![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কতকাল থেকে ছুটে চলেছি একেলা,নিঃসঙ্গ একাকী সেই সোনালী চিলের মতো!!!
না পারি চলতে না পারি থমকে দাড়িয়ে চোখের কোনে জমে থাকা একরাশি মেঘ বৃষ্টির অছিলাতে বর্ষণ করতে!!!তাই মেঘের আনাগোনাতেই আজ মন ভিজিয়ে, কষ্টের বৃষ্টিকে আকরে ধরেই পাড়ি দিয়ে এলাম এতটা দীর্ঘপথ!!
সময়ের সাথে পাল্লা দিয়ে এভাবে ছুটতে ছুটতে কখন যে নিজেকেই ভুলে গেছি ঠাহর করতেই পারছিনা।
শুধু তাই নয়,কখন যে রঙিন পৃথিবীটাও রঙ পালটে নিলো আপনমায়াই একটুকরো সুখের আশায় তাও জানতে পারিনায়!!
শুধু শুধু সেই রঙিন পৃথিবীর মায়ার জাদুতে নিজেকে জড়িয়ে, আপন করে তাকে পেতে গিয়ে, দিক-বেদিক ছুটতে ছুটতে মিছেমিছি পাড়ি জমিয়েছি এই দীর্ঘপথে!!
আর তাই সব হারিয়ে যখন নিঃস হয়ে গেলাম,তখন ঠিক সেই নিঃসঙ্গ একাকী সোনালী চিলের মতোই জীবনের প্রতি আজ চলে এসেছে বিতৃষ্ণা আর অনেকটায় ঘৃন্যতা!!
মায়াময় পৃথিবীটায় যেনো আজ নেমে এসেছে সার্থের ঘনছায়া যেখানে প্রতিযোগিতা করে টিকে থাকার কোনো যোগ্যতাই নেই আমার!!
তাই মিছেমিছি আর স্বপ্ন সাজিয়ে কোনো লাভ নেই জেনে,এই মনের মাঝে আর সাই দেইনা, হোকনা মিছে মায়া তবু দিশেহারা, হয়ে ঘুরে আসিনা দিক-বেদিক নতুন কোনো সীমানা,যদি কোনো মায়ায় পেয়ে যায়- জীবনের ঠিকানা!!
©somewhere in net ltd.