নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

পোস্টটি ব্লগার চাঁদগাজী,কলাবাগান,সহ যারা বিজ্ঞান পাগলা তাদের জন্য উৎসর্গ করা হইল

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৭


বেশ কয়েকদিন থেকেই লক্ষ্যনীয় একটা বিষয় চোখে পড়ছে,তা হল সামহোয়ার ইন ব্লগের ব্লগার চাঁদগাজী এবং ব্লগার কলাবাগান
সহ বেশ কয়েকজন স্বাধীনতার চেতনায় চেতিত ব্লগার ধর্ম সংক্রান্ত কোনও পোস্ট আসলেই সেখানে যেয়ে লেখকে পাথর যুগের মানুষ
সহ নানান উদাহারন দেন। মুসলমানদের শিক্ষা কম,মুসলমানেরা শুধু ধর্ম নিয়েই পরে আছে,মুসলমানেরা মসজিদ মাদ্রাসায় পড়াশোনা
করে শিক্ষা নিচ্ছে তাই তাদের বিজ্ঞান সম্পর্কে ধারনা নাই । এমনও মুসলিমরা গুহা মানব,মুসলিমরা সেই পাথর যুগেই এখনো পরে
আছে । আরো নানা ধরনের কথা বলেন ব্লগার চাঁদগাজী,কলাবাগান সহ বেশ কয়েকজন ব্লগার,যদিও এখন আমার সবগুলো ব্লগারের
নাম মনে নেই। যাই হোক বুঝলাম তাদের কথাই ঠিক মুসলিমরা সেই পাথর যুগ নিয়েই আছে ।তাহলে আমার কথা হল যদি মুসলিমরাষ্ট্রগুলো তাদের দেশের জন্য ভালো কাজ করতে হলে বেশি লেখা পড়া করে শিক্ষিত হতে হবে।দেশের আরো মঙ্গলের জন্য
ধর্ম নিয়ে সেই পাথর যুগের মানুষগো মত পরে না থেকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে,তবেই মুসলিম রাস্ট্রগুলো এগিয়ে যেতে
পারবে।

এবার কথা হল তাহলে আপনেরা ভাই সেই এক ১৯৭১ সাল ও মুক্তিযুদ্ধ নিয়ে পরে আসেন কেন ? চলেন দেশকে উন্নয়নে দিকে
নেয়ার জন্য ১৯৭১ সালকে পাথর যুগ আর মুক্তিযুদ্ধকে পাথর যুগের পাথরদের গড়াগড়ি মনে করে ভুলে যাই ।কে রাজাকার ছিল
কে বাহাদুর ছিল সব ভুলে যাই ।দলমত নির্বিশেষ এক সাথে কাজ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেই।একই সাথে পাকিস্তানের
সাথেও হাত মিলায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি ।তবেই না মনে হবে আসলে আমরা পাথর যুগ থেকে বেরিয়ে আসছি।

আমি গুছিয়ে লেখতে পারিনাই হয়ত তবে এটা নির্ঘাত একটা স্বাধীনতা চেতনা বিরোধী পোস্ট কিন্ত,তাই খুব সতর্ক
খেয়াল কইরা, হুস রাইখা মন্তব্য কইরেন। ;)

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


আমি লেখায় লজিক-বিহীন কথা থাকলে সেটা নিয়ে কমেন্ট করি; ধর্ম, বা কারো ধর্ম বিশ্বাসসের উপর আমি কমেন্ট করতে চাই না; যদিও কমেন্টে কমেন্টে অনেক সময় ব্যপ্তি বাড়ে।

বাংগালীদের বর্তমান অবস্হা থেকে বের হতে হলে আধুনিক শিক্ষাকে ফ্রি করতে হবে, মানুষকে আধুনিক বিষয়ে দক্ষ হতে হবে; চলুন সেটার পক্ষে কথা বলি, ও করার চেষ্টা করি।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৮

