![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুর তখন ১টা বেজে আনুমানিক ৪৫মিনিট। আনন্দে উচ্ছছিত হয়ে উঠেছি আমি এবং আমার বাড়ীর সকলে। কারন একটাই, একটি বেসরকারি টিভি চ্যানেলে শুনলাম যে দেলোয়ার হোসের সাঈদীর বিরুদ্ধে ৮ ও ১০ নাম্বার অভিযোগ মোট ২০ টি অভিযোগের মধ্যে সন্দেহাতীতভাবে প্রমাণতি হওয়ায় ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।
শাহবাগের এতদিনরে আন্দলোন এখন স্বার্থক।
জাগো বাঙালী জাগো। জেগে থাকো যতক্ষণ না এই ফাঁসির রায় কার্যকর হয়। আর অপেক্ষা কর বাকী রায়গুলো ঘোষণার।
জয় সত্যেরই হয় এবং হবে।
জয় বাংলা।
©somewhere in net ltd.