নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুন্দর চেহাড়া মানুষকে মুখোশ দেয় আর সুন্দর মন মানুষকে সুন্দর করে! কুৎসিত মনকে সুন্দর চেহারা দিয়ে স্বল্প সময় আড়াল করা যায় কিন্তু বেশিক্ষন লুকিয়ে রাখা যায় না।

আসিফ ইকবাল তােরক

অনুবাদকঃ আমি ঘৃনার শব্দকে ভালোবাসায় অনুবাদ করি।

আসিফ ইকবাল তােরক › বিস্তারিত পোস্টঃ

একটি (স.এন.জি) প্রেমের কাহিনী (১৮+ ছবি সহ)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪২

পথে, ঘাটে, হাটে, মাঠে ছেলেরা বসে থাকে বান্ধবীর আশায়, কিন্তু হায়

অবুঝ মেয়েরা বসে থাকে সি এন জির আশায়। এই জন্যই কোনো এক বিজ্ঞ ব্যাক্তি সিএনজির পিছিনে লিখেছিলেন,

"ছেলেরা বসে আছে বান্ধবীর আশায়,

মেয়েরা বসে আছে সিএনজির আশার!"





যেদিন থেকে এটা দেখলাম সেদিন থেকেই আর মাঠে ঘাটে না বসিয়া, দাড়াইয়া থাকিতাম সিএনজির স্ট্যান্ডে!আর এইভাবে দাড়িয়ে থাকতে থাকতেই হঠাৎ একদিন পেয়ে গেলাম আমার হৃদয়ের রানী, নূপুরকে!







শুরু হলো নূপুরের সাথে, "অল্প অল্প প্রেমের গল্প, একটু একটু প্রেমের গিট্টু!"







আবেগী হইয়া বলিলাম, আসিবো ফিরে এই স্ট্যান্ডে ওগো আমার চুমকি , যখন হইবে আমাদের প্রেমের বর্ষপূর্তি!



প্রেম যখন পরিনত হইলো তখন একদিন নূপুরকে বলিলাম- "চলো সাথী ঘোড়ে আসী!"







উত্তরে সে বললো- "যদি থাকে পেট ভরা, ভয় করিনা দেশ ঘুরা!"







কি আর করা, ফাস্ট ফুডে খাওয়াইয়া দিলাম তাহারে পেট ভরাইয়া।"



আহা কি মজা এইবার যাবো দেশ ঘুরিতে!

দেশ ঘুরার উদ্দেশ্যে, উঠিলাম চুমাইয়া পরিবহনে!







সিএনজিতে তারে একলা পাহিয়া গেলো আমার রোমান্স বাড়িয়া! সুধাইলাম তাহারে আহ্লাদ করিয়া, "ফুল দিয় কলি দিয়,কাঁটা দিও নাহ, আস্তে আস্তে কিস্ দিও কামড় দিওনা!"







এই কথা শুনিয়া, সিএনজিআলা মাথা ঘুরাইয়া বলিল,

ভাইজান, "ভালোবাসা গাড়িতে নয় বাড়িতে" করিতে হয়!







আমি গেলাম চেতিয়া, বলিলাম চালাও চুমাইয়া পরিবহন আর চুমা দিতে দিবা না এইডা কেমন কথা! সেদিনের মতন খান্ত দিলাম!



এই ঘটনার অনেকদিন পরের কথা,

আমাদের প্রেম যখন চরমে তখন একদিন দেখিলাম, আমার হৃদয়ের রানীরে আরেকজনের সাথে করিতেছে ইটিশ পিটিশ!







ইহা দেখিয়া আমার হৃদয় গেলো ভাংগিয়া! মনে মনে প্রমোদ গুনিলাম, আর ভাবিতে লাগিলাম এতো দেখি, "এক ফুল দুই মালি কখনো ভর্তি কখনো খালি!"







কাছে গিয়া জিগাইলাম এইসব কি চলিতেছে! ধরা খাইয়া সে কহিল আরেহ ওহ তো আমার ভাইয়ের মতন আমরা করিতেছি একটু ফাইজলামি!

আমি বলিলাম বাহ, " দেখলে ফাইজলামি, আর না দেখলি চুরি"??







এইবার নিজেকে অনেক কষ্টে শান্ত করিলাম কারন, কোথায় যেনো পড়েছি, "রেগে গেলেন তো হেরে গেলেন!"







তাই কোনো ক্রমেই রাগা যাবে নাহ।শান্ত কন্ঠে বলিলাম, আমাকে এভাবে জুলিয়ে রাখবানা!