ঠ্যঠা মফিজ বলেছেন: সেটাইতো আমরাতো সেই পাথর যুগের মানুষেরই নাতি,পুতি,খ্যাটি।তাই আমাদের সেই পাথর যুগ থেকে বের হতে হলে
সব দিক দিয়েই বের হতে হবে।সকলের সাথে সমজোতা করে সব কিছু ভুলে যেয়ে নতুন ভাবনা মেমরিতে ডাউনলোড
করতে হবে । ;)
আমি মনে করি বেশি শিক্ষা বেশি আধুনিক হলে বেশি ভেজাল কথায় কথায় ঝামেলা বাঁধবে,যেমন আপনে। B-)

২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:০৩

কালীদাস বলেছেন: লাস্টের কথাগুলোতে সার্কাজম করছেন কিনা শিওর হৈতে পারলাম না। আপনে ব্লগারদের ধর্মের সাথে বিজ্ঞানের মারামারি নিয়া লেখতাছেন, এইখানে বাংলাদেশের স্বাধীনতা নিয়া টানাটানি কেন? একটা জিনিষ খুব ভালমত মনে রাইখেন, আজকের দুনিয়ার সবচেয়ে ধনী দেশগুলাও কিন্তু নিজেদের ইতিহাসরে ফিক্কা ফালায়া দেয় নাই, খুব ভালভাবেই নিজের স্বাধীনতা কিভাবে আসছে সেইটারে শ্রদ্ধার সাথে স্মরণ করে।

ফাকিস্তান বাংলাদেশের কাছে মাফ চাওয়ার পর এবং পিছনে কূটনৈতিক হারামীপণাগুলো বন্ধ করার পর ফ্রেন্ডশিপ মারান যায় কিনা আর ফাকিস্তানের বানান ঠিকমত লেখা যায় কিনা ভাইবা দেখুমনে। একই কথা একটু মডিফাইডভাবে ইন্ডিয়ার জন্যও প্রযোজ্য।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১১

ঠ্যঠা মফিজ বলেছেন: কথা খারাপ কন নাই ।তয় সময় সময় কিছু বুইঝা লইতে হয় কালীদাস ভাই ।ফাকিস্তান বাংলাদেশের কাছে মাফ চাওয়ার পর এবং পিছনে কূটনৈতিক হারামীপণাগুলো বন্ধ করার পর ফ্রেন্ডশিপ মারান যায় কিনা আর ফাকিস্তানের বানান ঠিকমত লেখা যায় কিনা ভাইবা দেখুমনে। একই কথা একটু মডিফাইডভাবে ইন্ডিয়ার জন্যও প্রযোজ্য। =p~

৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৩

কালীদাস বলেছেন: অফটপিক: আপনার ঢাকার মসজিদ সিরিজ বন্ধ কেন? আমি সিরিজটার পাঠক ছিলাম।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ কালীদাস ভাই। ভাই কয়েকদিন থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না তাই ওটার নতুন লেখাটা এখনো হাতে নিতে
পারি নাই ।আশা করি খুব শিগ্রই আপনার জন্য নতুন পর্ব নিয়ে আসবো ।

৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৬

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ব্লগার দপ্তরবিহীন মন্ত্রী কে তো পাকাপাকি ভাবে গুহাবাসী বানিয়ে ফেলা হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৫

ঠ্যঠা মফিজ বলেছেন: যাক এখন কি অবস্থা । সব ঠিক আছেতো । সবার মিল্লামিশাই ব্লগীং করতে হইবো ভাই ।

৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:১৬

আখেনাটেন বলেছেন: মুসলিমরা যে শিক্ষা-গবেষণাতে অালোকবর্ষ পিছিয়ে আছে তা কঠিন শুনালেও চরম সত্য। পাচঁ-সাত শতক আগেও এ অবস্থা ছিল না।

এখন কেন তাও নিশ্চয় অজানা নয়। শিক্ষাক্ষেত্রে বিনিয়োগই ছিল উত্তম পন্থা। কিন্তু গুটিকয়েক মুসলিম দেশ ( যেমন, তুরস্ক গবেষণায় জিডিপির প্রায় ১ শতাংশ ও মালয়েশিয়া প্রায় তাই) বাদে কেউই তা করছে না। পার্থক্যগুলোও নিজ চোখেও দেখতে পাচ্ছেন।

