নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তন্ত্র,মন্ত্র যতই জপি না কেন জবানে,যৌবনের আসিলে ঋতু রাজে,কোকিল কুহু কুহু সুরে গান করে, আমি পাগল তোমারি,প্রেম সুধা পানে, ভোমর পান করে মধু ফুলে বসে ,সে হোক গোলাপ বৈকি ঘাঁস ফুলে।আমার পরিচয় ছন্দের মাঝে।।

তারেক সালমান জাবেদ

কবি

তারেক সালমান জাবেদ › বিস্তারিত পোস্টঃ

মানবতার সেবার এগিয়ে আসুন।

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:৪২


হাফিজ আব্দুললাহ আল মারজান
গ্রাম:কোনা গ্রাম(তালবাড়ি পূর্ব)
থানা: কানাইঘাট
জেলা: সিলেট
বাংলাদেশ

উনি আজ মাস-খানেক ধরে সিলেট উসমানী মেডিকেল কলেজে অসুস্থ অবস্থায় মৃত্যুর দিন গুনছেন,টাকার অভাবে এতিম হাফিজ আব্দুললাহ আল মারজান চিকিৎসা করাতে পারছেন তার অসহায় পরিবার।

যদি কোন বৃত্তবান ব্যক্তি উনার চিকিৎসার জন্য এগিয়ে আসেন তাহলে অকাল ঝরে যাওয়া একটি প্রান বেঁচে যাবে।

উনার চিকিৎসার জন্য ৫৫ টি ইনজেকশন দরকার প্রতি ইনজেকশনের দাম ১৫০০০/ পনের হাজার টাকা।৫৫ টি ইনজেকশনের দাম-প্রায় ৮২৫০০০/ আট লক্ষ পঁচিশ হার টাকা।

নিন্মে যোগাযোগসহ জন্য অনুরুধ করা গেল:-
০০৮৮০১৭১৫০৬০৮২৮( ভাই -হাফিজ ইমরান)
ব্যাংক একাউন্ট নাম্বার;-০২০০০০৭৯৩৯৯১৯ অগ্রনী ব্যাংক, একাউন্ট Holder Name RUSHNA BEGUM CHOWDHURY, রামদা বাজার শাখা -সিলেট।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.