![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকটা সময় পেরিয়ে গেলো-বছর অতপর যুগ,
পুরানো খাতাটি টেবিলের পাশে-মলাটে তৈলাক্ত আবরণ,
আর পেন্সিল টা পাশা-পাশি
দেখে মনে হয় অনেক দিন হাতে উঠেনি,
কবিতার সাথে প্রেম আর বিচ্ছেদের গ্লানি -
কবিতার পরতে-পরতে গাঁথা জীবন লিপি।
কবিতাকে ভালোবাসে দেখা হয়নি রূপ-যৌবনের দ্যুতি,
ইট পাথরে শহরে বসতি-পুড়া মাটির গন্ধে ভাঁসি
কাঁচের দালানের সাথে মিতালি,
অতপর:
কবিতা আজ গ্রামের স্বর্ণালী ভোর অথবা
রাখালের বাঁশির সুর-বিকেলের স্নিগ্ধ রোদ
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭
শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা !
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ভাল হয়েছে বলেই ভাল লেগেছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫
মাহবুবুল আজাদ বলেছেন: খুবই ভাল লাগল।