চাইলেই মধ্যপ্রাচ্যের দেশগুলো বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারত অনেক আগেই। কিন্তু করে নি। সম্প্রতি আরব স্প্রিং ও তেলের দামে মড়ক লাগার পর হুঁশ ফিরেছিল শেখদের। ফলেই কিছু রিসার্স ইউনির (KAUST, ২০১০) দেখা পাওয়া যাচ্ছে । এবং ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং এ তরতর করে এগিয়ে যাচ্ছে যুগোপযুগী গবেষণার দ্বারা।

এই মানের দশ বিশটা ইউনি আজ থেকে তিন চার দশক আগে বানালেও এই অপবাদ শুনতে হত না। তা না করে তারা করেছে জঙ্গিবাদ জ্ঞানের রপ্তানী।


আমাদের দেশের শিক্ষাব্যবস্থার অবস্থা চিন্তা করেন। কিছু আশার অালো দেখতে পান কি?



যারা এগুলো নিয়ে ভাবে ও কাজ করে তাদের আপনাতেই সমালোচনা চলে আসবে।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আমার কিছু বলার নাই । শুধু কমেন্টে একটা লাইক দেয়ার অপশন ছিল। :)

৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩১

কালীদাস বলেছেন: আখেনটাখেনের সাথে সম্পূর্ণ সহমত। ওনার বেশ কিছু চমৎকার বিশ্লেষণধর্মী লেখা আছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্হা কিভাবে ডেট্রয়েট করছে তার উপর, দেখতে পারেন। সেইম জিনিষ আরও অনেক মুসলিম দেশের জন্য প্রযোজ্য। মিডল ইস্টের ব্যাপারে কিছু বললে অনেকের পশ্চাদ্দেশে রকেটের মত আগুন ধরে যায়। কিন্তু চিন্তা করে দেখুন, কি করেছি জ্ঞানবিজ্ঞানের চর্চায় আমরা মেডিভাল পিরিয়ডের পরে? রেঁনেসার আগে মুসলিম বিজ্ঞানীরা যে পর্যন্ত এগিয়েছিলেন সায়েন্সকে, সেটাকে ডেভেলপড করে আজকে "ইয়াহুদি-নাসারা" সায়েন্টিস্টরা কোথায় নিয়ে গেছে; আর আমরা কই পরে আছি? পরকালের রাস্তা পরিষ্কার করতে আইএস আর তালবানদের মত কিছু উজবুক পয়দা করেছে আরও বড় কিছু পেটমোটা উজবুক। কোথায় সেই মুসলিম মনিষীরা? আমাদের বিভাজনকে কাজে লাগিয়ে অন্যেরা আখের গুটাচ্ছে, আমাদের প্রতিবাদ করতে হয় কিভাবে সেটা পর্যন্ত জানা নেই সুশিক্ষার অভাবে।

গুড নাইট।

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠ্যাঙ্কু কালীদাস ভাই । দেখছেন ভাই একটু খোঁচা ধরাইয়া পোস্ট দিলে কত ভালো ভালো তথ্য জানা যায় ।
শুভরাত্রী কালীদাস ভাই।

৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৫

শেখ আশেক ইব্রাহীম জিহাদ বলেছেন: কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি । ভাই মিথ্যা বলছেন, আপনি বই পড়েন না অন্য কিছু পরেন । আপনার অনেক মন্তব্য প্রয়োজন , ৭১ এ সফল হইতে পারেন নাই , এই ক্ষেত্রে আশা করি আপনি সফল হবেন । কেউ আমীন না বলে যাবেন না , (আমীন)

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৭

ঠ্যঠা মফিজ বলেছেন: যাক আপনার বয়স আর আমার বয়স প্রায় কাছাকাছি।

৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৬

ওসেল মাহমুদ বলেছেন: স্বাধীণতার চেতনা ছিল কিন্ত দেশকে এগিয়ে নেয়া এবং সবার উন্নতি নিশ্চিত করা ।৭১ এই থেমে গেলে চলবে কেন !?!
শুধু ৭১ কে পূজি করা কি সেই চেতনার সাথে সাংঘর্ষিক নয় !?