সে বলিল ওক্কে তুমাকে জুলিয়ে রাখবো নাহ! তুমাকে ছাড়িয়া দিলাম!

তাহার কথা শুনিয়া তো আমার আক্কেলগুরুম! আমি বলিলাম এইভাবে ছারিয়া দিবা! বলে কিনা, "পিছনের দূর্ঘটনার জন্য পিছনের গাড়ি দায়ী থাকিবে!"







আমি তাহার পিছন পিছন ঘুরিয়াছিলাম তাই সব দায় দায়ীত্ব আমার!!

আমি বলিলাম আমার মধ্যে কি নাই যা ঐ নুনু মিয়ার কাছে আছে??







আমাকে বলিল তোমারটা অনেক ছোটো থুক্কু তুমি অনেক ছোটো!!

আমি স্বীকার করিয়া বলিলাম আমি ছোটো কিন্তু হৃদয় তো অনেক বড়! তাছাড়া ওর ড্রেসআপ অনেক স্মার্ট!







আমি ছোটো প্লীজ আমাকে মেরো নাহ! কারন তোমাকে না পেলে যে আমি মরে যাবো, আর বাঁচবো নাহ!!







তাহার মন গলে নাহ! এবার হালকা খেপিয়া গিয়া বলিলাম দেখো, "বাবা চাইলে ভাংতি নাই, শ্বশুর চাইলে অভাব নাই!"







মন ভাংগিয়া করিও না পাপ কারন, "পাপ কিন্তু বাপকেও ছাড়ে না!"







থ্রেট এ কোনো কাজ হইলো না, তাই এইবার ছাড়িলাম নীতি বাক্য, বলিলাম "পৃথিবীর শ্রষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবাগ!







"পরম সুখের উদ্যানে সেই প্রবেশ করে যার হৃদয় সৎ ও পবিত্র!"







সে যদি নীতি বাক্য মানতই তাহলে কি আর আরেকজনের সাথে ঢলাঢলি করিতে পারিত, নাহ নীতি বাক্যেও কাজ হইলো নাহ!

এইবার আমি পুরাই ভাংগিয়া গিয়া নমনীয় হইয়া বলিলাম, "ফুলকে ভালোবেসে ফেলে দিও না, মানুষকে ভালোবেসে বুলে জেও নাহ!"







কিন্তু কিছুতেই পাষান হৃদয় গলিল না! সেদিন জীবনে অনেক বড় একটা শিক্ষা পাইলাম!আর কে না জানে শিক্ষাই জাতির মেরুন্ড!







একটা মানুষ তার সারা জীবনি শিক্ষা অর্জন করতে পারে, শিক্ষার আসলে কুনু বয়স নাই!এই ব্যাপারে আমাদের নবীজি বলেছেন, "দুলনাথেকেকবরপরজনতোগেনওরজনকরুন!"







এই ঘটনায় আমার অনেক বড় একটা উপলব্ধি হইলো!

"একটি ফুলের বাগান নষ্ট করতে যেমন একটা ছাগল যথেষ্ঠ,

তেমনি কয়েকটি ছেলের জীবন নষ্ট করতে একটা মেয়েই যথেষ্ঠ!"







তারপর অনেক দিন পার হইয়া গিয়াছে!

আজকে তাহার সাথে দেখা হইবার বর্ষপূর্তি! কথা ছিল সেলিব্রেট করিব একসাথে, তাইতো হাটিতে হাটিতে ফিরিয়া আসিয়াছি সেই সিএনজির স্ট্যান্ডে!! হালকা, নষ্টালজিক হয়ে গেলাম! আকাশপানে চাহিয়া থাকিলাম আর গুন গুন করে আওরাইতে লাগিলাম!

"পাখিরা উড়ে যায়, ওদের নিজের বাসায়, মানুষ দাড়িয়ে থাকে সি এন জির আশায়!"



















মন্তব্য ৭২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৮

খেলাঘর বলেছেন:


হাউকাউ

২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০৩

আসিফ ইকবাল তােরক বলেছেন: হাউকাউ!!

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৮

সেলিম মোঃ রুম্মান বলেছেন: দারুণ সংগ্রহ, লিখেছেনও চমৎকার। অনেক মজা পেলুম ;)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০৪

আসিফ ইকবাল তােরক বলেছেন: হা হা হা ধন্যবাদ পড়বার জন্য!!

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৩৭

হতাশ নািবক বলেছেন: Osam!!!!!!!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:০৪

আসিফ ইকবাল তােরক বলেছেন: থ্যাংকস!!!!!!

