নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের পদ্মাসেতু

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৪


ধীরে ধীরে এগিয়ে চলছে পদ্মাসেতুর নির্মাণ কাজ। প্রমত্তা পদ্মার তীব্র স্রোতের সাথে লড়াই করে মাথা উঁচু করে দাড়িয়ে যাচ্ছে পদ্মা সেতুর এক একটি পিলার। এই পিলারগুলোর উপর ভর করে একসময় দাড়িয়ে যাবে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্মাসেতু। পদ্মাসেতু শুধু একটি সেতু নয় দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের একটি আবেগ অনুভুতির নাম।

পিনাক-৬ নামক লঞ্চ ডুবির কথা আমরা অনেকেই ভুলে গেছি, কিন্তু এ এলাকার মানুষ কখনোই ভুলবে না সেই ভয়াবহ লঞ্চ ডুবির কথা।এখনও লঞ্চ পারাপারের সময় অনেকেই পিনাক-৬ এর কথা স্বরণ করেন।দিনটি ছিল ২০১৪ সালের ৪ঠা আগষ্ট সেদিন ঈদের ছুটি কাটিয়ে শিকদার মেডিকেলের ছাত্রী নুসরাত জাহান হীরা ঢাকায় ফিরছিলেন। তার সেলফির সাথে ফেসবুক স্টাটাস ছিল 'গুড বাই শিবচর'। হীরা সেদিন শুধু শিবচরকেই গুডবাই জানায়নি, গুডবাই জানিয়েছিলেন এই পৃথিবীটাকেই।সেদিন মাত্র কয়েক মিনিটের মধ্যেই পদ্মার তীব্র স্রোতে ভেসে গিয়েছিল অধিকাংশ মানুষ। এভাবে কত প্রান যে ঝরে গেছে এই পদ্মার বুকে তাদের খবর কয়জনই বা রাখে?

কত জটিলতা সংশয় সন্দেহের পর পদ্মার বুকে মাথা তুলতে শুরু করেছে পদ্মা সেতু। পাশাপাশি ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত চলছে এশিয়ান হাইওয়ের কাজ। দুই দিকের রাস্তা প্রশস্তকরন, ছোট বড় অনেকগুলি সেতু ও ফ্লাইওভারের নির্মাণকাজ দেখে সত্যি মনটা ভরে যায়। আমার কাছে এখনও অবিশ্বাস্য মনে হচ্ছে ঢাকা মাত্র ৪৫ মিনিটে যাওয়া যাবে ফরিদপুরের ভাঙ্গায়!

এই সেতুর উপর দিয়ে একদিন দ্রুত গতির বাস চলবে, ট্রেন চলবে সেইদিনটির প্রত্যশায় এই জনপদের প্রতিটি মানুষ।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:১২

বিজন রয় বলেছেন: শেষ হবে কবে?

২০২৩ সালে?

২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:২১

তারেক_মাহমুদ বলেছেন: শুরু যখন হয়েছে একদিন শেষতো হবেই। প্রথম মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বিজন দা।

২| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩

রাকু হাসান বলেছেন:

সক্ষমতার প্রতীক হয়ে থাকবে এই সেতু । আরও অনেক কিছূ হবে আমাদের সে আশাবাদ । ৪৫ মিনিটে ঢাকা আসতে পারা টা সত্যিই খুব আনন্দময় খবর ।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

তারেক_মাহমুদ বলেছেন: ভাই রকু হাসান

আপনি ঠিকই বলেছেন পদ্মাসেতু আমাদের স্বনির্ভরতা ও সক্ষমতার প্রতিক হয়ে প্রমত্তা পদ্মা বুকে মাথা উঁচু করে দাড়িয়ে থাকবে। এই সেতু যেমন আমাদের যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করবে আবার ভারতের সাথে আমদানি রপ্তানী বানিজ্য সহজতর হবে। মোট কথা এই আমাদের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৩

কামরুননাহার কলি বলেছেন: ঐ দিনটা ছিলো অনেকের কাছে একটি ভয়ংকর দিন। আমি যখন পদ্মা মাওয়ার মাত্র ঐটুকো নদী পরাপার হই তখন মনে হয় যেনো প্রানটা আমার হাতে।
এই তো সেইদিনও ২৫-৮-২০১৮ তারিখ এতো পরিমান ঢেউ ছিলো ঐটুটো নদীপথে যা দেখে আমি কাদতে কাদতে শেষ ভাইয়া। আমাকে ২/৩জন মহিলারা ধরে রেখেছে কেউ শান্তনা দিচ্ছে। কিন্তু আমার তো মনে পরে যায় ঐ ২০১৪ সালের কথা। তারপর অকেন কষ্ট করে ঐটুকো পার হলাম। তার মধ্যে ছোট একটি লঞ্চ, লঞ্চের ওয়েটের থেকে মানুষের ওয়েট হয় বেশি।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