১১ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:১০

ঠ্যঠা মফিজ বলেছেন: আমার মতে দেশ নয় শুধু পুরো বিশ্বকে এক সাথে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে।

৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:০১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: উনি আমার শ্রদ্ধেয় ওস্তাদ । আপনি কামটা ভালো করেন নাই কিন্তু। /:)

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৫

ঠ্যঠা মফিজ বলেছেন: খারাপ কিছুও করি নাই । :)

১০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২০

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: ফিলিস্তিন, সিরিয়া, রোহিঙ্গা, তালেবান, আল শাবাব-এর সাথে মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের কী সম্পর্ক?

প্রথম প্যারা ঠিক আছে। তবে দ্বিতীয় প্যারা এখানে অপ্রাসঙ্গিক। ধন্যবাদ।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৬

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০০

চাঁদগাজী বলেছেন:


ধর্মীয়দের পোষ্টগুলো এত দুর্বল থাকে যে, লজিক্যালী ওগুলো ধর্মকে হাসির পাত্রে পরিণত করে; এসব লেখকের ইতিহাস জ্ঞান নেই, এরা রাজতন্ত্র, রিপাবলিক সম্পর্কে কোন কিছু বুঝে না; ধর্মীয় ইতিহাসকে এরা রূপকাহিনী হিসেবে লিখে, নিজের পোষ্টকে লজিকক্যালী দুর্বল করে তোলে; এসব লেখকেরা ধর্মে হাস্যস্কর বিষয়ে পরিণত করে মাত্র।

১২| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন:


এখন প্যালেষ্টাইন সম্পর্কে পোষ্ট আসছে, মোামুটি ৯৯% ভুল ধারণার উপর পোষ্টগুলো লেখা; গত ৭০০ বছরে, প্যালেষ্টাইন নামে কোন স্বাধীন রাষ্ট্র ছিলো না; ইসরায়েল হয়েছে বৃটিশ কলোনী থে্কে; বৃটিশ জার্মানীর বিরু্দ্ধে যুদ্ধ করেছে, হিটলার ইহুদী হত্যা চালানোর পর, বৃটিশ তাদের প্যালেষ্টাইনী আসতে সাহায্য করেছে; এসব বাংগালীরা বুঝে না; বাংগালীরা বুঝে না যে, আরবেরা বৃটিশের খাসজমি পানির দামে ইহুদীদের কাছে বিক্রয় করে, তাদেরকে জমির মালিক বানায়েছে। এখানে যখন আমি কমেন্ট করি, ওরা লজিক বুঝে না।

১৩| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৬

কানিজ রিনা বলেছেন: আসল কথা পৃথিবী জ্ঞান বিজ্ঞানে এতই
এগিছে যে পৃথিবী আজ ধ্বংশের দিকে
এগিয়ে যাচ্ছে। পরমানু পরাশক্তিধরদের
কাছে বিশ্ব নতজানু। যেসব দেশ গুল
পরমানু বোমা এটম শক্তিধর হয়ে উঠতে
পারে নাই তারা শক্তিধরদের কাছে পরাজিত
হবেই হবে। এইটাই প্রযুক্তিগত বিদ্যার নিয়ম
চালু হয়েছে। প্রযুক্তিগত বিদ্যা না শোনে
কোনও নিশেধাজ্ঞা। চোরে না শোনে ধর্মের
কাহিনী।

১৪| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

রাজীব নুর বলেছেন: এইভাবেই চলুক, কথার পিঠে কথা। যুক্তির পিঠে যুক্তি। তারপর পাওয়া যাবে মঙ্গলময় সমাধান।

১৫| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫২

কানিজ রিনা বলেছেন: চাঁদগাজী? আপনি আছেন গাছের গোড়া না
দেখে আগায় দেখে কথা বলা। রহীঙ্গারা কি
সম্পদ বিক্রি করেছিল? রহিঙ্গাদের শোসন
করতে করতে আজ পর্যন্ত এই অবস্থায় এসে
পৌঁছে গেছে। দখলদারদের শক্তির পড়াজয়
সকলখানেই। হ্যা তবে কিছু কিছু সম্পদ
ইসরাইলিরা কিনেছে সত্য ওদের অত্যাচারে
বেঁচে দিতে বাধ্য হয়েছে স্থানীয়রা।
আপনি কি মনে করেন ১৯৭১ সালের পড়ে
আমাদের দেশ শিক্ষায় পিছিয়ে আছে।
শিক্ষিত ঠিকই হয়েছে তা প্রযুক্তিতে ব্যবহার
হয়না। এমনকি শিক্ষিতরা শিক্ষার মান পায়না।
ধরুন বুয়েট বিদ্যা কাজের স্হান নাই।
বিদ্যাগুল কাজের স্থান না পেয়ে বিদেশ
পাচার হয়ে যাচ্ছে। আর আমাদের মেধা
সব সময় বিদেশেই চলে যায়। আর চিনের
বিদ্যা এদেশে রাস্তাঘাট তৈরি করে।

১৬| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৮

সাইন বোর্ড বলেছেন: ৭১ কিংবা স্বাধীনতা যুদ্ধকে যারা নিজেদের সম্পত্তির পর্যায়ে নিয়ে গেছে, তারা এর থেকে বেরিয়ে অাসতে চাইলে মূলধন বলে অার কিছুই থাকে না তাদের । ব্যবসাটা জমবে কি করে ?

১৭| ১১ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

গরল বলেছেন: আপনার লেখা পড়ে মনে হল যে পাকিস্তানের সাথে পাকিদের ধর্মও চলে গেছে তাই আপনের এত খেদ।

১৮| ১১ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

আবু তালেব শেখ বলেছেন: আপনার আইডিয়াগুলো ভালো লাগলো সবাই মিলে মিশে দেশ চালানোর।
কিন্তু এটা কোনদিন সম্ভব না কারন বাংগালি কাউয়ার জাত, কাধে কাধ মিলিয়ে চলতে শেখেনি। কাউয়ার মত ঠোকাঠুকি করতে চ্যাম্পিয়ন এই কাংগাল জাতি

১৯| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার দেশ গড়ার আইডিয়া ভালো লাগার মতো এবং গ্রহণযোগ্যও বটে।
তবে, যারা দেশের জন্ম থেকেই শত্রু তাদের দ্বারা দেশের উন্নয়ন কতটা সম্ভব হবে সেই প্রশ্ন আসাটা দোষের হবে না নিশ্চয়।

আর ৭১-এর চেতনা ভুলতে বলে আপনি বাঙালি জাতিকেই মুছে ফেলতে চাইছেন বলেই মনে হচ্ছে আমার কাছে।
বাঙালি জাতি ৫২, ৬৬, ৭১-এর জন্য গর্ববোধ করে, করবে পৃথিবীর শেষদিন পর্যন্ত। এটা আমার ধারণা নয়, বিশ্বাস।

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিজ্ঞান বা প্রযুক্তিগত পিছিয়ে থাকার কারণে মুসলমান বিশ্বে কতটা পিছিয়ে আছে সেটা নিচের আলোচনা থেকে অনেকটা বোধগম্য হতে পারে। সময় হলে একবার আপনিও পড়ে দেখবেন।


"অনেকের মনে প্রশ্ন দেড়শ কোটি মুসলিম দুনিয়ায় থাকতে মাত্র ৫০/৬০ লক্ষ ইহুদী কিভাবে মাথার উপর ছুড়ি ঘুরাচ্ছে----? ইয়েস মিলিয়ন ডলার প্রশ্ন!

উত্তর টা আপনার ও জানা, তারপর ও দিচ্ছি-- জ্ঞানবিজ্ঞান আর প্রযুক্তি দিয়ে!
অনেকে বলেন সালাউদ্দিন আইয়ুবির মতো বীর আর নাই, তাই আমাদের পরাজয় হচ্ছে! এদের কে বুঝাবে যে যুগের পরিবর্তন হয়েছে? মানুষ এখন ঢাল-তলোয়ার, বর্শা দিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধ করে না! করে স্বয়ংক্রিয় ক্ষেপণাস্ত্র দিয়ে, ওয়ার প্লেন রাডার দিয়ে, একে ৪৭ দিয়ে!

তাহলে মুসলিমরা কেন পারছে না???? কারন মুসলিমরা জ্ঞান বিজ্ঞানকে ভয় পায়-- তাদের ধারনা -- জ্ঞান বিজ্ঞানে উন্নত হলে ধর্ম বলতে কিছু থাকবে না, তাই একে ইহুদী নাসারার ষড়যন্ত্র আখ্যা দিয়ে এর থেকে দূরে থাকাটাই মঙ্গল!
তা না হলে বেহেশত হাতছাড়া হয়ে যাবে!

আফসোস মুসলমানরা এখনো বহু বিবাহ, তালাক, হিল্লা আর মেয়েদের ঘরে আবদ্ধ রাখার আইন নিয়েই পড়ে আছে!
মানুষ যেসময় জ্ঞান বিজ্ঞানে এগিয়ে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে গবেষণায় ব্যস্ত-- আমরা তখনো বিয়ে নিয়ে ব্যস্ত!

আমরা যখন কলেরাকে উলাওটা নামন দানবের কাজ, কুষ্ঠ রোগী আর গুটি বসন্ত কে সৃষ্টি কর্তার অভিশাপ আখ্যা দিতে ব্যস্ত-- তখন ইহুদি নাসারারা বের করলো টিকা প্রতিষেধক! জিবাণু দিয়েই জিবাণু মারার কৌশল!
যক্ষ্মা টাইফয়েড পোলিও হলেও চলতো পানিপড়া চিকিৎসা!

শুধু সঠিক জ্ঞান চর্চার অভাবে আমরা ইহুদি নাসারার সাথে পারিনা!

ইসরায়েলের আয়তন কত? জনসংখ্যা? অথচ সেই পুচকে একটা দেশের ভয়ে মরক্কো থেকে ধরে ইন্দোনেশিয়া পর্যন্ত কোন মুসলিম দেশ টু শব্দটিও উচ্চারণ করতে পারেনা!
২০১৪ তে গাজা অবরুদ্ধ করে ১৪০০ প্যালেস্টাইনি মেরেছে শুধু ব্যারেল বোমা, নিয়ন্ত্রণ ক্রুড মিসাইল আর হোয়াইট ফসফরাস দিয়ে!
তাদের আছে অত্যাধুনিক আন্তঃ মহাদেশিয় ক্ষেপণাস্ত্র-- যা দিয়ে যায়গায় বসে কম্পিউটার টিপে আরেকটা দেশের একটা শহরে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত আক্রমণ করতে পারবে!
মিসাইল ডিফেন্স সিস্টেম - আরেক দেশ থেকে ছোড়া মিসাইল ভূমিতে পরার আগেই ধ্বংস হয়ে যাবে আকাশপথে!
আছে নিউক্লিয়ার বা এটম বোম্ব!
আছে সুদক্ষ পাইলট সহ ওয়ার প্লেইন, আছে শব্দবিহীন রাডার ফাঁকি দেয়ার মতো পাইলট বিহীন বোমারু বিমান!
এখন বলেন কোন আরব বা মুস্লিম দেশটার এত কিছু আছে?
আর তাই ইসরায়েলের সাথে কেউ ভিড়ে না! ১৯৬৭ এ একবার ভিড়েছিলো-- ১৭ টি আরব দেশ মাত্র ৫ দিনে আত্মসমর্পণ করে! তথাপি মিশর হারিয়েছিলো সিনাই উপত্যকা, জর্ডান ডেড সি, সিরিয়া গোলান মালভূমি!

