নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর চেহাড়া মানুষকে মুখোশ দেয় আর সুন্দর মন মানুষকে সুন্দর করে! কুৎসিত মনকে সুন্দর চেহারা দিয়ে স্বল্প সময় আড়াল করা যায় কিন্তু বেশিক্ষন লুকিয়ে রাখা যায় না।

আসিফ ইকবাল তােরক

অনুবাদকঃ আমি ঘৃনার শব্দকে ভালোবাসায় অনুবাদ করি।

আসিফ ইকবাল তােরক › বিস্তারিত পোস্টঃ

অন্যের বিপদ দেখে হাসতে নেই! কাল আপনারো একই পরিনতি বরন করতে হতে পারে!!!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১

রাজাকার আর দেশ প্রেমিকের মাইনকা চিপায় পইরা যেমন কিছু নিরীহ জনতা আর পুলিশ মরছে এইবার না জানি নাস্তিক আর আস্তিকের ক্যাচালে পইরা আরো কিছু মানুষ মরে!(আল্লাহ না করুক)।



যখন ২০০ এর উপর মানুষ মরছিল তখন সেই সব মৃত দেহের উপর জামাত শিবির আর রাজাকারে দোসর ট্যাগ দিয়া ঐ মৃত্যুরে কিছু অতি উৎসাহী দেশ প্রেমিক সহী করার চেষ্টা করছিল! কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যারা মানুষের মৃত্যুকে কোনো বিশেষ গ্রুপের ট্যাগ দিয়া সহী করায় ব্যাস্ত ছিল তাদেরি কেউ কেউ আজ নিজের বাড়ি ছাড়া, ঘর ছারা, দেশ ছাড়া। তাদেরকে আজ নাস্তিকতার ট্যাগ দিয়ে ধরে ধরে জেলহাজতে ভরা হচ্ছে! আল্লাহর মাইর বড় কঠিন মাইর!



একটা সময় আপনারা যেমন পান থেকে চুন খসলেই সবাইকে রাজাকারের কাতারে ফেলে দিতেন আজকে চেয়ে দেখুন আপনাদের সকল ব্লগারকেই একসাথে নাস্তিকের কাতারে ফেলে দিওয়া হচ্ছে! তখন আপনারা আওমি বিরুধী বা দাড়ি টুপি পড়া সবাইকে রাজাকার বলে বেশ তৃপ্তির ঢেকুর তুলতেন, জামাত শিবির বন্ধের নামে সকল ইসলামি দল নিষিদ্ধের ধোয়া তুলেছিলেন তবে আজ কেনো আপনাদের গনহারে নাস্তিকের কাতারে ফেলে দেওয়ায় এত তিতা লাগছে! দুই একজন নাস্তিকের জন্য সমস্ত ব্লগ জগৎ কলংকিত করাকে কেনো মেনে নিতে পারছেন নাহ? একবার পিছনে ফিরে তাকান! একবার চেয়ে দেখুন আপনাদের করা অতীত কর্ম!!



আর অতি উৎসাহী যারা ব্লগারদের এই ডিবি পুলিশ কতৃক এরেস্টের ঘটনায় খুশিতে বগল বাজাচ্ছেন আপনাদের বলছি এত খুশি হওয়ার কিছু নাই! হাসিনা সরকার তার নিজ প্রয়োজনে এতদিনে যাদের কাছ থেকে সুবিধা পেয়ে এসেছে, তাদেরকে গাছে তুলে দিয়ে আস্তে করে মই সরিয়ে ফেলেছে! হাওয়া বুজে ছুড়ে ফেলে দিয়েছে বাতিল মালের মতন! আর যেই আইনের মাধ্যমে অনলাইন এক্টিভিস্টদের ধরা হচ্ছে সেই একই আইন দিয়ে সময় মত আপনাদেরও খেল খতম করে দিবে! তাই এত খুশি হবার কিছু নেই!



আর সেই সব নাস্তিকদের উদ্দেশ্যে বলছি যারা এতদিন অনলাইনে নিজেদের আল্লা বইলা দাবি করতেন! কিছু বললে উত্তর দিতেন তোর আল্লাহ আমার কি করতে পারে আমি দেইখা নিমু বইলা ঝাড়ি বাজি করতেন, তারা আজকে নিজেদের অবস্থানটা একটু দেইখা নেন! দেখুন আপনাদের আজ কি অবস্থা হয়েছে! আপনারা যাদের আস্কারা পেয়ে নাস্তিকগিড়ি ফলাইছিলেন তাদেরকে আজ নাস্তিক বললে তারাও খেইপা উঠে! ধর্মবিদ্বেষীদের অবস্থা সমাজের কত নিচু শ্রেনীতে একটু দেখুন! এদের প্রতি কারো সহানুভূতি কাজ করছে নাহ আজ! আপনাদের অতীতে করা ধর্মবিদ্বেষী কর্মই আজকে আপনাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে! আপনাদের জন্য কিছু নিরীহ মানুষকেও আজ সাফার করতে হচ্ছে!আল্লাহ আপনাদের মাফ করুক আর হেদায়েত দান করুন এই দোয়াই করি!



অবশ্যই আল্লাহ সীমলন্ঘনকারীদের পছন্দ করেন না!! তাই আমদের সকলেরই উচিত সীমালংঘন না করা!





মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৪

বাকরুদ্ধ আমি বলেছেন: সুপার ++++++++++++

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ!!!

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

আশিকুর রহমান ১ বলেছেন: জমতিদের মতো হনুরাও এবার মাইনকা চিপায় পইরা গেছে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

আসিফ ইকবাল তােরক বলেছেন: এইসব রাজনৈতিক দল একটা নির্দিষ্ট সময় মাইনকা চিপায় থাকে কিন্তু এদের কারনে দেশের আপামর জনগনকে আজীবনই ভুগতে হয়! এটাই আফসোস!!

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

সুলাইমান হাসান বলেছেন: হুম.......... একমত।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৫

আসিফ ইকবাল তােরক বলেছেন: হুম! ধন্যবাদ একমত হবার জন্য!

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২১

েমাঃ নুরুজ্জামান মুন্না বলেছেন: অসাধারন। অসাম
অবশ্যই আল্লাহ সীমলন্ঘনকারীদের পছন্দ করেন না!! তাই আমদের সকলেরই উচিত সীমালংঘন না করা!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬

আসিফ ইকবাল তােরক বলেছেন: আমাদের এই ছোট্ট কথাটা সব সময় মাথায় রাখা উচিত!
অবশ্যই আল্লাহ সীমলন্ঘনকারীদের পছন্দ করেন না!! তাই আমদের সকলেরই উচিত সীমালংঘন না করা!

ধন্যবাদ পড়বার জন্য!

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩০

তোমোদাচি বলেছেন: অবশ্যই আল্লাহ সীমলন্ঘনকারীদের পছন্দ করেন না!! তাই আমদের সকলেরই উচিত সীমালংঘন না করা



পোষ্টে সহমত

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

আসিফ ইকবাল তােরক বলেছেন: ভালো থাকবেন!
ধন্যবাদ।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

আরাফাত মুন্না* বলেছেন: +++ :#) :#)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৮

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ + এর জন্যে! :)

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.