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:২৫

কাহাফ বলেছেন: চমৎকার অায়োজন!
অনেক অনেক বিনোদন পেলাম!
অনেক অনেক ধন্যবাদ দিলাম!!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৪৮

আসিফ ইকবাল তােরক বলেছেন: আপনাদের ভালো লাগলেই এই লেখা সার্থক! পড়বার এবং কমেন্ট করবার জন্য ধন্যবাদ!

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি একটা চুরি করছি। কনতো কোনতা? :P

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

আসিফ ইকবাল তােরক বলেছেন: কুনো সমস্যা নাই!

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কিছু বলারাগে আমি বলেদিচ্ছি,

একটা ফুলের বাগান নষ্ট করার জন্য একটা ছাগল ....

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

আসিফ ইকবাল তােরক বলেছেন: বুজতে পেরেছিলাম! :)

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩২

ইমরান আশফাক বলেছেন: একেবারে ঝাক্কাস হইছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধইন্চা আপনাকে!

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: এপিক ব্রো! +++++++++++++++

হাসেত হাসতে লুঙ্গি খুলে গেলো রে =p~ =p~ =p~

"ফুল দিয় কলি দিয়,কাঁটা দিও নাহ, আস্তে আস্তে কিস্ দিও কামড় দিওনা!"

এইতো ভ্রাতা ফিরে আসছেন। ভালো লাগলো খুব। সময় করে একটু একটিভ হবেন।

ভালো থাকবেন :)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

আসিফ ইকবাল তােরক বলেছেন: হা হা হা ধন্যবাদ ভ্রাতা! আসলে সময় পাই না তেমন একটা সেজন্য বসা হয় নাহ! আপনি তো বাইরে ছিলেন তাই ভালো করেই জানেন! ভালো থাকবেন! :)

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

শাহরিয়ার খান রোজেন বলেছেন: শ্রদ্ধেয় ভ্রাতা, এত্তোগুলা তওফা কেমতে মোচর করলেন? :-/ :-/ :-/ :-/

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

আসিফ ইকবাল তােরক বলেছেন: আর বলবেন নাহ! অনেক দিনের পরিশ্রম! :)

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

আসিফ ইকবাল তােরক বলেছেন: :) :) :) :)

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভাই ছবিগুলো যদি সব আপনি না তুলে থাকেন, তাহলে অনুগ্রহ করে সোর্স লিংকগুলো দিন। :)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

আসিফ ইকবাল তােরক বলেছেন: ভাই ছবি গুলো ফেইসবুকের বিভিন্ন পেইজ থেকে বিভিন্ন সময়ে সংগৃহীত! পিসির ডিস্কে সেইভ করে রেখেছিলাম! এখন তো লিংক খুজে বের করা অনেক দূরুহের ব্যাপার! তবে হে সব গুলোই সংগৃহীত! ধন্যবাদ!

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

তূর্য হাসান বলেছেন: অ-সা-ধা-র-ণ। চরম সংগ্রহ। হেভি মজা পাইলাম ভাই। অনেক দিন এমন মজার কিছু দেখি নাই। =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

আসিফ ইকবাল তােরক বলেছেন: বেশি মজা পাইয়েন না! পরে! একটু সুশিক্ষাও গ্রহন কইরেন এর থিকা! নাইলে কইলাম! :)

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

আউলাঝাউলা পাগল বলেছেন: হেহেহে পুরাই বিনোদন :D :) :-B

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

আসিফ ইকবাল তােরক বলেছেন: পুরাই! :) :)

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯

আবু শাকিল বলেছেন: বস দারুন সংগ্রহ এবং লিখা চমৎকার ।

লেখার আইডিয়া খুব ভাল লেগেছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ ভাই! দোয়া করবেন!

১৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ পোস্ট। হাসতে হাসতে পেট ব্যথা করছে।

ছবির সাথে বর্ণনাগুলা প্রাসঙ্গিক ও মানানসই হইছে।+++

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ! ভালো থাকবেন!

১৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

অপ্রতীয়মান বলেছেন: চমৎকার কালেকশন আর বৈচিত্র্যপূর্ণ রম্য উপস্থাপনা।

মজা পেয়েছি =p~ =p~ =p~

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ! শিক্ষনীয় কিন্তু! তাই সাধু সাবধান! :)

১৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

চাঁদের আলো: বলেছেন: FATA FATI: jose lagse amar kache

২৫ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

আসিফ ইকবাল তােরক বলেছেন: :) :) :)

১৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: আজব আজব সিএনজি পাইলেন কই?

