একবার নিষিদ্ধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু পরে এ ব্যাক্তি আমাদের সবাইকে প্রায় বোঝাতে সক্ষম হয়েছেন যে, তার হাত পরিষ্কার। কিন্তু আমরা সবাই জানি, তার হাতে কি বিপুল পরিমাণ রক্ত লেগে আছে! দাঙ্গা নিয়ে বিখ্যাত মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের বেশ কয়েকটি সংবাদ ও নিবন্ধ হুবহু উদ্ধৃত করে ওয়েবসাইটে লেখা হয়েছে, ২ মাস ধরে চলা সহিংসতায় হিন্দু উচ্ছৃঙ্খল জনতা ধর্ষণ, অপহরণ, হত্যা, লুণ্ঠন করছে গুজরাটে। মায়েদের শরীরে শূল ঢুকানো হচ্ছে। শিশুদের শরীরে আগুণ ধরিয়ে দেয়া হচ্ছে। পিতাদের টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে। প্রায় ১ হাজার মানুষ, যাদের বেশিরভাগ মুসলিম, তাদের হত্যা করা হয়েছে। প্রায় ২০ হাজার মুসলিমের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এবং ৩৬০টি মসজিদ ধ্বংস করা হয়েছে। প্রায় দেড় লাখ মানুষ হয়েছে বাস্তুচ্যুত। বড় ধরণের অভিযোগ রয়েছে যে, বিজেপি এসবে দায়ী।


ওয়েবসাইটে আরো বলা হয়েছে যে,জুক, আপনার হাতে ওই সব রক্ত লাগাবেন না দয়া করে,হস্ত-পরিষ্কারের জন্য পরিষ্কারক বোতল পাঠিয়ে জুকারবার্গকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। কিন্তু ইতিমধ্যে "জুক'এর হাতে অনেক রক্ত লেগে গেছে। তাই আমরা আরও বোতল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু এ কয়েকটি বোতলও ওই রক্ত মুছতে যথেষ্ট হবে না, যখন আপনি চিন্তা করবেন, কী পরিমাণ হত্যা ও ধর্ষণের পেছনে হাত ছিল মোদির। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেখানেই এক বোতল হস্ত-পরিষ্কারক আমরা পাব, তা কিনে জাকারবার্গকে পাঠাবো। গত সপ্তাহে আমরা জাকারবার্গের কাছে ২৫০টি বোতল পাঠিয়েছি, প্রতিটিতে গুজরাট দাঙ্গায় নিহত একজন করে ব্যাক্তির নাম ছিল।

বিষয়টি অবগত আছেন অব্যশই যে,কয়েকদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেলে ক্যালিফোর্নিয়ায়ও সফর করেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে ফেসবুক, গুগল, মাইক্রোসফট সহ সিলিকন ভ্যালির বিশ্ববিখ্যাত সব প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক,টুইটারে ব্যাপক আলোচনার ঝড় তুলেছে। আমরা দেখতে পাই একটি ভিডিওতে , মোদি ও ক্যামেরার মাঝখানে জাকারবার্গ ছিলেন। তাই মোদিকে দেখা যাচ্ছিল না। মোদি এক পর্যায়ে জাকারবার্গকে একরকম টেনে পাশে সরিয়ে নেন। এরপর তিনি ক্যামেরার দিকে তাকান তিনি। এর ফলে অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, মোদি জানেন ক্যামেরা কোন জায়গায়! কেউবা লিখেছেন, মোদি ও ক্যামেরার মাঝখানে কারোই আসা উচিৎ নয়; এমনকি জাকারবার্গেরও নয়। আরেকটি ভিডিওতে দেখা গেছে, মোদির সঙ্গে করমর্দনের পর হাত ঝাড়ছেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী ।অনেকেই এসব ভিডিও দেখে নানা রকমের মন্তব্য করেছেন।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৪

গেম চেঞ্জার বলেছেন: দারুণ পোস্ট। চালিয়ে যান।

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

তারেক সালমান জাবেদ বলেছেন: thank you

২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০

সুমন কর বলেছেন: কি বলবো বুঝতে পারছি না..... :(

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

তারেক সালমান জাবেদ বলেছেন: কি আর বলবেন যেমন কর্ম তেমন ফল ভোগ করতে হয়।হোক সে রাজা কিংবা প্রজা

৩| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯

মাঘের নীল আকাশ বলেছেন: হাহাহাহাহাহা...

৪| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৫

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: ভেরি গুড!

৫| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৩

আশরাফুল ইসলাম মাসুম বলেছেন: B-) এইমাত্র আমিও একটা বোতল পাঠালাম!

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

তারেক সালমান জাবেদ বলেছেন: thank you

৬| ০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

গরু গুরু বলেছেন: দাড়ানন, আমিও একটা বুতল পাঠিয়ে আসি

০১ লা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১২

তারেক সালমান জাবেদ বলেছেন: পাঠান ভাই যত তারাতারি সম্ভব,ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.