নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

প্রেসিডন্ট ওবামা ফ্রান্সের পেরিসের একটি হামলার উপর একটি বিবৃতি কিছু অংশ

১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫


ওবামা বলেন শুভ সন্ধা -"আমরা নিরপরাধ বেসামরিক মানুষের উপর সন্ত্রাসিত একটি ভয়ানক প্রচেষ্টা লক্ষ করেছি আবার "তার উপর আমি কয়েক টি সংক্ষিপ্ত মন্তব্য করতে চাই?
এই না যে শুধু প্যারিস ফ্রান্সের মানুষ উপর আক্রমন এটি কিন্তু এই আক্রমনটি সব মানবতার উপর করা হয়েছে এবং এটি ইউনিভার্সাল মান উপর আক্রমন।

আমরা প্রস্তুত এবং সরকার ও ফ্রান্সের মানুষ সাড়ার প্রয়োজন,যে যাই হোক না কেন সহায়তা প্রদান করার জন্য আমাদের প্রস্তুত থাকা . ফ্রান্স আমাদের প্রাচীনতম মিত্র. ফরাসি মানুষ আর মার্কিন যুক্তরাষ্ট্র সময় এবং সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে . আর আমরা সন্ত্রাস ও চরমপন্থার বিরুদ্ধে সংগ্রামে তাদের সাথে একসঙ্গে সঙ্গে থাকার খুব পরিষ্কার ভাবে বলছি।

গত কাল সন্ধায় পেরিসের কয়েকটি স্থানে ভয়ানক হামলা হয়,প্রেসিডন্ট ওবামা হামলার পর পরই লম্বা বিবৃতি দিয়েছেন আর তার কিছু অংশ উপরে তুলে ধরেছি।সত্যি এই হামলা মানবতার বিরোধী,মাবতার দেশ হিসেবে ফ্রান্স বিশ্বের প্রথম সারির দেশ।লক্ষ লক্ষ মানুষকে ফ্রান্স আশ্রয় দিয়েছে-বাসস্থান ও খাবার এবং সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে। ফ্রান্সের মতো দেশে এমন হামলা মানবতার চরম অবনতি এবং তা কাম্য নয়।আমি ফ্রান্সে থাকি যতদিনি আমি ফ্রান্সে আছি আমি দেখেছি জাতি হিসেবে ফরাসি খুব ভালো তাদের আচার ব্যবহার অতুলনীয়। তারা মানুষকে মানুষ মনে করে তাদের মধ্যে উঁচু নীচুর ভেদাভেদ নেই। এই ফ্রান্স সিরিয়ার হাজার হাজার মানুষকে আশ্রয় দিয়েছে শুধু সিরিয়া নয় পৃথিবীর সব দেশের অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হলো ফ্রান্স।

গতরাতের এই ঘঠনার জন্য আমি অন্তর থেকে ঐ সব জঙ্গিদের কে ঘৃনা করছি এবং যারা ঐ ঘঠনার মারা গেছে তাদের জন্য প্রার্থনা করছি তারা যেন পরকালে সুখে থাকে এবং যারা আহত অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

বর্নিল বলেছেন: আমারও ঘৃনা হচ্ছে

২| ১৪ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

বর্নিল বলেছেন: আমারও ঘৃনা হচ্ছে

৩| ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

আব্দুল্যাহ বলেছেন: মানবতার ক্ষয় হচ্ছে

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ধন্যবাদ। ফরাসিরা ভয় পায়নি, দেখলাম বীরদর্পে মাথা উচিয়ে জাতীয় সংগিত গাইতে গাইতে স্টেডিয়াম থেকে বের হল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.