নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

মহান বিজ্ঞানীদের কাছে জানতে চাই

১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:০১

আমরা যারা কম বেশি কুরআন তেলয়াত করি তারা কম বেশি অর্থগুলো বোঝারও চেষ্টা করি,বিশেষ করে
এখন বাংলায় অর্থ এবং উচ্চারন সহ কুরআন পাওয়া যায়।আমাদের এক সহ ব্লগার ভাই দেখছি আজ একটা
পোস্ট দিয়েছেন,আর সে পোস্টে তিনি উল্লেখ্য করেছেনঃ
শ্রীলংকাতে এডামস পিক বলে একটা পাহাড়ের চুড়ায় একটা পাথরে পায়ের ছাপের মতন আছে যেটা বুদ্ধর পায়ের ছাপ এবং অনেক মুসলিমরা এটাকে আদম আ: এর পায়ের ছাপ বলে বিশ্বাস করে... বিশ্বাস সকল ধমের মুল মন্ত্র... তাই ধামিকরা যৌক্তিক ভাবনার চেয়ে বিশ্বাসের উপরেই বেশি আস্থারাখে। এই সুযোগই যে ধান্দাবাজেরা নেয় সেটা অন্ধধামিকরা বোঝে না।
ঠিক আছে তার কথাই মেনে নিলাম যেহেটু সমাজে এখন সরকার থেকে শুরু করে নিম্নমানের সকলেই ধান্দার পিঁছনে ছুঁটে বেরাচ্ছে
সেহেটু তার কথা ফেলে দেয়া যাবে না।তাই বলে পৃথিবীর সবই যে মিছে বা সবাই যে ধান্দাবাজ সেটাাও ঠিক না।
আমরা বেশ ভালো করেই জানি একটা কচ্ছপ প্রায় ৩০০ বছরের মত বাঁচে । একটা ছাগলের পেট থেক প্রায় ছয় থেকে
৭টা বাচ্চাও হয়। আজ এমনও শোনা যায় অনেক মায়ের গর্ভ থেকে চার পাঁচটি সন্তান পস্রবের কথা। যেখানে হাজার
হাজার বছর আগের গর্জিলা ডাইনোসরের কথা আমরা বিশ্বাস করি সেখানে নবী রাসুলদের কথা বিশ্বাস করতে আমাদের
এত আপত্তি কেন ?
একটা গরু কি খায় ? উত্তরঃ শুধু সবুজ গাছ।
আর একটা মানুষ খায় কি ? উত্তর তার খাওয়ার শেষ নেই ।
অথচ একটা গরুর সাথে মানুষ লড়াই করে শক্তিতে মনে হয় জেতা সম্ভব হবে না।
তবে মহান সৃষ্টি কর্তা চাইলে সবই সম্ভব কেননা ওনার হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে না।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কিছু মানুষ বুঝেও না বুঝার ভান করে।

কিছু মানুষ বুঝে আর কিছু মানুষ বুঝেনা।

আবার কিছু মানুষ বুঝে শুনে ইসলামের পিছে লাগে।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৩

ঠ্যঠা মফিজ বলেছেন: তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছু করার নাই ভাই।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩

নতুন বলেছেন: আমাদের দেশে যত ধমীয় বাটপার আছে সেটা অন্য দেশে কমই আছে... ( ভারত আর পাকিস্তান ছাড় :) )

সেই সুযোগই কিন্তু আমাদের দেশের বাটপারেরা নিচ্ছে....

মাজার,ওরস,খেদমত,তাবিজ,ঝাড়-ফু,মারফতী,তরিকা,পীর,মুরিদ,জ্বীনতাড়ানো,ঘরবন্ধ,দেওচালান,জ্বীনের মাধ্যমে কাজ করানো...

বত`মানে যোগ হয়েছে ধমের নামে মানুষ হত্য.... সবই কিন্তু এই অন্ধবিশ্বাসকেই পুজি করে প্রসার হয়।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

ঠ্যঠা মফিজ বলেছেন: দুুঃখীত পোস্টটা আপনারি ছিল ভুল হয়েছে কালকের জায়গায় আজজকে বসিয়ে ফেলেছি। :)

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: তাবিজ-কবজ বেচা শুরু করুন, জমবে ভালো।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৫

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার লাগবে প্রেম করে মনে হচচ্ছে দাগ খাইছেন। :)

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪০

রাজীব নুর বলেছেন: ঠিক আছে মেনে নিলাম।

১৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ওকে বুঝে নিলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.