![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উদয়গিরি এবং খণ্ডগিরি গুহা হলো কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টি যার প্রত্মতাত্ত্বিক ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এর অবস্থান ভারতের ওড়িশা প্রদেশের ভুবনেশ্বর শহরের অতি নিকটম স্থানে। গুহাগুলি উদয়গিরি ও খণ্ডগিরি নামক পাশাপাশি অবস্থিত দুটি পাহাড়ের গায়ে সৃজিত যাদেরকে হাথিগুম্ফা শিলালিপিতে কুমারী পর্বত নামেও চিহ্নিত করা হয়েছে। এই গুহাগুলো চমত্কারভাবে খনন করা। এগুলো কলিঙ্গ রাজ খারবেলের রাহত্বকালীন সময় জৈন সাধুগণের আস্তানা হিসেবে ব্যবহৃত্ হতো বলে ধারণা করা হয়। উদয়গিরি পাহাড়ে ১৮ টি এবং খণ্ডগিরি পাহাড়ে ১৫ টি গুহা আছে।
উদয়গিরির গুহাসমূহ গুলো হলঃ
রাণীগুম্ফা
বাজাহারাগুম্ফা
ছোট হাতীগুম্ফা
অলকাপুরীগুম্ফা
জয়-বিজয়গুম্ফা
পানাসগুম্ফা
ঠাকুরাণীগুম্ফা
পাতালপুরীগুম্ফা
মঞ্চপুরীগুম্ফা
গণেশগুম্ফা
জাম্বেশভরাগুম্ফা
ব্যাঘ্রগুম্ফা
সর্পগুম্ফা
হাতীগুম্ফা
ধ্যানহারাগুম্ফা
হরিদাসগুম্ফা
জগন্নাথগুম্ফা
রোসাইগুম্ফা
খণ্ডগিরি থেকে দেখা উদয়গিরি গুহার দৃশ্য
খন্ডগিরির গুহাসমূহগুলো হলঃ
তাতোয়াগুম্ফা - ১
তাতোয়াগুম্ফা - ২
অনন্তগুম্ফা
তেন্তুলিগুম্ফা
খন্ডগিরিগুম্ফা
ধ্যানগুম্ফা
নবমুনীগুম্ফা
রড়ভূজিগুম্ফা
ত্রিশূলগুম্ফা
আম্বিকাগুম্ফা
ললাটেদু:খেশ্বরীগুম্ফা
নামহীন
নামহীন
একাদশীগুম্ফা
নামহীন
উদয়গিরি এবং খণ্ডগিরি গুহায় প্রবেশমূল্য যা লাগবেঃ
ভারত, সার্কভুক্ত এবং বিমসটেকভুক্ত রাষ্ট্রগুলির অধিবাসীদের জন্য জন প্রতিঃ ৫.০০ টাকা।
অন্যান্য বিদেশি রাষ্ট্রের অধিবাসীদের জন্য জন প্রতি ১০০.০০ টাকা বা ২ ডলার।আর সকল ১৫ বছরের কম বয়সীদের জন্য বিনামূল্যে প্রবেশ।
এই স্থাটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পর্যটক,দর্শকদের জন্য খোলা থাকে।
তথ্যসূত্র Click This Link
http://www.wondermondo.com/Countries/As/India/Orissa/Udayagiri.htm
২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪১
ঠ্যঠা মফিজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।
২| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১২
চাঁদগাজী বলেছেন:
ভেতরে দেখার মতো কিছু আছে?
২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪২
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক কিছু আছে তবে অন্ধকার ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মহাকালে একটা সময়েক ধারণ আছে!!
কত মানুষ কত স্বপ্ন কত মুনি ঋষিদের পদভারে মূখর ছিল একসময়....
ধন্যবাদ শেয়ারে
+++++
২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৩
ঠ্যঠা মফিজ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:১৪
নাইম রাজ বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্ট ।
২৪ শে এপ্রিল, ২০১৭ ভোর ৬:৪৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০
ব্লগ সার্চম্যান বলেছেন: জানার শেষ নাই।
২৯ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:১৭
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল