![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেএমবি একটি জঙ্গি সংগঠন।জঙ্গি সংগঠন জেএমবির ভারতে কর্মকাণ্ড পরিচালনার আশঙ্কাকে সামনে রেখে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে।ইন্ডিয়ার এই গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আসছে>>খবর বাংলাদেশর জন্য সুখের নয়>>একটি দেশের গোয়েন্দা সংস্থা অন্য দেশে পরিদর্শনের জন্য আসলে ঐ দেশের ভিতরের সব খবর/তথ্য ঐ দেশের হাতে চলে যাওয়ার সম্ভাবনা ১২০%।আমাদের দেশের এত অবনতি হবে কখনো কল্পনা ও করিনি । এমনিতেই দেশের বর্তমান অবস্থা খুব নাজুক,প্রতিটি শহর বন্দর,গ্রাম-বাজারে,ঘরে-ঘরে,ভাইয়ে-ভাইয়ে রাজনৈতিক হানা-হানি লেগেই আছে,আর তা একমাত্র প্রধান কারন হলো একতরফা নির্বাচন।দেশের জনগন এখন কয়েক ভাগে বিভক্ত আর এই বিভক্তির জন্যই জঙ্গি সংগঠন গুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে,দেশের আইনশৃংঙ্খলা বাহীনি বি এন পি আর জামাত শিবির নিয়ে ব্যস্থ,কিভাবে বিরোধী দলকে দমন করে ক্ষমতায় চিরস্থায়ী করা যায় সে দিকে সরকার ও তার মন্ত্রীবর্গ ব্যস্থ। জানামতে ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এর আগে বাংলাদেশকে সতর্ক করেছিল যে, এই জঙ্গি সংগঠন শেখ হাসিনার সরকার পতনের জন্য পরিকল্পনা করছে। তারই ধারাবাহিকতায় জঙ্গি দমনের নামে বিরোধী দল দমনের সুন্দর একটি উপায়ন্তর/সুযোগ সরকার হাত ছাড়া করতে নারাজ। টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে জেএমবি মাদ্রাসা ব্যবহার করে তরুণদের প্রশিক্ষণ দেয়। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশর কোনো মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেয়া হয়েছে এমন কোন প্রমাণ সরকারের হাতে বা কারো হাতে আছে বলে আমার মনে হয় না। গত কয়েক সপ্তাহ আগে দেখলাম বাংলাদেশের মসজিদে পুলিশ নজরদারীতে রাখা হয়েছে।ইমাম সাহেব কি খুতবা দিবেন তা ও নির্ধারণ করে দেয়া হয়েছে। আমাদের সরকার বলে আমরা বাকস্বাধীনতায় বিশ্বাসি কিন্তু এটা কোন ধরনের স্বাধীনতা-কোন ধরনের ধর্ম নিরেপেক্ষ এমন প্রশ্নের জবাব সরকারের কেউ দিবে বলে আমার মনে হয় না।একজন ভারতীয় গোয়ন্দা কর্মকর্তা বলেন বাংলাদেশের জেএমবিরা সিমান্ত দিয়ে ভারতে চলে যায় কিন্তু দু:খের বিষয় হলো একজন ফেলানি কে হত্যা করতে পারে ভারতীয় সিমান্ত রক্ষী বাহীনি কিন্তু জেএমবি কে পাকরাও করতে পারে না।আমার মনে হয় এখানে কোন একটা ফাঁক-ফুক্ষর রয়ে গেছে যা ডুমুরের ফুলের মতো।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ভারত সরকার আমাদের জেএমবির কর্মকা- সম্পর্কে অবহিত করেছে।প্রশ্ন হলো ভারত কি আমাদের দেশ পরিচালনা করছে-আমাদের চাইতে আমাদের দেশের খবর ভারত ভালো করে জানে,কিন্তু আমাদের এত পুলিশ,গোয়েন্দা,র্যাব যৌথবাহীনি থাকতে কোন কিছুই জানে না।
২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৩
তারেক সালমান জাবেদ বলেছেন: ভিসা লাগানোর সময় আমার লাগবেনা।আমি আছি থাকবো
২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৯
চাঁদগাজী বলেছেন:
এখন বাংলাদেশে ৩৪ দেশের গোয়েন্দারা আসবে।
২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩১
তারেক সালমান জাবেদ বলেছেন: তাহলে কি সরকার দেশের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছে?
