নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোনটা সঠিক কিভাবে বুঝবো

তুহীদ

তুহীদ › বিস্তারিত পোস্টঃ

কেন আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে?

১৬ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৭

যারা কোরআনে বিশ্বাস করি তাদের কোরআন থেকে জানা উচিত - কেন আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে। আসুন এবার নিচের আয়াতগুলো গবেষণা (শুধু পড়া না) করে দেখি, কোরআন কি বলে।

কোরআন ০২:৩০, ০৬:১৬২ এবং ৪৮:২৮ (বি:দ্র: দয়াকরে এই আয়াতগুলো না গবেষনা করে কমেন্ট করবেন না)।



আমার উপসংহার হলো :

১. আমাদের পাঠানো হয়েছে পৃথিবীকে চালানোর জন্য। আল্লাহর আইনগুলো কার্যকর করার জন্য। To dominate, not for being dominated।

২. এ কাজের প্রথম দাবি মানুষ তৈরী করতে হবে দাওয়তের মাধ্যমে। আর এই দাওয়তের টার্গেট থাকবে আল্লার জমিনে আল্লাহর দীনকে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় পর্যায়ে।

৩. শুধু বাক্তি জীবনে দীন প্রতিষ্ঠা করে বসে থাকলে হবেনা। রাষ্ট্রীয় ভাবেও করতে হবে। তারমানে রাষ্ট্রের দায়ত্ব নিতেহবে এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে।

৪. যদি এই রাষ্ট্রের পরিধি অনেক বড় হয় তাহলে ইমাম (রাষ্ট্র প্রধান) একাধিক হতে পারে, যেহেতু আইন সর্বত্র একই থাকবে।



আপনি কি উনুধাবন করলেন উপরের আয়াতগুলো গবেষণা করে?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩২

েফরারী এই মনটা আমার বলেছেন: নিউরোলজী এর ডাক্তার দেখান । সূস্হতার জন্য দোয়া করি।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

েফরারী এই মনটা আমার বলেছেন: না বুইঝা একটা কিছু লিখলেই হইলো।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

প্রফেসর সাহেব বলেছেন: pore dekmune

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

প্রফেসর সাহেব বলেছেন: pore dekmune

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

তুহীদ বলেছেন: ভাই লিখাটা ছিলো যারা কোরআন বিশ্বাস করে তাদের জন্য। আপনি যদি কোরআনে বিশ্বাস না করেন তাহলে সমাজ বিনির্মাণে আপনার বক্তব্য দেন। আমি আশা করি আমি অন্য আলোচনা করবো।
আপনাদের বক্তব্যও আমার দরকার কিন্ত হতে হবে পড়াশুনা ভিত্তিক, ref দিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.