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৯

আসিফ ইকবাল তােরক বলেছেন: হা হা হা সবগুলো ছবি সংগ্রহিত!

১৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০০

সুমন কর বলেছেন: কঠিন সংগ্রহ !!! ভাইজান, এমন পোস্ট মাঝে মাঝে দিবেন !!! হাসা দরকার =p~ =p~ B-) B-) :D :D

প্লাস ! প্লাস ! প্লাস

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৪

আসিফ ইকবাল তােরক বলেছেন: অবশ্যই ভাইজান! সময় পেলে অবশ্যই দিবো! :)

২০| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

পাজল্‌ড ডক বলেছেন: =p~ =p~ =p~
কেমনে সাজাইলেন!! =p~ পুরাই অস্হির পোস্ট!

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০

আসিফ ইকবাল তােরক বলেছেন: সাজাইলাম আর কি ভাই! :) ধন্যবাদ কমেন্টের জন্য!

২১| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭

সুমন ধ্রুব বলেছেন: B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-) B-)

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩১

আসিফ ইকবাল তােরক বলেছেন: :) :) :)

২২| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

আহমেদ নিশো বলেছেন: খুব ভাল লাগল। চরম বিনোদিত হইছি। =p~ =p~ =p~

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩১

আসিফ ইকবাল তােরক বলেছেন: আর বলিয়েন নাহ ভ্রাতা!

২৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

কলমের কালি শেষ বলেছেন: হু হা হা হা.... =p~ =p~ =p~ =p~ |-) এইডা কি গল্প লিখলেন !!

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৬

আসিফ ইকবাল তােরক বলেছেন: :) :) :)

২৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৮

তিথীডোর বলেছেন: হা হা হা !!!....সুপার লাইক +++

২৭ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:৪২

আসিফ ইকবাল তােরক বলেছেন: সুপার থ্যাংকস.... :)

২৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩

কালো গুপ্তচর বলেছেন: মচৎকার সংগ্রহ। বিনা টাকায় বিনোদন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৭ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

আসিফ ইকবাল তােরক বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ....

২৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

নেক্সাস বলেছেন: হাহাহাহাহহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহহহাহাহাহাহাহাহাহাহহাা

২৮ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৬

আসিফ ইকবাল তােরক বলেছেন: :) :) :) :)

২৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

সঞ্জয় নিপু বলেছেন: জটিসসস হয়িছে . =p~ =p~ =p~

২৮ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:০৬

আসিফ ইকবাল তােরক বলেছেন: :) :) :)

২৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৪

গৃহ বন্দিনী বলেছেন: অনেক দিন পর লগ ইন করলাম । আর অনেক দিন পর কোন পোস্ট পড়ে এত লম্বা সময় ধরে হাসলাম ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৮

আসিফ ইকবাল তােরক বলেছেন: আমার কষ্ট তাহলে সার্থক হলো! ভালো থাকবেন! :)

২৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৯

আসিফ ইকবাল তােরক বলেছেন: :) :) :) :)

৩০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

আরমিন বলেছেন: হা হা প গে !!

কই পাইসেন এইসব?

তবে গল্পের ধারাবাহিকতা খুব ভালো হইছে ! :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৩

আসিফ ইকবাল তােরক বলেছেন: সংগ্রহ করছি ভাইজান! ফেইসবুক থেকে! ধন্যবাদ পড়বার জন্যে! :)

৩১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৬

বটের ফল বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:১০

আসিফ ইকবাল তােরক বলেছেন: :) :) :)

৩২| ১৬ ই জুন, ২০১৫ দুপুর ১২:১৭

মিজান ঢাকা ব্লগ বলেছেন: অনেক মজা পেলুম.।.।.।.।.।.।.।.।.। ধন্যবাদ।

১৮ ই জুন, ২০১৫ রাত ১২:৫৫

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য।

৩৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬

স্পর্শিয়া বলেছেন: "দুলনাথেকেকবরপরজনতোগেনওরজনকরুন!"

কঠিন বাংলা।

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

আসিফ ইকবাল তােরক বলেছেন: :) :D ;)

৩৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

নিমগ্ন বলেছেন: খাইছে!! বাংলা বানানের ১৩ টা বাজিয়ে ছাড়ছে!!

০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

আসিফ ইকবাল তােরক বলেছেন: হে হে হে.....

৩৫| ১৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মজা পাইলাম।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৬

আসিফ ইকবাল তােরক বলেছেন: আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ।

৩৬| ১৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৬

উদাস মাঝি বলেছেন: জব্বর :P

১৮ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪৬

আসিফ ইকবাল তােরক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.