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬
চাঁদগাজী বলেছেন:
সরকার দেশের নিয়নত্ত্রয়ন হারায়নি, সৌদী টাকার জন্য সবাই সৌদীর 'সন্ত্রাস দমনে' নাম লিখায়েছে।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:২৬
কবি এবং হিমু বলেছেন: সবাইকে বাংলাদেশে স্বাগতম।ভারত যেভাবে এখন নাক গলাচ্ছে তাতে মনে হয় দেশটা ভারতের কোন একটা প্রদেশ।কি আর করার তা জেমস বন্ড কবে আসবে??জানলে একটু শেয়ার দিয়েন
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০৯
তারেক সালমান জাবেদ বলেছেন: সহমত
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২২
মোঃ মজনুর রহমান বলেছেন: jai hind.
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
মানবী বলেছেন: "জঙ্গি সংগঠন জেএমবির ভারতে কর্মকাণ্ড পরিচালনার আশঙ্কাকে সামনে রেখে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। টাইমস অব ইন্ডিয়া একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে।"
- এতোদিন পর? নাহ্, ভারতের গোয়েন্দা সংস্থা বরাবরই আছে বাংলাদেশে, এমনকি এই ব্লগেও(বিভিন্ন পোস্টে যেকোন ভারত বিরোধী মন্তব্যে নির্দিষ্ট কিছু কুলাঙ্গারের গাত্রদাহ লক্ষ্য করলে জানবেন)। তবে এবার এমন ঘোষণা দিয়ে ভারতীয় গোয়েন্দারা আসছে তা নিঃসন্দেহে উদ্বেগজনক!
মহান সৃষ্টিকর্তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করুন এই প্রার্থণা।
পোস্টের জন্য ধন্যবাদ।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৫
সাদী ফেরদৌস বলেছেন: তুমি কইলা , " একটি দেশের গোয়েন্দা সংস্থা অন্য দেশে পরিদর্শনের জন্য আসলে ঐ দেশের ভিতরের সব খবর/তথ্য ঐ দেশের হাতে চলে যাওয়ার সম্ভাবনা ১২০%
এখন আমার কথা হইলো , তোমারে এই তথ্য কেডা দিল ????? মনগড়া একটা কথা কইয়া দিলা , আর সব মূর্খ হাততালি দিতাছে ।
আমার তো মনে হয় আপনি পঞ্চম শ্রেণি ও পাশ করেন নাই মিয়া , পৃথিবীর সব দেশের গোয়েন্দারাই অন্য দেশে পরিদর্শনে যায় , এটা খুব স্বাভাবিক । বি এন পির সময়েও ভারতীয় গোয়েন্দাদের বিভিন্ন দল বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে তথ্য বিনিময়ের জন্য অনেকবার বাংলাদেশে এসেছে । বাংলাদেশের গোয়েন্দা প্রধান ভারতে যান , ভারতের গোয়েন্দা প্রধান বাংলাদেশে আসেন । এগুলা প্রতিবেশি দেশগুলার নিয়মিত পরিদর্শন ও তথ্য বিনিময়ের একটি অংশ ।
আর এতেই মিয়া তোমার ভয়ে পায়খানা হবার কারণ হইতেছে ।
২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮
তারেক সালমান জাবেদ বলেছেন: মিয়া ভারতের গুনগান করা আপনাদের মত মানুষের ধর্ম।আপনার পড়া লেখা কতটুকু আমার তো মনে হয় ক্লাস ২ দুই পাস করেননি মিয়া।কেননা খবর টা যে ইন্ডিয়া পত্রিকাতে আসছে উপরে বলাই আছে সেটা আপনার চোখে আসেনি এজন্যই,আর আরেক টা কথা আমেরিকার গোয়েন্দা ইরাকে গিয়েছিলো পরে ইরাকের পরিনাম আপনার জানা আছে কি অতপর এরকম হাজার উদাহরণ আছে যে -/////
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১
বাংলার জামিনদার বলেছেন: আরে ভাই, এফবিআই এর কমে কেউ আসলে কি মান থাকে???? ঠিক কইছিনা। মিয়া এখনও সময় আছে ভাগেন।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৫
রাজীব বলেছেন: কিছুদিন আগে খাগরাগর বোমা বিস্ফোরনের তদন্ত করতে আমাদের দেশের গোয়েন্দারা ভারতে গিয়েছিল। তখন আপনি কোথায় ছিলেন?
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
আপনার সৌদী ভিসা লাানো থাকলে, সময় মতো কেটে পড়েন।