নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

অন্ধরা আজ বড় বেশি

১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪২


এতো আলো আকাশে করিতেছে খেলা
আজ তারা আর নক্ষত্র,
গোলক পৃথিবীটার মাঝে অন্ধকার খুঁজে পাওয়া
ঘুমের রাজ্য,
অচল পয়সার আর লন্ঠনের আলো,
জুনাকিরা চলে গেছে সুদুর ঐ পারস্য,
অদ্ভুত ভুতের দেহ হিমশীতল বরফের মতো
রক্ত চুষা বাদুরের মতো লাল চুক্ষ,
কালের বির্বতনে পৃথিবীর বুকে অন্ধরা আজ দেখিতেছে
অন্ধের হাতে শাষন রত্ন।

যারা চলে গেছে আবুবকর,ওমর,আলী আর উসমান
তারপর ও ছিলো আকবর,শাহাজান,সিরাজুদৌলা
আর গান্ধীর মতো নেতা মহান,
নক্ষত্র আর চাঁদ ছিলো তাদের সম্মুখে ম্লান,কালক্রমে-
অদ্ভুত এক রাত এসেছে এখন-
ঝিঁঝিঁ পোকার গান কান্নার আওয়াজ
আর বাতাসে বারুদের ঘ্রাণ,
পৃথিবী ঘুরে নাকি মানুষ পৃথিবীর চারিদিকে ঘুরে,
ফিরে আসে-
ঘুরে ফিরে কাক ডিম ছাড়ার সময় কুকিলের নীড়ে,
অন্ধরা আজ বড় বেশি দেখে-
যাদের অন্তরে প্রেম নেই,ভালোবাসা নেই-
শোষণ মেশিনের সুঁচে রক্তের ছিট-ফোট আছে লেগে কিংবা ওদের দাঁতে,
পৃথিবী অচল আজ- তাদের অপকর্মে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

অগ্নি কল্লোল বলেছেন: ভালো লাগলো।

২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪০

বিজন রয় বলেছেন: সাধু ও চলিত ভাষার মিশ্রণ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.