আজকে আমরা কিছু হলেই বলি ইহুদি নাসারার ষড়যন্ত্র!
অথচ তাদের এই বিস্ময়কর উন্নয়ন দেখেও শিখি না আমাদের গ্যাপটা কোথায়!
তিতা হলেও সত্য, এই ইহুদী নাসারার আবিষ্কারের দরুন আজকে দুটো ভাত রুটি খেতে পারছি-- কি অবাক হচ্ছেন?
জিন গবেষণা করে চাউলের গমের শস্যদানার হাইব্রডাইজেশন না করলে বছরে বছরে দূর্ভিক্ষ হতো! বছরে একবার ফসলে কি ৭০০ কোটি মানুষের আহার হতো?
এইসব ফার্মি, পোল্ট্রি, ব্রয়লার লেয়ার খাদ্য বিপ্লব ঘটিয়েছে! যাকে আমরা বলি জি এম ও ফুড!

প্রচণ্ড গরমে এসি, ফ্যান, বিদ্যুৎ তো আছেই! আজকে বিজ্ঞানের অবদানেই মরুভূমি তে ফসল ফলে! লবণাক্ত পানিকে রিফাইন করে পানের উপযোগী করা হয়েছে!
এখন আর পানির অভাবে তায়াম্মুম করা লাগেনা!
তারপর ও কি ইহুদি নাসারার অবদান নাই?

গরুর, ঘোড়ার, উটের বদলে চড়ছি ফেরারি অডি গাড়িতে!
উড়োজাহাজ, বুলেট ট্রেন তো আছেই! আছে কীডনি লিবার পর্যন্ত চেঞ্জ করার অবদান!

এইযে রক্তের গ্রুপ আর তা দিয়ে মানুষ বাঁচানো -- এটাও তাদের আবিষ্কার!
এরপর ও ইহুদি নাসারার অবদান নাই?

এইযে কম্পিউটার, ইন্টারনেট ফেইসবুক -- এইগুলাই বা কম কি?
তারপর ও এরা ষড়যন্ত্র করেই যাচ্ছে তাইনা?

হ্যা, একমাত্র ছাগুরাই বিশ্বাস করে ইহুদী নাসারা দিনরাত ষড়যন্ত্র করছে, আর আমাদের এই অভাব এই দৈন দশার জন্য তারাই একমাত্র দায়ী!
অথচ তাদের আবিষ্কৃত জিনিস ছাড়া একদিন ও কেউ চলতে পারবে না।

এইতো সৌদি আরব কিছুদিন আগেই আমেরিকা থেকে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে!
এই ইহুদি নাসারার কাছ থেকেই কিনেছে!
এইযে সৌদির তেল স্বর্ণ মাটির নিচে পড়েছিলো--- তা এই ইহুদি নাসারার আবিষ্কার করা প্রযুক্তির কারনেই বিক্রি করে দু' পয়সা কামাচ্ছে!

তালেবান বলেন আই এস আই এস বলেন, ইহুদির আবিষ্কার Ak 4 7, m15বন্ধুক, আর ডি এক্স দিয়ে সুইসাইড বেল্ট বানায়! অর্থাৎ মরতে গেলেও ইহুদি নাসারাই লাগে!

মোদ্দাকথা, মুসলিম জাতি যতদিন শিক্ষাদিক্ষা জ্ঞানবিজ্ঞানে প্রভুত উন্নতি না করবে, ততদিন মার খেয়েই যাবে! নিজেরাই নিজেদের মারবে!
কখনো শিয়া সুন্নি নিয়ে, কখনো খিলাফত জিহাদ নিয়ে!
আজকের সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া তার উৎকৃষ্ট উদাহরণ!

