![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন যেন অচেনা বলে মনে হচ্ছে সামুকে! কোনো প্রতিবাদ নেই!! সবাই চলে যাচ্ছে সামু থেকে! যখন বেশিরভাগ ব্লগগুলো ব্ল্যাকাউট করেছে তখন সামু নীরব উল্টো অনেকে এর কটুক্তি করে লেখা প্রকাশ করছে!!
দৃষ্টি আকর্ষণে শাহবাগ নিয়ে কোনো আপডেট নেই! ব্লগারদের ধরার কোনো প্রতিবাদ নেই!! নারী সাংবাদিককে আক্রমণ করার কোনো প্রতিবাদ নেই!! ছবিও পরির্বতণ করে ফেলা হয়েছে!!!
কী হয়েছে সামুর মডারেটরের??? এটা কীসের সংকেত?? ভয়াবহ অবস্থা সামুর। পুরো আফগানিস্তান হয়ে গেছে!! একটি গোষ্ঠী সামহোয়ার ইন ব্লগে মাথাচাড়া দিয়েছে উঠেছে.. এরা অন্য সুরে কথা বলছে....হায়রে সামু!!! হতাশ হলাম...
খুব আশাহত হয়েই হয়তো এই অবস্থা দেখলে সামু থেকে বিদায় নিতে হবে!!!
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
তাসমিয়া ফয়েজ বলেছেন: সমবেদনা জানানোর জন্য ধন্যবাদ।
এই বার আপনাদের মতো লেখকদের ঘেউ ঘেউ বাড়বে!! মনে হচ্ছে আপনারা এই জায়গাকে আগে থেকেই আফগানিস্তান বানাইয়া ফালাইছেন!!! আফসোস!!!
২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
ফার্ুক পারভেজ বলেছেন: এটা কিসের সংকেত ?
এটা হচ্ছে সামুর পুর্বকৃত ভুলগুলোর শোধরানোর সময়।
নাস্তিক্যবাদীতা, নবী অবমাননাকারী এসবের পক্ষপাতিত্ব সামুকে কলুষিত করেছে হয়তো সেগুলো শুধরিয়ে নেবার চেষ্টা।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩
তাসমিয়া ফয়েজ বলেছেন: আপনারাই থাকুন এই জায়গায়!!! এখানে আর থাকার পরিবেশ নেই...বাই
৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭
ফার্ুক পারভেজ বলেছেন: তার মানে কি নাস্তিক্যবাদীতা, নবী অবমাননাকারী, নারীদের স্বাধীনতার নামে যারা নারীর পবিত্র অবগুন্ঠন উন্মুক্ত করতে চায় তাদের সমর্থন দিচ্ছেন ? @ তাসমিয়া ফয়েজ
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩
তাসমিয়া ফয়েজ বলেছেন: যাদের গ্রেফতার করেছে তাদের পক্ষে কথা কইলেই কী নাস্তি ক হইয়া গেলাম!!! পাইছেন এক শব্দ!!!! ভেবে দেখেন কী বলছেন...আমাকে আর প্রশ্ন করতে হবে না
৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮
ঘুমন্ত আমি বলেছেন: সবাই ফিরে আসুন এবং আপনার সমৃদ্ধ লেখা দিয়ে সামুকেও সমৃদ্ধ করুন ।এখন এই অস্থির সময়টি সামুকে নিয়ে সমালোচনা সময় নয় ।আমরা সবাই মিলে চেষ্টা করলে সামু আবার আগের মতো প্রানবন্ত হয়ে উঠবে ।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪১
জাতির চাচা বলেছেন: আসেন সব্বাই শাহবাগী পীর ইমরান সরকারের মুরিদ হইবিসিএসে শাহবাগী কোটা রাখার দাবী জানানো যেতে পারে।এই দাবীর যুক্তি আছে।শাহবাগে থাকার কারনে পড়াশোনার সময় পাই নাই।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫
তাসমিয়া ফয়েজ বলেছেন: ইতরামীর বিষয়বস্তু বানাইয়া ফালাইছেন....থাকেন আপনারা
৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩
ফাহীম দেওয়ান বলেছেন: ভাই আমিওতো অবাক, হটাৎ করেই সামুতে একটা পক্ষ যেনো মাথা চাড়া করে উঠেছে। অথচ সামু রহস্যজনক ভাবেই নীরব।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৫
তাসমিয়া ফয়েজ বলেছেন: এই পক্ষটা কারা তা আর বুঝতে বাকী নেই...
৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯
বাঙলি বলেছেন: সামুর মডারেটরকে সম্ভবত গদাম দিয়েছে হেফাজতিরা। মু্ক্তচিন্তা চর্চায় এ ধরনের নতজানুতা একটি প্রতিবন্ধক। আর আস্তিকতাও মুক্তচিন্তাকে শৃঙ্খলিত করে
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১
তাসমিয়া ফয়েজ বলেছেন: একমত...
৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬
মো কবির বলেছেন:
বেশি লাফালাফি করলে পা ভাঙ্গে সামুর ও তাই হয়েছে। প্রথমে নাস্তিকদের পক্ষে কথা বলে ওদের উস্কে দিয়েছে তারপর সাহবাগীদের। আর আজ পা ভেঙ্গে নীরব।
কথায় আছে না, এখানেই কবি নীরব। সামু কবিকে অনুসরণ করেছে।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
এস এইচ খান বলেছেন: এই স্বাধীন দেশটির ৯০% মানুষের বোধ বিশ্বাসের সাথে যারা প্রতিনিয়ত ঠাট্রা বিদ্রুপ করে, হিংষা, বিদ্বেষ ছড়ায়, মিথ্যা তালেবানী আর আফগানী ট্যাগ দেয় তারা এ দেশের বন্ধু নয়, তারা দেশদ্রোহী!
১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২
ফিউশন ফাইভ বলেছেন: সামহোয়্যারইনই কেবল নয়, বাংলাভাষার সর্বাধিক জনপ্রিয় ব্লগ টেকটিউনস ব্লগ, প্রথম আলো ব্লগ এবং বিডিনিউজ ব্লগও তথাকথিত ব্ল্যাকআউটে যায়নি।
ব্ল্যাকআউট কর্মসূচি একেবারেই ছেলেমানুষি একটি ব্যাপার। ফলে ক্ষুদ্র কিছু ব্লগের নেওয়া ব্ল্যাকআউট কর্মসূচি কোনো প্রভাবই ফেলতে পারেনি। এর কোনো নির্দিষ্ট লক্ষ্যও ছিল না। ফলে মাত্র দুদিন ব্ল্যাকআউটে থাকার পর তারা আবার বমাল ফেরত এসেছে আজ সকালে।
বাংলাব্লগের এই মহাদুর্যোগের সময় ব্লগারদের যেখানে আরো বেশি মাত্রায় সোচ্চার হওয়া দরকার অনলাইনে, সেখানে ব্লগে তালা ঝুলিয়ে, মতান্তরে সরকারি মালখানায় জমা দিয়ে চুপ মেরে বসে থাকার মধ্যে কী ফায়দা বা স্বার্থ ছিল - সেটি আমার জানা নেই। ভবিষ্যতে হয়তো আসল রহস্যটা বেরোবে।
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৯
তাসমিয়া ফয়েজ বলেছেন: আশা করি সামু আবার আগের মতো প্রাণবন্ত হয়ে উঠবে। এখানে আমি কোনো সূর্যের আলো দেখতে পাচ্ছি না...
১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
এটা আপনার ভুল ধারনা কেননা একমাত্র সামু ব্লগ দেখেছি যে কোন মহাদুর্যোগের সময় দেশ, সমাজ, ব্লগার এবং অন্যান্য ব্লগ প্লাটফর্মগুলোর পাশে দাড়িয়ে তার অবস্থান অনুযায়ী সাহায্য করার চেষ্টা করেছে।
আর টুকটাক যারা অতি মাত্রায় রঞ্জিত হয়ে লাফালাফি করছে তাঁদের সংখ্যা নিতান্তই কম হতে পারে হাতে গোনা কয়েকজন যেখানে সামুতে গড়ে প্রতিদিন হাজারের বেশী ব্লগার একটিভ থাকেন তাই দু একটি পোস্ট দেখে গোটা সামু এবং তার ব্লগারদের নিয়ে এমন ধারনা খুব ভুল।
আসুন চেষ্টা করি ভাল কিছু পাবার আশা না করে ভাল কিছু দেয়ার চেষ্টা করি আর এখানেই সার্থকতা।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
এসএমফারুক৮৮ বলেছেন: সামু'র দায়িত্বশীল আচরন আশা করি ।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২
আলাপচারী বলেছেন: নীরবতা মানেই বাণিজ্য। কম প্রতিবাদ মানেই আপোষ
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১
এস এইচ খান বলেছেন: কয় দিন আগে আপনার দাদুজান না নানুজান মারা গেছে এ জন্য আবারও সমবেদনা জানাচ্ছি। যাকগে, সামুতে অনেক কিছুর সংগে অন্য একটি পরিবর্তনও কিন্ত ঘটেছে, সেটি খেয়াল করেছেন?
মানে, মুসলিম বিদ্বেষী কুত্তার ঘেউ ঘেউ কিছুটা কমেছে!!