তারেক_মাহমুদ বলেছেন: কলি আপু

আপনার মত আমারও একটি ভয়ংকর অভিজ্ঞতা আছে। সেদিন তাড়াতাড়ি পার হওয়ার জন্য স্পিড বোটে করে পদ্মা পার হচ্ছিলাম। মাওয়া থেকে স্পিডবোট ছাড়ার পরই শুরু হয় ভয়াবহ বাতাস এবং ঢেউ। স্পিডবোট এমনভাবে দুলছিল মনে হচ্ছিল এখনই ডুবে যাবে। আমি চোখ বন্দ করে শুধু আল্লাহকে স্বরণ করছিলাম। একসময় আল্লাহর রহমতে তীরে পৌছাতে সক্ষম হই। সেই ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে ফেরে।

আপনার অভিজ্ঞতা বর্ননার জন্য ধন্যবাদ কলি আপু। নিরিন্তর শুভেচ্ছা।

৪| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫০

মোস্তফা সোহেল বলেছেন: কবে যে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাব সেই অপেক্ষায় আছি।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

তারেক_মাহমুদ বলেছেন: মোস্তফা সোহেল ভাই

আপনার এ অঞ্চলের সব মানুষই পদ্মা সেতুর প্রতিক্ষায় আছে। দেখা যাক কতদিনে শেষ হয়।

অনেক অনেক শুভেচ্ছা ও ঈদ মোবারক সোহেল ভাই।

৫| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৮

বাকপ্রবাস বলেছেন: ঢাকার ভীড় আরো বাড়বে, এরই ফাঁকে ঢাকা থেকে সরকারী কাজকর্ম সরিয়ে অন্যত্র নেয়া প্রয়োজন, মাথা উঁচু করে দাড়াক পদ্মাসেতু।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় বাকপ্রবাস ভাই

আপনার আশংকা অমুলক নয় যে ঢাকার ভিড় বাড়বে। তবে এটাও ঠিক অনেকে ঢাকা থেকে কাজ সেরে আবার দিনে দিনে বাড়ি ফিরে যেতে পারবে।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তারেকভাই,

সেতুর খবরে আনন্দ পেয়েছিলাম। কিন্তু পরক্ষণেই মনটা বিষাদে ভরে গেল। এখন দেখার কর দ্রুত এই নির্মাণ কাজ শেষ হয় বা মানুষের ভোগান্তির অবসান হয় ।

শুভকামনা জানবেন।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরী ভাই

সত্যি পদ্মা সেতু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন। আপনি জেনে আনন্দিত হবেন পদ্মাসেতু এবং সড়ক প্রসস্তকরনের কাজ শেষ হলে ঢাকা থেকে কোলকাতা যেতে মাত্র ৩ ঘন্টা সময় লাগবে।

অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

৭| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৮

বিজন রয় বলেছেন: তবে তাই হোক।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের সবার চাওয়া একটাই।

৮| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: পদ্মাসেতু।
আমাদের স্বপ্নের পদ্মাসেতু।

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই

আমাদের সবার স্বপ্ন এখন পদ্মাসেতু ।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রাজীব ভাই।

৯| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আর ৪ মাস পরই ওকার কথা অনুযায়ী পদ্মা সেতুর উপর গাড়ি চলার কথা...

২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:২০

তারেক_মাহমুদ বলেছেন: সেটা সম্ভব নয় ভাই তালগাছ, তবে কাজ যখন চলছে একদিন শেষ হবেই। অনেক ধন্যবাদ।

১০| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

সুমন কর বলেছেন: হুম, দুঃখজনক ঘটনা ছিল !!

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।

১১| ৩০ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৯

মিখু হোসাইন তিতু বলেছেন: শেখ হাসিনা এ পর্যন্ত যা কিছু বলেছে তা বাস্তবায়ন করার চেষ্টা করেছে,সুধু কোঠা ছাড়া.... X((
পদ্মা সেতু হোক....

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৫০

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি তিতু ভাই, কোটা সংস্কারের বিষয়ে বঙ্গবন্ধুর কন্যা ভুমিকা হতাশাজনক। পদ্মাসেতু দ্রুত বাস্তবায়ন দেখতে চাই।অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.