অথচ, পাশাপাশি বৌদ্ধরা, হিন্দুরা, খ্রিস্টান ইহুদী জরাথ্রুস্ট্ররা--- কোথায় পৌঁছে গেছে!
আর সৌদিআরব প্রতিবেশি ইরানকে আইজোলেট করে রেখেছে; কারন তারা সহি মুসলিম না! শিয়া!
অথচ পুচকে একটা ইসরায়েল আর প্রায় ১ কোটি ইহুদি ১.৮ বিলিয়ন মুসলমানকে তুরকিনাচন নাচাচ্ছে! কি অর্থনীতি, কি রাজনীতি, কি সামরিক শক্তি---সবদিক থেকেই!
আজ পর্যন্ত শুনছেন একটা ইহুদি যুবক সুইসাইড বোম এটাক করছে?
ওদের যুবারা পড়াশোনা করে দেশের বিজ্ঞানি, পাইলট, মিলিটারি, প্রফেসর ডাক্তার হয়!
আমাদের যুবারা হয় জিহাদি!

নিউজ শুনেন, দিনাজপুরের কাহারুলে মসজিদে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণ করেন ৪২ বছরের মাদ্রাসা শিক্ষক!
কাবুলে মসজিদে বোমা বিস্ফারণ! নিহত কয়েক ডজন! মিশরের সিনাইয়ে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ২৫৩ জন! ----- এইখানেও কি ইহুদি নাসারার হাত ছিলো?

মুসলিম জাতির এই দৈন দশার কবে মুক্তি মিলবে? নিজেদের ভেতরের এই হানাহানি, ফতোয়াবাজি আর জিহাদ নামক কেন্সার থেকে আদৌ মুক্তি মিলবে কি?
নাকি আজীবন ইহুদি নাসারার ঘাড়েই দোষ চাপিয়ে দিবে?
আর উলটা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে আধমরা হয়ে পড়ে থাকবে; সেই সুযোগে জেরুজালেম না-- আরো অনেক কিছুই হাতছাড়া হবে!"

সংগৃহীত Al Bakky Al Myzan

২১| ১১ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

জাহিদ হাসান বলেছেন: পোস্টের শুরুতেই চাদঁগাজীর বিখ্যাত সেই গাড়ি দেখে সাইনসোদ হয়ে গেলাম। :|

২২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুক্তিযুদ্ধ নিয়ে এত বেশি রাজনীতি হয়েছে যে, মুক্তিযুদ্ধের চেতনা বলতে মনে হয় খারাপ কিছু বোঝায়। আসলেই কি তাই? একটা পক্ষ মোটামুটি যুদ্ধটাকেই অস্বীকার করতে চায়। বাঙালির সবচেয়ে গৌরবোজ্জ্বল ইতিহাস চাইলেই কি অস্বীকার করা যায়? মুক্তিযুদ্ধকে কি ধর্মের বিপরীতে দাঁড় করাতে চান? এ ইতিহাস তো ভুলে যাওয়ার কথা পাকিস্তানি মনোভাবাপন্নদের যাদের নৈতিক পরাজয় হয়েছে। তাদের নিয়ে মিলেমিশে থাকার কথা বলছেন, তারা কি স্বাধীনতা স্বীকার করে? যদ্দুর জানি, যুদ্ধটাকে কলঙ্ক হিসেবে দেখে তারা; তাদের সাথে সমঝোতা কীভাবে হবে?
মুসলমানরা শিক্ষা-দীক্ষা, ব্যবসা-বাণিজ্য সবদিক দিয়েই পিছিয়ে আছে; এটা কি অস্বীকার করা যাবে? স্বর্ণযুগের ইতিহাস টানা হয়, আচ্ছা, তার ধারাবাহিকতা কি ধরে রাখা গেছে? বিগত পাঁচশো বছরে মুমলমানদের উল্লেখযোগ্য কয়েকটা অবদান দেখান তো। জঙ্গিবাদের বিস্তার ছাড়া কোন অগ্রগতি হয়েছে? নিজেরা নিজেরা মারামারি করেই শেষ। সমালোচনাকে ভালোভাবে নিতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.